নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।
করোনা ভাইরাস সম্পর্কে একটা দুঃসংবাদ এবং দুইটা সুসংবাদ।
দুঃসংবাদটা আগে দেই তারপর পর পর দুইটা সুসংবাদ দিব।
দুঃসংবাদ:
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি ও সংক্রামক রোগ ইন্সটিটিউটের পরিচালক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি স্টিফেন ফাউচি বলেছেন, পৃথিবীতে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে সময় লাগবে। ভাইরাসের প্রকোপ সাময়িক ভাবে কিছু কমে আসলেও আবার ফিরে এসে নতুন করে আক্রমণ করবে। এই ভাবে চলতে থাকবে।
সুসংবাদ ১. ইতিমধ্যে আমেরিকাতে করোনা ভাইরাসের দুইটা ভ্যাক্সিন আবিষ্কৃত হয়েছে। একটা গত মার্চ মাস থেকে মানুষের শরীরে পরীক্ষা করা হচ্ছে। আরেকটা গতকাল থেকে পরীক্ষা শুরু হয়েছে। বৈজ্ঞানিকরা আশা করছেন দুইটা ভ্যাক্সিনই সফল হবে। তবে বাজারে আসতে আরো কয়েক মাস সময় লাগবে।
সুসংবাদ ২. আমেরিকার গবেষকরা মুখে খাওয়ার ওষুধ বা বড়ি নিয়ে পরীক্ষাগারে সফল পরীক্ষা চালিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইমোরি বিশ্ববিদ্যালয়, নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয় ও ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের একদল গবেষক নতুন ওষুধ নিয়ে তাঁদের গবেষণা করেছেন। ইতিমধ্যে রিজব্যাক বায়োথেরাপিউটিক্স নামের একটি মার্কিন প্রতিষ্ঠান ওই ওষুধের জন্য লাইসেন্স নিয়েছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ওষুধ পরীক্ষার জন্য অনুমতিও দিয়েছে।
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২০
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
"টীকা প্রথামিকভাবে (sic) ৪৮ জনেকে দেয়া হয়েছে, ভালো সংবাদ।
সেটাই বাস্তবতা, ফিরে আসবে।"
আমি সব সময় আশাবাদী। মানুষ এই দুর্যোগ কাটিয়ে উঠবে।
টিকা আবিষ্কৃত হবে।
ওষুধ আবিষ্কৃত হবে।
টিকা এবং ওষুধ আবিষ্কৃত হয়ে গেলে অন্যান্য অসুখের মত ব্যাপারটা স্বাভাবিক হয়ে যাবে।
মানুষ যেমন সব সময় কোন না কোন অসুখে আক্রান্ত হয়।
কোন কোন অসুখ এমনিতেই ভাল হয়ে যায়।
আবার কোন কোন অসুখের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে হয়।
ডাক্তারের চিকিৎসার পর কেউ কেউ ভাল হয়ে যায়।
আবার কেউ কেউ বা কোন কোন অসুখ ভাল হয় না।
এটাই স্বাভাবিক নিয়ম।
একসময় এটাও এই স্বাভাবিক নিয়মে পরিণত হবে।
২| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: সংক্রমণের চতুর্থ স্তরে বাংলাদেশ ।
জ্যামাইকান বিজ্ঞানি ডা. হেনরি লোয়ে গাঁজা থেকে করোনাভাইরাসের চিকিৎসার জন্য একটি ওষুধ উদ্ভাবনের চেষ্টা করছেন।
এরই মধ্যে পরীক্ষামূলকভাবে সেই ওষুধ করোনাভাইরাসে আক্রান্তদের দিয়েছেন তিনি।
তারপর অনেকের মধ্যেই ওষুধটির ইতিবাচক প্রভাব দেখেছেন।
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৬
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
গাঁজা থেকে কি মুলা থেকে এটা কোন বড় কথা না।
কথা হচ্ছে বৈজ্ঞানিকরা রাত দিন চেষ্টা করে যাচ্ছেন ওষুধ আবিষ্কারের জন্য।
মানুষের কল্যাণের জন্য মানুষের প্রচেষ্টা।
মানুষের প্রচেষ্টা সফল হবে।
বাজারে নতুন ওষুধ আসবে নতুন ভ্যাক্সিন আসবে।
আমি আশাবাদী।
৩| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: টিকার উপর গবেষণার বাজেট অনেক বাড়াতে হবে ভবিষ্যতে। বিশ্ব অর্থনীতি হুমকির সম্মুখীন হবে। ডেঙ্গুর উপর কোনও গবেষণা করছে না কেন? এটা পাশ্চাত্যে কম বলে কি?
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫৪
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
টিকার উপর আমেরিকাতে বিরাট অংকের বাজেট আছে।
ভাইরাসের সমস্যা হচ্ছে, প্রতি বছর প্রাকৃতিক ভাবে নতুন নতুন ভাইরাস সৃষ্টি হয়।
যেমন ধরেন ফ্লু ভ্যাক্সিন আছে। আমেরিকানরা সবাই প্রতিবছর ফ্লুর ভ্যাক্সিন নেন।
ভ্যাক্সিন নেয়ার পরও কোন কোন বছর দেখা যায় অনেক লোক ফ্লুতে আক্রান্ত হচ্ছে।
তখন দেখা যায় ফ্লুর একটা নতুন ভাইরাস এসেছে।
তখন ঐ নতুন ভাইরাসের জন্য আবার টিকা বের করা হয় এবং আগের টিকার সাথে এটাকে যোগ করা হয়।
করোনা ভাইরাস একটা নতুন ভাইরাস। আগে থেকে টিকা বের করে রাখা সম্ভব না।
৪| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের দেশের কে একজন নাকি
করোনার ওষুদ আবিস্কার করে ফেলছেন ?
