নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাস নিয়ে মিথ বনাম বিজ্ঞান -- ৬

২৫ শে মার্চ, ২০২০ রাত ৯:৩০

করোনা ভাইরাস নিয়ে মিথ বনাম বিজ্ঞান

মিথ-৬: পোষা প্রাণী নতুন করোনাভাইরাস ছড়িয়ে দিতে পারে।



বিজ্ঞান: বৈজ্ঞানিকরা ধারণা করছেন সম্ভবত পোষা প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমণ হয় না। দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকার রিপোর্ট থেকে জানা যায় চীনের একটি কুকুর তার মালিকের কাছ থেকে আক্রান্ত হয়ে ছিল যা ছিল খুব হালকা আক্রমণ। ঐ মালিকটি পজিটিভ ভাবে করোনা আক্রান্ত ছিল। তার মানে কুকুর মানুষের কাছ থেকে সংক্রমিত হতে পারে। কিন্তু সংক্রামিত কুকুরটি অসুস্থ হয়ে পড়েনি বা রোগের লক্ষণ দেখায়নি এবং কোনও প্রমাণ পাওয়া যায় নাই যে সংক্রমিত কুকুরটি মানুষকে সংক্রামিত করতে পারে।

সিটি বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিশেষজ্ঞ ভেনেসা বার্স জানিয়েছেন যে ২০০৩ সালে প্রাদুর্ভাবের সময় বেশ কয়েকটি কুকুর এবং বিড়াল একই জাতীয় ভাইরাস অর্থাৎ SARS-CoV ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছিল। SARS ভাইরাসের অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে বিড়াল এবং কুকুর মানুষের কাছ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হলেও অসুস্থ হয়ে পড়বে না বা ভাইরাস মানুষের মাঝে ছড়াবে না। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পোষা কুকুর বা বিড়াল থেকে মানুষের মধ্যে ভাইরাল সংক্রমণের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) পরামর্শ দিয়েছে যে করোনা ভাইরাস আক্রান্ত রুগী অসুস্থ অবস্থায় তাদের পোষা প্রাণীদের যত্ন নিতে পারবে। তবে সিডিসির মতে, কেউ যদি পোষা প্রাণীদের গায়ে হাত দেয় তাহলে সবসময় তাদের হাত ধুয়ে নেওয়া উচিত, কারণ পোষা প্রাণী মানুষের মধ্যে অন্যান্য রোগ ছড়িয়ে দিতে পারে।


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: প্রিন্স চার্লস করোনা ভাইরাসে আক্রান্ত !!
এমন নিউজ দেখার পরে বলার ভাষা হারিয়ে ফেলেছি ।
অথচ, তিনি হলেন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ও অভিজাত পরিবারের সদস্য ।

২৫ শে মার্চ, ২০২০ রাত ১০:১৮

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



আশ্চর্য হওয়ার কিছু নাই।
প্রিন্স চার্লস যতই অভিজাত পরিবারের সদস্য হউন না কেন তিনি একজন মানুষ।
আমার আপনার মত তার জন্ম হয়েছে।
আমার আপনার মত সে খায়।
আমার আপনার মত তার অসুখ হয়।
আমার আপনার মত সে ঘুমায়।
এবং সব শেষে আমার আপনার মত তার মৃত্যু হবে।

২| ২৫ শে মার্চ, ২০২০ রাত ১১:০২

নেওয়াজ আলি বলেছেন: গ্রামের ভাত পাবে না। আবার পোষা প্রাণী পালবে।

২৫ শে মার্চ, ২০২০ রাত ১১:৪৫

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



"গ্রামের ভাত পাবে না। আবার পোষা প্রাণী পালবে।"
সব কিছুকে ব্যক্তিগত ভাবে নেন কেন।
সবাই প্রাণী পোষে না, এই কথা ঠিক।
কিন্তু কেউ কেউ তো ঘরে বা বাড়িতে পোষা প্রাণী রাখে।
এই পোস্ট তাদের উদ্দেশ্যে।
আবার যারা প্রাণী পোষে না তাদের মনেও অনেক প্রশ্ন আছে।
তাদের উদ্দেশ্য এই পোস্ট।

গ্রামের মানুষ কুকুর বিড়াল না পোষলেও তারা গবাদি পশু পালন করে, যেমন গরু, ছাগল, হাঁস মুরগি ইত্যাদি।
গ্রামের অনেক মানুষ আছে গোয়াল ঘরে, বা ছাগলের খোঁয়াড়ে রাতে ঘুমায়।
তাদের কথাও চিন্তা করেন।
গ্রামে আবার অনেকের খাট বা চৌকির নিচে রাতে মোরগ মুরগি থাকে।
অনেকেই আবার ঘরের বারান্দায় কবুতর পালে।
এদের কথা একটু ভাবেন।

আপনার কুকুর নাই, বিড়াল নাই, গরু নাই, ছাগল নাই, মোরগ নাই, মুরগি নাই, কবুতর নাই -- আপনি ধরে নিয়েছেন এই পোস্ট দিয়ে আমার কি হবে।
অন্যদের কোথাও ভাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.