নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নচূর আকাশচারী

থাকি আমি নিজের ভুবনে, এক হেঁটে বেড়ানো আমার নেশা। যোজন যোজন দূরের নখত্রলোক আমার আবাস।প্রকৃতির রং ও রুপে আমি সর্বদা মুগ্ধ। আমি জানতে চাই , জানাতে চাই।

সপ্নচূর আকাশচারী

থাকি আমি নিজের ভুবনে, এক হেঁটে বেড়ানো আমার নেশা। যোজন যোজন দূরের নখত্রলোক আমার আবাস।

সপ্নচূর আকাশচারী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় ৯/১১(টুইন টাওয়ার ধ্বংস) এবং কিছু প্রশ্ন??

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৪

আমেরিকায় ৯/১১ এবং কিছু প্রশ্ন??



নিঃসন্ধেয়ে আমেরিকার ইতিহাসে এইদিনটি স্মরণীয় হয়ে থাকবে একটি কলঙ্কিত ইতিহাস হিসেবে।ইতিহাসে যতবার এই দিন আসবে, আমেরিকানরা ততবারই ঘৃণাভাবে তাকাবে ইরাকের দিকে, গালি দিবে লাদেনকে, সাদ্দমকে।



একটি দেশের সর্বভৌমত্বে আঘাত হানা কোন ভাবেই গ্রহণযোগ্যনা, তার উপর এটা যদি আমেরিকা হয় তাহলে কোন কথায় নাই।এর ফলাফল কি হয়েছে তা মানুষ আজ ইরাকের দিকে তাকালেই বুঝতে পারবেন, সেখানে বর্তমানে মানুষ যদি বাড়ি থেকে বের হয় সে অনিশ্চয়তার মধ্যে থাকেযে, বাড়ি সুস্থভাবে ফিরতে পারবেকিনা!



লাদেন আমেরিকায় হামলা চালিয়েছিল(কোন ১০০% সঠিক প্রমান এখনো দ্বার করাতে পারেনি আমেরিকানরা) তাইলে দোষ করেছে লাদেন, ইরাকি সাধারণ জনগণ কি দোষ করলো?একজনের বিনিময়ে আপনারা পুরো একটা দেশ ধ্বংস করে দিবেন?



আমেরিকানদের মিডিয়া নাকি সবচেয়ে ফাস্ট(তা না হলে কয়েক ঘণ্টার মধ্যে টুইন টাওয়ার ধ্বংসের মধে তারা এর পিছনে লাদেনকে শনাক্ত করল কিভাবে?) এবং স্বাধীন তা তো দেখা যায়। কেননা ১৯৭৩ সালে চিলিতেও তো আপনাদের মদদে সেখানকার সেনাশাসকরা তাদের দেশের নিরীহ মানুষজনের বীরুধে যুদ্ধ শুরু করেছিল , আপনাদের মিডিয়াতো সে বিষয়ে কোনদিন কিছু লিখেনা কিংবা বলেনা।কই ৯/১১ এ আপনাদের সাথে সাথে চিলির কথাও তো কেউ তুলেনা?



চিলি ইরাক না হয় বাদ দিলাল, এইগুলো পুরনো বলে আপনারা ভুলে যেতে পারেন। কিন্তু আজ সিরিয়ার বুকে যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে তা মূলত কার মদদে চলছে, লাদেন না আপনাদের? এখানে সন্ত্রাসী কাজ কর্মে কারা সহযোগিতা করতেছে?



গোটা বিশ্ব আপানদের নখদর্পে এটা সত্য , আপনাদের কল্যাণে আমরা উন্নত বিশ্ব পেয়েছি এটাও সত্য। তাই বলে আপনারা গোটা বিশ্বের সর্বভৌমত্ব হাত দিবেন এটা কেমন কথা?





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৮

tumpa roy বলেছেন: কিছু প্রশ্নে উত্তর পাওয়া যাবে না কখনোই ...

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯

সপ্নচূর আকাশচারী বলেছেন: সেটাতো অবশ্যই, এইসব প্রশ্নের উত্তর নেওয়ার মত সামর্থ্য আমাদের যে নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.