নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাস নিয়ে মিথ বনাম বিজ্ঞান -- ৪

২৫ শে মার্চ, ২০২০ ভোর ৪:৪৫

করোনা ভাইরাস নিয়ে মিথ বনাম বিজ্ঞান

মিথ-৪: করোনা ভাইরাসটি সম্ভবত একটি পরীক্ষাগারে তৈরি হয়েছিল।



বিজ্ঞান: এই পর্যন্ত কোনও প্রমাণই পাওয়া যায় নাই যে ভাইরাসটি মনুষ্যসৃষ্ট। SARS-CoV-2 করোনা ভাইরাসটি সাম্প্রতিক দশকগুলিতে সংক্রমণকারী আরও দুটি করোনা ভাইরাসের সাথে সাদৃশ্যপূর্ণ যা SARS-CoV এবং MERS-CoV নামে পরিচিত। এই তিনটি ভাইরাসেরই উদ্ভব ঘটেছে বাদুড়ের মধ্যে। সার কথা, SARS-CoV-2 এর বৈশিষ্ট্যগুলি করোনার আগের ভাইরাসগুলির মতোই, যা প্রাণী দেহে বিকাশ লাভ করে মানুষের দেহে সংক্রমিত হয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২০ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: এতো এতো দোয়া আছে রোগ থেকে রক্ষা পাবার জন্য, সেই গুলি কেন এখন কাজে লাগছে না? ধমান্ধের মতন চিন্তাভাবনা এখন বন্ধ করতে হবে। মসজিদ, মন্দির, চার্চ সব বন্ধ করে দেয়া দরকার। বাইরের দেশ গুলোতে এইসব জায়গা থেকেই করোনা বড় আকারে ছড়িয়েছে। মালয়েশিয়ার অবস্থা দেখেও যদি শিক্ষা না হয় তবে কিছু বলার নাই। উন্নত বিশ্বের কথা বাদ দেন। এরা আজ হোক, কাল হোক এসব ধকল সামলে উঠবে। আমাদের দেশে একবার মহামারী হলে কি হবে?

২৫ শে মার্চ, ২০২০ রাত ১০:১৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



"এতো এতো দোয়া আছে রোগ থেকে রক্ষা পাবার জন্য, সেই গুলি কেন এখন কাজে লাগছে না?"
এই সব দোয়া কাজে লাগছে। আপনি দেখতে পাচ্ছেন না।
প্রথম প্রমাণ: বিশ্বের সব মানুষ আক্রান্ত হয় নাই।
দ্বিতীয় প্রমাণ: সব আক্রান্ত রুগী মারা যায় নাই।

ইসলাম ধর্মে কোথাও বলা নাই শুধু দোয়া করলে রোগ ভাল হবে। দোয়ার সাথে দাওয়া লাগবে।
রসূল সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নিজেও চিকিৎসা নিয়েছেন এবং সবাইকে চিকিৎসা নিতে বলেছেন।

প্রশ্ন করতে পারেন, চিকিৎসা নিলে দোয়া লাগবে কেন?
উত্তর হচ্ছে, চিকিৎসা করলেই সবাই সুস্থ হয় না।
তাই চিকিৎসাও লাগবে দোয়াও লাগবে।

"ধমান্ধের (sic) মতন চিন্তাভাবনা এখন বন্ধ করতে হবে।"
আপনার এই কথার সাথে আমি শত ভাগ একমত।
ধর্মান্ধ আর ধার্মিক এক না।
কিছু লোক আছে ধর্মান্ধ আর কিছু লোক আছে অন্ধ ধর্ম বিরোধী। উভয়ই খারাপ।

"মসজিদ, মন্দির, চার্চ সব বন্ধ করে দেয়া দরকার।"
এই গুলি বন্ধ করার প্রয়োজন হলে অবশ্যই বন্ধ করতে হবে।
তবে সেটা আমার বা আপনার ইচ্ছায় বা সিদ্ধান্তে না।
এই সিদ্ধান্ত নিবে সরকার বিশেষজ্ঞদের সাথে এবং আলেমদের সাথে পরামর্শ করে।

"বাইরের দেশ গুলোতে এইসব জায়গা থেকেই করোনা বড় আকারে ছড়িয়েছে।"
একে বারে ডাহা মিথ্যা কথা।
আমি করোনা ভাইরাস আপডেট নিয়মিত মনিটর করি।
আজ পর্যন্ত কোথাও এই তথ্য পাই নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.