নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশনীলের রাজ্য

https://www.facebook.com/hasibzaman

আকাশনীল

এই গল্প ভরা রাতে, কিছু স্বপ্ন মাখা নীল নীল হাতে বেপরোয়া কিছু উচ্ছাস নিয়ে, অপেক্ষায় ... hasibzaman.blogspot.com

আকাশনীল › বিস্তারিত পোস্টঃ

দুঃখবিলাসী B-) B-)

০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৮





একজনকে উৎসর্গ করা হল। যাকে উৎসর্গ করা হয়েছে তিনি নিজ দায়িত্বে বুঝে নেবেন।




কিছু কিছু মানুষ থাকে দুঃখবিলাসী টাইপের। তারা দুঃখকে মনের ভেতর সযতনে লালন করে। চেহারায় সবসময় একটা দুঃখী দুঃখী ভাব ফুটিয়ে তোলে আর কারো সাথে কোন কথা হলে বলে, “আমার না খুব মন খারাপ।” :(( রেডিও জকিরা যেন এদের অপেক্ষাতে বসে থাকে সারাক্ষন আর চান্স পেলেই বাজিয়ে দেয় বাপ্পাদার গাওয়া দুঃখবিলাসীদের জাতীয় সঙ্গীত, “আজ তোমার মন খারাপ মেয়ে, তুমি আনমনে বসে আছ, আকাশপানে দৃষ্টি উদাস … … ” :D



আত্মহত্যা করার ফ্যান্টাসী তাদের মধ্যে দেখা যায়। মাঝেমধ্যেই বলে, “কিচ্ছু ভাল্লাগেনা। আর বাঁচতে ইচ্ছে করে না। কবে জানি সুইসাইড করি।” :|| /:)



দুঃখবিলাসীরা রাত জাগে আর দুপুরবেলায় বেঘোরে ঘুমোয়। নিশুতি রাতে চাঁদের দিকে তাকিয়ে বলে, “ইস্‌ কত রাত ঘুমাইনা!!” ইন্সমনিয়ায় ভোগে। তবে ঘুমের ঔষধ খায় না, ঔষধে বড্ড ভেজাল। :-*



ভীষন সাহসী হয় তারা। রাতদুপুরে একলা একলা হাঁটে কিংবা ছাদের রেলিং এ উঠে বসে থাকে। ;) নিজের সাথে কথা বলে। জাগতিক সব ব্যাপারেই হতাশাচ্ছন্ন। কি যেন নেই, কিসের যেন অভাব।



আপনি ভাবতে পারেন, ছ্যাঁকা খাইছে এইজন্যে মনে এত দুঃখ। ঘটনা কিন্তু পুরো উলটো। এরা বরং ছ্যাঁকা দিতে ওস্তাদ। একেকটা প্রেম আসে আর সে মহা উৎসাহে ছ্যাঁকা দেয়। তারপর লুকিয়ে লুকিয়ে কাঁদে আর ভাবে, ইহা আমি কি করিলাম!! :P:P



আর্থিক সমস্যার কারনে মন খারাপ। পুরো ভুয়া কথা। কোটিপতিদের কোন গুনধর পুত্রকে হয়ত দেখবেন অজানা কোন দুঃখে নেশার পথে গিয়েছে। অন্যদিকে যে ছেলেটা দিনভর টিউশনি করে নিজের পড়ার খরচ জোগায় আবার রাত জেগে পড়ে, দুঃখ নিয়ে ভাবাভাবি করার তার সময় কই? |-)



স্টুডেন্ট হলে মনে করতে পারেন, রেজাল্ট খারাপ। মন কেমনে ভাল থাকবে? চাকরী-বাকরী কেমনে হবে এই ভেবে কষ্ট পাচ্ছে। এই কারনে আমার নিজেরো মন খারাপ থাকে। তখন ফেইসবুকে উদ্ভট কুইজ খেলে, মুভি দেখে কিংবা লেখালেখি করে মন ভাল করার চেষ্টা করি। সেইসময়টা পড়াশুনা করলে কিংবা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিলে যে আরো ভাল হয় সেটা আমাকে কে বোঝাবে? /:)