৫| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১২:১৭
বংগল কক বলেছেন: বাংলাদেশের মহামারী সার্ভাইভ করলে পরে টিকার প্রশ্ন।
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪৮
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
"বাংলাদেশের মহামারী সার্ভাইভ করলে পরে টিকার প্রশ্ন।"
বাংলাদেশ সম্পর্কে আমি মন্তব্য করতে পারবো না।
কারণ সঠিক কোন তথ্য বা উপাত্ত আমার জানা নাই।
ব্যক্তিগত মাধ্যম থেকে শুরু করে সরকারি মাধ্যম কোথা থেকেও সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না।
সরকার মাধ্যম বাদ দিলাম, ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করেও কোন সঠিক কথা জানা যায় না।
একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে জিজ্ঞাসা করলাম প্রকৃত পরিস্থিতি কি?
তিনি বললেন, "আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি বা ফ্রান্স থেকে আমাদের প্রশাসন দক্ষ। প্রশাসনের দক্ষতার কারণে ভাইরাস এখানে ঢুকতেই পারে নাই।" শুনে বেশ আশ্বস্ত হলাম এবং গর্বিত হলাম।
আমার এক মাতৃস্থানীয়া মহিলাকে ফোন করলাম খোঁজ খবর নেয়ার জন্য।
তিনি বলেন, "আমেরিকান এবং ইউরোপিয়ানরা নোংরা। তারা সাবান দিয়ে হাত ধোয় না। তাই তাদেরকে ভাইরাস আক্রমণ করেছে। বাংলাদেশিরা পরিষ্কার পরিচ্ছন্ন তাই ভাইরাস তেমন সুবিধা করতে পারে নাই।"
এক ডাক্তার বন্ধুকে ফোন করলাম। সে বলল, "সাদ্দামকে যখন ফাঁসি দেয়া হয় তখন সে বলেছিল, 'তুই আমাকে ফাঁসি দিচ্ছিস তুইও ক্যামিকেল আক্রমণে মারা যাবি।' এটা আসলে ভাইরাস না এটা একটা কেমিক্যাল।"
৬| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৭
রাজীব নুর বলেছেন: এখন লুটেরাদের পাকড়াও করুন। ওদের সব সম্পদ বাজেয়াপ্ত করে গরিব মানুষের আহারের ব্যবস্থা করুন। ওদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিন।
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৯
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
ঠগ বাছতে গ্রাম উজাড় হবে না তো?
৭| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৭
ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো সংবাদ।
ফাউচি সাহেব প্রতিদিনই টিভিতে আসছেন। তিনি বা তাঁর পিতামাতা কি ইমিগ্রেন্ট?
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৬
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
ডাক্তার এন্থনি স্টিফেন ফাউচি জন্মসূত্রে আমেরিকান।
তিনি ১৯৪০ সালের ২৪ ডিসেম্বর নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন।
ফাউচির বাবা-মার জন্ম ও আমেরিকাতে।
তবে ফাউচির দাদা ইটালি থেকে ইমিগ্রান্ট হিসাবে আমেরিকাতে এসেছিলেন।
ফাউচি ন্যাশনাল ইন্সটিটিউট অফ এলার্জি এন্ড ইফেক্টিয়াস ডিজিজ এর পরিচালক।
তিনি কলেজ অফ দ্যা হলি ক্রস থেকে ব্যাচেলর অফ সাইন্স এবং কর্নেল ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ মেডিসিন (MD)
তিনি বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে কোভিড-১৯ টাস্ক ফোর্সের মেম্বার।
তাছাড়াও তিনি নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির সদস্য:
১. National Academy of Sciences,
২. American Academy of Arts and Sciences,
৩. National Academy of Medicine,
৪. American Philosophical Society,
৫. Royal Danish Academy of Sciences and Letters,
৬. American Society for Clinical Investigation, t
৭. Infectious Diseases Society of America,
৮. American Association of Immunologists.
তিনি অনেকগুলি সাইন্টিফিক জার্নালের সম্পাদক মণ্ডলীর সদস্য।
১০০০ বেশি তার গবেষণামূলক লেখা আছে।
তার লেখা অনেক বই আমেরিকার ইউনিভার্সিটিতে পাঠ্য।
তাছাড়া তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন।
৮| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:৫৬
নেওয়াজ আলি বলেছেন: এখন সুসংবাদ শুনে খুশি থাকি । আর আমাদের চাল চোরেরা কি করে দেখি
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৩
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
ভাল খবর শোনেন।
ভাল থাকেন।
চাল চোরদের নিয়ে সময় নষ্ট করবেন না।
এরাই আগে কম্বল চুরি করেছে।
টিন চুরি করেছে।
গম চুরি করেছে।
রাষ্ট্র এদেরকে পালে এবং চুরি করার সুযোগ দেয়।
আমাকে বিশ্বাস করেন।
৯| ০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন: ভালো খারাপ দুটো জেনে মনে হ্চ্ছে সবই ভালোই। ফেরৎ আসলেই মুখে খাওয়ার ঔষধ খেয়ে ওকে ঝেড়ে ফেলা যাবে।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৬
চাঁদগাজী বলেছেন:
টীকা প্রথামিকভাবে ৪৮ জনেকে দেয়া হয়েছে, ভালো সংবাদ।
সেটাই বাস্তবতা, ফিরে আসবে।