![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারী তুমি জেগে উঠো.
তুমি কেন থাকিবে ঘরের কোণে বন্ধি?
তুমি কেন হবে সবার কাছে হাস্যকর?
তোমার সিদ্ধান্ত নেওয়ার কি অধিকার নেই?
নেই কি তোমার কোন ব্যক্তিগত সাধ আল্লাত?
তুমি কি সারা জীবন পুরুষের পদতলে
রবে কি বন্ধী?
তোমার কি কখনো সময় আসবেনা এমন,
কখনো হবেনা তুমি মুক্ত স্বাধীন?
নারী!
তোমার কি কোন মতামত নেওয়ার অধিকার নেই?
নেই কি তোমার ব্যক্তি স্বাধীনতা?
তোমার প্রতি কেন ভালোবাসাও এক রাশী হবে?
তোমাকে কেন সারা জীবন নির্যাতন প্রহাতে হবে?
যে নারী তার সর্বস্ব দিয়ে গড়ে তুলে ভুবন
আর সেই নারী আজ এই ভুবনে অবহেলিত।
©somewhere in net ltd.