বলতে পারেন, মেয়েটি হয়ত কালো। তাই এত কষ্ট। আসলে কিন্তু সেটা না। সমীক্ষায় দেখা গেছে, সুন্দরীরা বেশীমাত্রায় দুঃখবিলাসী। আয়নার সামনে দাঁড়িয়ে থাকে আর এটাসেটা ভেবে মন খারাপ করে, আমার মুখটা ফোলাফোলা লাগছে কেন? বুড়োবুড়ো লাগছে কেন?? মুটিয়ে গেলাম নাকি??? :(( :(( :(( কেউ তাদের জন্য ফিদা হলে ভাব দেখায় আবার না হলেও মুখ বাঁকিয়ে বসে থাকে। সবসময় একটা ভাবজ ধরে রাখতে গিয়ে শুধু শুধু কষ্ট পায়।



আসলে দুঃখবিলাসীতা এক ধরনের রোগ। এই রোগের সমাধান কি? আমার মতে, মেয়ে হলে যত তাড়াতাড়ি পারা যায় বিয়ে দেয়াটাই ভাল। কখন যে এরা কি করে ফেলে তার নাই ঠিক। দরকার হলে বাচ্চাকাচ্চা সহ গ্রাজুয়েশন শেষ করবে। নো প্রবস্‌। B-)



আর দুঃখবিলাসী ছেলে হলে আর তার বয়স পঁচিশোর্ধ হলে একই চিকিৎসা অর্থাৎ শুভস্য শীঘ্রম। :P তবে পুত্রের বয়স পঁচিশের নিচে হলে তাকে ঘাড় ধরে বের করে দিতে হবে, “যা ব্যাটা চড়ে খা।” X(( মাথার উপর ছাঁদ না থাকলে আর পকেটে পয়সা না থাকলে দুঃখ দুঃখ ভাব কোন খান দিয়ে যে পালাবে!!!



সত্যিকারের দুঃখী মানুষেরা লেখাটি সিরিয়াসলি নিবেন না আশা করি। :P









মন্তব্য ৮১ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:০২

কাক্কু কাক্কু বলেছেন: আসলে দুঃখবিলাসীতা এক ধরনের রোগ। এই রোগের সমাধান কি? আমার মতে, মেয়ে হলে যত তাড়াতাড়ি পারা যায় বিয়ে দেয়াটাই ভাল। কখন যে এরা কি করে ফেলে তার নাই ঠিক। দরকার হলে বাচ্চাকাচ্চা সহ গ্রাজুয়েশন শেষ করবে। নো প্রবস্‌। B-)

০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:১৯

আকাশনীল বলেছেন: ভাই আপ্নের কমেন্ট কই?
পড়ছেন বইলা ধইন্যবাদ।

২| ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:০৩

আকাশ আমার সীমানা বলেছেন: Masochist...

০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:২৮

আকাশনীল বলেছেন: ভাইজান আপ্নে কি জি আর ই করতেছেন নাকি?? :|

৩| ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:০৪

ঋফায রহমান বলেছেন: শেষ লাইনটার জন্য মাইনাস।

০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:৩০

আকাশনীল বলেছেন: এইটা ফান পুস্ট ভাই। সত্যিকারের দুঃখী হইলে সিরিয়াস্লি নিয়েন না। :)

৪| ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:০৫

হিমালয়৭৭৭ বলেছেন: মিঞাভাই, লেখাটা পড়ছি, কমেন্টটা বেশ বড়সাইজের হবে, তাই এখন দিতেছি না....পরে সময় কইরা...

