নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

১০০০ বছর আগের একটা ময়দার মিল চালু করা হয়েছে

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১১

করোনা ভাইরাস মহামারীর সময় ইংল্যান্ডে ময়দার চাহিদা মেটানোর জন্য ১০০০ বছর আগের একটা ময়দার মিল চালু করা হয়েছে।
ইতোমধ্যে গত কয়েক সপ্তাহে এই ময়দার মিলটি ২,২০০ পাউন্ড ময়দা উৎপাদন করেছে।



মিলটার নাম: স্টোরমিনস্টার নিউটন মিল; এটা ইংল্যান্ডের স্ট্যুর নদীর তীরে অবস্থিত।

এই ময়দার মিলটি প্রথম নির্মাণ করা হয় ১০৮৬ সালে। এই সময়ে ইংল্যান্ড নরম্যানদের দখলে ছিল।

পরে ১৫৫৬ সালে মিলটি পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়। এর দুই বছর পরে অর্থাৎ ১৫৫৮ সালে রানী এলিজাবেথ ১ম ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। অর্থাৎ আমেরিকার স্বাধীনতার ২২০ বছর আগে।

১৯০৪ সালে মিলটাকে আরো উন্নত করা হয়।

১৯৭০ সাল পর্যন্ত একটা সম্পূর্ণ উৎপাদনক্ষম ছিল।

তারপর এটাকে জাদুঘরে রূপান্তর করা হয়। সেই সময় থেকে প্রতি বছর গ্রীষ্ম কালে প্রতি মাসে ২ দিন ময়দা উৎপাদন করত।

এখন ময়দার চাহিদা মিটানোর জন্য পূর্ণোদ্দমে চালু করা হয়েছে। এখন প্রতি সপ্তাহে ৪০ লক্ষ ব্যাগ ময়দা উৎপাদন করছে।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুড নিউজ!!
এক ব্যাগে কত পাউন্ড থাকে?

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৮

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



আমি সঠিক পরিমাণ জানি না।

২| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৪

অনল চৌধুরী বলেছেন: করোনা চলতে থাকলে সারা পথিবীতে খাদ্যংকট দেখা যেবে বলে জানিয়েছে জাতিসংঘে একাট সংস্থা্।

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১০

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


হতে পারে।
যেহেতু উৎপাদন ব্যবস্থা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে তাতে বিভিন্ন বিষয়েই অসুবিধা হতে পারে।

৩| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: খুব ভালো সংবাদ।

০১ লা মে, ২০২০ রাত ১২:১০

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



এবং মজার সংবাদ।

৪| ০১ লা মে, ২০২০ রাত ১২:০০

নেওয়াজ আলি বলেছেন: একদম জঙ্গলে মিলটা। মানুষের ভিড় নাই মনে হয়।

০১ লা মে, ২০২০ রাত ১২:১১

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


এটা আসলে নদীর পারে।

৫| ০১ লা মে, ২০২০ রাত ১২:০২

সোহানী বলেছেন: আমি জানি না আপনি ব্রিটেনে থাকেন কিনা। তবে ব্রিটেনে আমেরকিার মতো ন্থানে যা হচ্ছে তা হলো লোকজন ঘরে বসে কাজ কর্ম না থাকার কারনে বেকিং করছে। এখানে বেকিং খুব জনপ্রিয়। তাই বাজারে কোন ময়দা, বেকিং ইনগ্রিডিয়েন্ট শূণ্য। গত সাপ্তাহে আমি ঈস্ট কেনার জন্য কম করে ৪ টা নুপার স্টোর ঘুরেছি। ময়দা কেনার জন্য ৩টা। বুঝতেই পারছেন কি পরিমান চাহিদা।

তাই হয়তো এ ব্যবস্থা নিয়েছে ব্রিটেন।

০১ লা মে, ২০২০ রাত ১২:০৯

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



প্রথম কথা, আমি ব্রিটেনে থাকি না।
দ্বিতীয় কথা, আমি এটাকে মজার নিউজ হিসাবে শেয়ার করেছি। খুব সিরিয়াসলি নিবেন না।
তৃতীয় কথা, এই খবরের সাথে সাথে কিছু ইতিহাস মনে করার সুযোগ হাতছাড়া করি নাই। আমি এই ইতিহাসগুলি পছন্দ করি।
চতুর্থত কথা, আমি কোথাও ঘুরতে গেলে এই রকম পুরাতন জিনিসগুলি দেখি, ভাল লাগে।

৬| ০১ লা মে, ২০২০ সকাল ৭:১২

হাসান কালবৈশাখী বলেছেন:

হাজার বছর আগে নিশ্চই ইঞ্জিন বা মোটর ছিল না।
সম্ভবত পানির শ্রোতে টারবাইন চালিত মিল।
করোনায় প্যানিক বাইং কারনে গ্রোসারি চাহিদা বেড়ে গেছে, আটা সুপারসপ গুলতে ময়দার তাক খালি হয়ে যায় কিচ্ছুক্ষনের ভেতর।
তাই পরিত্যাক্ত ময়দার মিল চালু

০৪ ঠা মে, ২০২০ রাত ১:১২

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



আপনি ঠিক ধরেছেন এটা নদীর পানির স্রোত দ্বারা চলতো।
আগে এই ভাবেই আটা বা ময়দার মিলগুলি চলতো।
মানুষের সাইকোলজি বিচিত্র।
করোনা পেনিকে কেউ ময়দা কিনে বেশি আবার কেউ কিনে টয়লেট টিসু।
সবচেয়ে প্রথম বাজার থেকে উধাও হয়ে গিয়েছিল টয়লেট রোল।

৭| ০১ লা মে, ২০২০ সকাল ৭:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই মজার ব্যাপার।

০৪ ঠা মে, ২০২০ রাত ১:১৫

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



আমিও খবরটাতে বেশ মজা পেয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করেছি।
আপনাদের ভাল লেগেছে জেনে আমার ভাল লাগা আরো বেড়ে গেল।

৮| ০১ লা মে, ২০২০ সকাল ৭:৩৮

রাফা বলেছেন: করোনার অবদান বলতে পারেন এটাকে। এরকম আরো অনেক মিল নতুন করে চালু করবে করোনা-পরবর্তি বিশ্বে।সবাই চাইবে নিজস্য খাদ্য ভান্ডার।গ্লোবাল ভিলেজের ধারণা কিছুটা হোলেও হোচট খাবে একবিংস শতাব্দিতে।

ধন্যবাদ,মো.আ.আকন্ড।

০৪ ঠা মে, ২০২০ রাত ১:২০

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



করোনার অনেক অবদান।
আমরা ধীরে ধীরে আরো দেখতে পাবো।
করোনা অনেক কিছু বদলে দিয়েছে আরো বদলে দিবে।
পৃথিবী সব সময় বদলায়, তবে বড় ঘটনাতে দ্রুত বদলায়।
করোনা একটা বড় ঘটনা তাই পৃথিবী দ্রুত বদলে যাবে।

আর আমরা নামটা আমি খুব যত্ন করে এই ভাবে লিখি "মোহাম্মদ আলী আকন্দ"

৯| ০১ লা মে, ২০২০ সকাল ৯:৫৯

ইসিয়াক বলেছেন: চমৎকার পোষ্ট।

০৪ ঠা মে, ২০২০ রাত ১:২১

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


ধন্যবাদ

১০| ০১ লা মে, ২০২০ দুপুর ১২:২৬

সাইন বোর্ড বলেছেন: দারুণ খবর !

০৪ ঠা মে, ২০২০ রাত ১:২১

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.