০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:৩১

আকাশনীল বলেছেন: হিমু ঝামেলায় ফালাইলা। তোমার কমেন্টের সাইজ আমি সবাইরে ফলো করতে বলি আর তুমি কিনা :(
পঅরে সময় কইরা পোষায়া দিও। ;)

৫| ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:০৮

ভাঙ্গা পেন্সিল বলেছেন: সুখবিলাসী হইলে কি শুভস্য শীঘ্রম করন যাইবো না?:|

০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৪

আকাশনীল বলেছেন: সুখী হইলে আবার বিয়াশাদীর দরকার কি? ;);)
দুঃখ পাইলা মনে হয়।

৬| ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:১৩

অক্ষর বলেছেন: সুন্দ্রীগো নিয়া গবেষনা তাইলে ভালৈ করেন

০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৫

আকাশনীল বলেছেন: নাজমুল ভাই আপ্নেরে এই ব্যাপারে আমি গুরু মানি। :)

৭| ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:১৮

...অসমাপ্ত বলেছেন: "...আর দুঃখবিলাসী ছেলে হলে আর তার বয়স পঁচিশোর্ধ হলে একই চিকিৎসা অর্থাৎ শুভস্য শীঘ্রম। ..."

...আহেম.. আহেম... আকাশনীল-ভাইজান, বয়স কি স্কেলের উপ্র নাকি নিচে? ;)

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১২:১২

আকাশনীল বলেছেন: এহেম এহেম বয়স কার জিগাইলেন ভাই, আপ্নের না আমার :|

আগে থেকে পরিবেশ তৈরী কইরা রাখতাসি। আর আমি তো দুঃখাবিলাসী না। ;);)

৮| ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:১৮

...অসমাপ্ত বলেছেন: ভাঙ্গা পেন্সিল বলেছেন: সুখবিলাসী হইলে কি শুভস্য শীঘ্রম করন যাইবো না?:|


মন্তব্যে ...জাঝা। ....একই কুশ্চেন আমারও?

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১২:২৪

আকাশনীল বলেছেন: ভাঙা পুলাটা মনে হয় বিয়া পাগলা ;)
ভাই আপ্নেও কি ঐ দলে?

৯| ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৭

একরামুল হক শামীম বলেছেন: আমি দুঃখবিলাসী না, তবে বিষন্নতাবিলাসী :)

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১২:২৬

আকাশনীল বলেছেন: শুভস্য শীঘ্রম শুভস্য শীঘ্রম :)

১০| ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:৪০

juddhobaaj বলেছেন: আপনি ভাবতে পারেন, ছ্যাঁকা খাইছে এইজন্যে মনে এত দুঃখ। ঘটনা কিন্তু পুরো উলটো। এরা বরং ছ্যাঁকা দিতে ওস্তাদ। একেকটা প্রেম আসে আর সে মহা উৎসাহে ছ্যাঁকা দেয়। তারপর লুকিয়ে লুকিয়ে কাঁদে আর ভাবে, ইহা আমি কি করিলাম!!

হা হা হা

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১২:২৭

আকাশনীল বলেছেন: জীবন থেকে নেয়া ;);)

১১| ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:৪১

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আমার প্রিয় ছবিগুলো নিয়ে গেলেন কেনো?! X(

আমার জীবন কাহিনী কিভাবে লিখলেন?! :P

রোগের সমাধানটা ঠিক হয় নি। বিয়ে হয়ে গেলে দেখা যাবে বরের ঘাড়েও এই ভূত চেপে গেছে! খিকজ

লেখাটা সিরিয়াসলি নিয়েছি, আর মন খারাপ হলো...অন্যের ফিলিংস নিয়ে এই ভাবে কৌতুক করার জন্য। :( (দীর্ঘশ্বাস)

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৪

আকাশনীল বলেছেন: ছবিগুলা যখন চয়েজ করি তখন ই বুঝতেসিলাম দারুন দুইটা ছবি। :)

আপ্নের জীবন কাহিনী আমি কেমনে লিখলাম চিন্তার কথা। ;)
কিন্তু আপ্নে যেমন শান্তিতে ঘুমান আহারে

দীর্ঘশ্বাস ফালায়েন না। আপ্নেরে আজ থেকে দুঃখবিলাসী আপু ডাকুম।

১২| ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৯

রেজওয়ান শুভ বলেছেন: আমার কোনো দুঃখ-টুঃখ নাই ....

যখন মন খারাপ হয় , তখন আমার সোনা-মা টারে কল্পনা করি , আমার মায় আমারে কয় "বাবা , টোমার মন থারাপ ?? চক্কেট থাবা ??" , তখন মন-খারাপ কই পালায়া যায় ঠিক ও থাকে না :) ;)

আমি সুখী মানুষ।

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৯

আকাশনীল বলেছেন: "আমি সুখী মানুষ।" এই কথাটা যে বলতে পারে তার আর কিছু লাগে না জীবনে। সারাজীবন সুখে থাকো এই কামনা রইল।

তোমার পিচ্চি কিঊটু মাইয়াটারে অনেক অনেক আদর।

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১২:১৫

আবু সালেহ বলেছেন:
দূ:খবিলাসী....
দু:খটাকে জয় করে নিতে হবে.................

বুদ্ধি খারাপ না..............দু:খবিলাসী মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়া দরকার................

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১২:৫১

আকাশনীল বলেছেন: দু:খটাকে জয় করে নিতে হবে.............

সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ।

.দু:খবিলাসী মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়া দরকার.... অতীব জরুরী বিষয়।

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১২:৩০

ভাঙ্গা পেন্সিল বলেছেন: ইয়ে ভাইজান, বিয়া একটু আধটু করতাম চাই:#> , তাই বইলা বিয়া-পাগলা অপবাদ দিলেন:((

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৪

আকাশনীল বলেছেন: অপবাদ নারে ভাই। বিয়া করার সবার জন্যই জরুরী। এজন্যে পরিবেশ সৃষ্টি করতেসি। ;);)

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১২:৩২

দুঃখবিলাস বলেছেন: বআপরে!!!

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৫

আকাশনীল বলেছেন: ভাই আপ্নের নিক্টা খুব সুন্দর। আপনাকে পিলাস।

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ৮:২৫

মুক্ত বয়ান বলেছেন: আপনার থিসিস স্যারের সাফল্য কামনা করি!!! ;)

০৪ ঠা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

আকাশনীল বলেছেন: আমার থিসিস স্যার আসলেও খুব ভাল মানুষ :)

১৭| ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ৯:২৬

মেঘাচ্ছন্ন বলেছেন: ওয়াও !! ২য় ছবিটা তো বেশি কিউট !!

কারে যে এতো কঠিন দায়িত্ব দিলেন.....
থাক, বেশি কৌতুহল ভালো না, অফ যাই !!!

পড়লাম....
অনেক কিছু ভাবলাম....
কিন্তু লেখায় রূপ দিতে বরাবরের মতোই ব্যর্থ....

দেখি, অন্যরা কী বলে....


তবে আমি নিজে যে কী ,ঠিক বুঝলাম না....
নিজেকে তো দুঃখবিলাসী ভাবতাম না....
কিন্তু এখন তো একটুস ( নাকি প্রায় পুরাটাই ) কমন পড়িয়া গিয়াছে !!!
বড়ৈচিন্তার্বিষয়.......

তবে দুঃখবিলাসী না হলেও,

ঐটার কাজিন-টাজিন কিছু একটা তো হবোই !!!
হতে পারি শামীম ভাইয়ের মতো বিষন্নতাবিলাসী....
অথবা নাম না জানা অন্য কিছু....


যাইহোক,
ক্ষেত্রবিশেষে পার্থক্য থাকলেও,
আপনার পর্যবেক্ষণ ক্ষমতা প্রশংসা যোগ্য ।

তবে সমাধান নিয়া আমি কিঞ্চিৎ টেনশিত !!!!


[ হিমালয় ভাইয়ের প্রথম কমেন্টটা আদর্শ মানার ক্ষেত্রে সহায়ক হওয়ায়, ( মানে অল্পতেই কেটে পড়তে সাহায্য করায় ) খুশিতে মনে মনে ওনাকে শুরুতেই একগাদা চা দিয়ে দিসি...কিন্তু লিখতে লিখতে এখন তো দেখি বিরাট প্যাচাল হয়ে গেসে...!! ]

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৮:০৮

আকাশনীল বলেছেন: স্পেস আর এন্টারের দারুন কারুকাজ দেখে খুব ভাল লাগল। কাজেই যা বলার ছিল তা গলার কাছে আটকায়া থাকল। পরে সময় কইরা (চোখ টিপি)

কঠিন দায়িত্ব !!! খাক খাক খাক (এগেইন চোখ টিপি)

সব যে কমন পড়বে জানা আছে। কি কি বাদ পড়ল এক্টুস জানায়েন।

কাজিন ফাজিন বাদ দেন। সরাসরি দুঃখবিলাসী হইতে প্রব্লেম কি? লইজ্জা করে নাকি?

প্রশংসা ভালা পাই, থ্যাংকু।

টেনশিত ক্যান?? আপ্নে দুঃখবিলাসীদের পক্ষ থেকে তাইলে অন্য কোন সমাধান দেন, রাজ্যের সবার ব্রিরাট উপকার হয়। (তৃতীয়বারের মত চোখ টিপি)

হিমু সবাই তোমারে মিছামিছি চা খাওয়ায়, ব্যাপারটা কি? (হিমুরে চোখ টিপি)

১৮| ০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৬

কাঙাল মামা বলেছেন: আরে ভাই, ভালানি?? :)

জটিল লিখসেন তো!! পোস্ট মনে ধরছে :)

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৮:০৯

আকাশনীল বলেছেন: রে মামা দেখি? কেমুন চলে?? আমি আছি দৌড়ের উপ্রে।

থ্যাংকুউউউ :)

১৯| ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

রেজওয়ান শুভ বলেছেন: লেডির পুস্টে কমেন্ট দিয়া আসলাম ;)

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৮:১২

আকাশনীল বলেছেন: এহ হে লেডীরে তো তুমি এক্কেরে কব্জা করে ফালাইসো। আমি ক্যান আগে দেখলাম না। অনেক দেরী হয়া গেল আমার (মন ব্যাপক খারাপ হইসে)।

২০| ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:১৬

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: হু আসলেই চিন্তার কথা।

ধুর, কি একটা পচা নাম দিলেন X(

০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:২৫

আকাশনীল বলেছেন: পোচা কেমনে হইল??X(
ইন্টারে শরৎবাবুর বিলাসী নামে একটা গল্প পরছিলাম মনে হয়। নামটা সৌন্দর্য ;)

আর কি নামে ডাকা যায় আপ্নেই বলেন। "ঘুমপরী" নামটা কেমন লাগে?

২১| ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:২৯

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আমি ওতো ঘুমাই না। শুধু রাতের বেলায় ঘুমাই। "পরী" নাম শুনতে অবশ্য ভালো লাগে। B-)

০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৯

আকাশনীল বলেছেন: "শুধু রাতের বেলায় ঘুমাই" B-)B-)B-)

তাইলে ঘুমপরী আমার ঘুমপরী কে দেখে আসুন। :)

২২| ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৪

কাঙাল মামা বলেছেন: চলে, ভালৈ :) দৌড়ানি ভালো তো:)

০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪১

আকাশনীল বলেছেন: দৌড়ানি সাস্থের জন্যে ভালা :(:(

২৩| ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৮

টুশকি বলেছেন: ভাইজান এগুলা কি বলে
অবশ্য ভাবসম্প্রসারণ দেখি অনেকের কমন পড়িয়া গিয়াছে
তাই প্লাস

০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৫

আকাশনীল বলেছেন: আরে টুশকি আপুনি কেমুন আছো তুমি? অনেক দিন পরে দেখলাম। দৌড়ের উপ্রে নাকি? ;)

এগুলা সত্য কথা ছোট আপু। ব্যাধি মুক্ত থাকো। দোয়া দিলাম। :)

২৪| ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫০

টুশকি বলেছেন: নাহ কয়দিন একটু দৌড়ের উপর ছিলাম। এখন ৭ দিনের মতন ছুটিতে আছি। হু জানিতো সত্যি কথা! আমিও হালকার উপ্রে দুঃখবিলাসী।

০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৩

আকাশনীল বলেছেন: দুঃখ নিয়া বিলাস করে লাভ নাই। দুইদিনের দুনিয়া। হাইসা খেইলা বাঁচ। জীবন্টাকে উপভোগ করো।
ছুটি মুবারক তোমারে। আমার কিলাশ চলে :(

২৫| ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০৪

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ঘুমপরীকে দেখে এসেছি, কমেন্ট করে এসেছি, প্লাস দিয়ে এসেছি।

এখন আইসক্রিম খাওয়ান।

০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৮

আকাশনীল বলেছেন:

নেন, আপ্নে একলা একলাই খান। আমার ঠান্ডা লাগসে। খাইয়া আরো ফুলেন। :|

২৬| ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৪০

নীল আলো বলেছেন: দুঃখবিলাসীদের নিয়ে এমন ঠাট্টা ... আমারতো মনে হয় ওরা এই লেখা পড়লে আরো কষ্ট পাবে...শেষ কথাটি অমান্য করেই!!!

আশা করি ভাল আছেন।

০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৭

আকাশনীল বলেছেন: সারাক্ষন এত ভাব মারার দরকার টাই বা কি ওদের!! কষ্ট দেয়ার জন্য না বরং একটু মজা করে বোঝানোর জন্য লেখা। :)

টার্ম চলে। ভাল থাকার কি কথা? :|:|

২৭| ০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

পলাশমিঞা বলেছেন: দুঃখবিলাসী

একজনকে উৎসর্গ করা হল। যাকে উৎসর্গ করা হয়েছে তিনি নিজ দায়িত্বে বুঝে নেবেন।

পড়েই জবর খুশি হইছি এখন পড়ব :)

০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

আকাশনীল বলেছেন: ধন্যবাদ কবি। :)

২৮| ০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০১

পলাশমিঞা বলেছেন: আপনি ভাবতে পারেন, ছ্যাঁকা খাইছে এইজন্যে মনে এত দুঃখ। ঘটনা কিন্তু পুরো উলটো। এরা বরং ছ্যাঁকা দিতে ওস্তাদ। বাহ ;)


বলতে পারেন, মেয়েটি হয়ত কালো। তাই এত কষ্ট। আসলে কিন্তু সেটা না। সমীক্ষায় দেখা গেছে, সুন্দরীরা বেশীমাত্রায় দুঃখবিলাসী। আয়নার সামনে দাঁড়িয়ে থাকে আর এটাসেটা ভেবে মন খারাপ করে, আমার মুখটা ফোলাফোলা লাগছে কেন? বুড়োবুড়ো লাগছে কেন?? মুটিয়ে গেলাম নাকি??? কেউ তাদের জন্য ফিদা হলে ভাব দেখায় আবার না হলেও মুখ বাঁকিয়ে বসে থাকে। সবসময় একটা ভাবজ ধরে রাখতে গিয়ে শুধু শুধু কষ্ট পায়।


আসলে দুঃখবিলাসীতা এক ধরনের রোগ। এই রোগের সমাধান কি? আমার মতে, মেয়ে হলে যত তাড়াতাড়ি পারা যায় বিয়ে দেয়াটাই ভাল। কখন যে এরা কি করে ফেলে তার নাই ঠিক। দরকার হলে বাচ্চাকাচ্চা সহ গ্রাজুয়েশন শেষ করবে। নো প্রবস্‌।



এক্কেবারে চিরসত্য ;)

০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১০

আকাশনীল বলেছেন: ১০০% সত্য। এনাদের তাড়াতাড়ি চিকিৎসা নেয়া দরকার। আপনারা মুরুব্বীরা হেল্পান এনাদের তাত্তারি। :)

২৯| ০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২০

পলাশমিঞা বলেছেন: বিয়ার বয়স হইছে নাকি ;)

১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৯

আকাশনীল বলেছেন: /:) /:) /:)

৩০| ১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৬

আশরাফ মাহমুদ বলেছেন: হা হা হা। ;)

১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৪

আকাশনীল বলেছেন: ;);)

৩১| ১০ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২২

মেঘাচ্ছন্ন বলেছেন: কি সর্বোনাশ !!! গলায় আটকায় আছে !!!! পিলিঝ লাগে, হয় গিলেন না হয় বমি করেন...!!!

আহারে, জানি কত্তো চিনে !!! যে, সঅঅব জানা আছে !!!!
( খামোশশশ )

এইখানে আবার লৈজ্জার কথা আসে কৈ থিকা !!! না হৈলে কি জোর কৈরা হমু ??? তয় হালকার উপর যে আছি সেটা তো ঝাপসা কৈরা কৈলাম-ই...!

বিয়ে হোক বা অন্য কোনো কাজের ব্যস্ততা হোক...দৌড়ের উপর থাকা ছাড়া তো আর কিছু পাইতেসি না ( মনখারাপ )

১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৩

আকাশনীল বলেছেন: খামোশশশ

ঠা ঠা ঠা

ফিকফিক ফিকফিক

দৌড়াইতে না করসে কেঠায় /:)

৩২| ১০ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

তনুজা বলেছেন: হাহাহা পোস্ট ভাল লাগছে
আসলে দুঃখবিলাসীতা এক ধরনের রোগ ---------একমত পুরোপুরি

১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৫

আকাশনীল বলেছেন: ঢৈনইয়া দিলাম :)

৩৩| ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৫

জেরী বলেছেন: হু.......ঠিক কথা:(

১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৬

আকাশনীল বলেছেন: জ্বী আফা :|

৩৪| ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৫১

তামিম ইরফান বলেছেন: খেক খেক:Pব্যাপুক গবেষনাধর্মী পুষ্ট:P আমি তো এইজন্যই তাড়াতাড়ি বিবাহ কর্ছি:P

১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৬

আকাশনীল বলেছেন: হে হে ব্যাপক গোবেশনা করে লেখা হয়েছে :P

আপ্নে ভাই একটা কাজের কাজ করসেন। বিবাহের মত সোয়াবের কাজ দুনিয়াতে আর নাই ;);)

৩৫| ২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩২

নকীবুল বারী বলেছেন: আনন্দ পেলাম

২০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৬

আকাশনীল বলেছেন: আনন্দ দিতে পেরে ভাল লাগলো:)

৩৬| ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৪২

হিমালয়৭৭৭ বলেছেন: মিঞাভাই, বয়স কত হইলো আজকে? জন্মদিনের শুভেচ্ছা নেন.....

২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৬

আকাশনীল বলেছেন: ধন্যবাদ হিমু। বয়স এখনো ২৫ হয় নাই :(:|

৩৭| ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:১০

মেঘাচ্ছন্ন বলেছেন: আজকে আপনার জন্মদিন !!!

অনেক অনেক শুভেচ্ছা.....
সাফল্যময় ও আনন্দমুখর হোক, অনাগত সময়গুলো....।

২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৩

আকাশনীল বলেছেন: ধন্যবাদ আপনাকে শুভ কামনার জন্য। ভালো থাকুন।

৩৮| ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:২৪

অন্যরকম বলেছেন: আর দুঃখবিলাসী ছেলে হলে আর তার বয়স পঁচিশোর্ধ হলে একই চিকিৎসা অর্থাৎ শুভস্য শীঘ্রম।

হা হা হা.... শুধু এই লাইনটার জন্য +!!! ;)

২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৪

আকাশনীল বলেছেন: কেন বাকী লেখা কি মনে ধরলো না ভাই (মন খারাপ)

ধন্যবাদ, ভাল থাকুন

৩৯| ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৬

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: জন্মদিন!!! কেক কুক কই? কেক কুক না খাওয়াইলে উইশ করবো না মুহাহাহাহাহাহা (ইভিল হাসি)

২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৬

আকাশনীল বলেছেন: খাই খাই পুলাপান্রে আমি ভাল পাই না (ইভিল হাসি)

কেক + সেভেনাপ সন্ধ্যা বেলাতেই শেষ হইসে (ভেটকি হাসি)

৪০| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ৭:৫৮

দুঃখবিলাসী বলেছেন: B:-)

৪১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:০০

যেমন ইকোনোমিক্স বলেছেন: আমি সুখবিলাসী।এখন কি করব?

২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:২৭

আকাশনীল বলেছেন: দুঃখী দুঃখী ভাব করবেন ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.