নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশনীলের রাজ্য

https://www.facebook.com/hasibzaman

আকাশনীল

এই গল্প ভরা রাতে, কিছু স্বপ্ন মাখা নীল নীল হাতে বেপরোয়া কিছু উচ্ছাস নিয়ে, অপেক্ষায় ... hasibzaman.blogspot.com

আকাশনীল › বিস্তারিত পোস্টঃ

আমার কেন তোমায় শুধু দেখতে ইচ্ছা হয় !

২২ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৩৬





আমার কেন তোমায় শুধু

দেখতে ইচ্ছা হয়

মনের চোখের জল শুকাইয়া

কান্না চাপতে হয়

জ্বলে আগুন পরবাসী

বুকের ও ভিটায়

চোখের দেখা না দেখিয়া

অন্তরা পুড়ায়

আমার কেন তোমায় শুধু

দেখতে ইচ্ছা হয় ||





ভবঘুরে জীবন নিয়া

আমি অপয়া

তবু কেন তোমার তরে

লাগে যে মায়া

জ্বলে আগুন পরবাসী

বুকের ও ভিটায়

চোখের দেখা না দেখিয়া

অন্তরা পুড়ায়

আমার কেন তোমায় শুধু

দেখতে ইচ্ছা হয়





মনে ভাসে সারা লগন

তোমারি ছবি

তোমার লাগি বিবেক পুড়ি

ছাই হল সবই

জ্বলে আগুন পরবাসী

বুকের ও ভিটায়

চোখের দেখা না দেখিয়া

অন্তরা পুড়ায়

আমার কেন তোমায় শুধু

দেখতে ইচ্ছা হয়

মনের চোখের জল শুকাইয়া

কান্না চাপতে হয়

জ্বলে আগুন পরবাসী

বুকের ও ভিটায়

চোখের দেখা না দেখিয়া

অন্তরা পুড়ায়





জ্বলে আগুন পরবাসী

বুকের ও ভিটায়

চোখের দেখা না দেখিয়া

অন্তরা পুড়ায় ||



:(





পরবাসী - দৌড়



আরেকটি লিংক

মন্তব্য ৪৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৩৮

হাসান মাহবুব বলেছেন: আচ্ছা, এই গানটা ডি রকস্টারে ওরা গাইসিলো না প্রথমে? দারুন একটা গান।

২২ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪৩

আকাশনীল বলেছেন: জ্বী হামা ভাই , এই গান্টা ডি রকস্টারে 'দৌড়' গাইছিল। গান্টা আমার কাছে অসাধারন লাগে। যখন দেখতে ইচ্ছা করে তখন :(

২| ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪২

জেরী বলেছেন: শুনে দেখি......

২২ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪৪

আকাশনীল বলেছেন: শোনেন, তবে একটু উদাস পাব্লিকদের গান!

৩| ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৫৮

ফারা তন্বী বলেছেন: ভাল্লাগছে।++ ফ্রী গানের জন্যও আরেকটা+

২২ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০০

আকাশনীল বলেছেন: ফারা ধইন্যা তুমারে। গান্টা শুনলে তোমার কাউরে দেখতে মন চাইতে পারে। আগে থেকে সাবধান। ;)

৪| ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৫৯

মোনশেদ শুভ্র বলেছেন: কথা গুলো অসাধারন!হৃদয় ছুয়ে যায়!কি গাধা আমি।গানটা এখনও শুনি নাই।খুব শুনতে ইচ্ছা হচ্ছে।কোথায় পাই?আর,আপনি এত উদাস হইলেন কেন?

২২ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০৩

আকাশনীল বলেছেন: গাধা হোয়ার কিছু নাইরে ভাই। শুনেন নাই তো এখন শুনেন। আমার লেখার একদম শেষলাইনে ফ্রি লিঙ্ক দেয়া আছে। ওখান থেকে ডাউনলোড করে নেন।

হ, কিঞ্চিত উদাস আছি:(

৫| ২২ শে আগস্ট, ২০০৯ রাত ১০:১৬

সিউল রায়হান বলেছেন: কি ব্যাপার ??? পরীক্ষা দিয়ে উদাস কেন ??? হলে কি স্পেশাল কেউ ছিল নাকি ??? ;)


আমিতো ভাবসিলাম কবিতা এইটা..... পরে দেখি গান.... ডাউনলোড করতিছি :)

২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১২:২১

আকাশনীল বলেছেন: পরীক্ষার সাথে উদাস ভাবের সম্প্র্ক নাই। তবে যেদিন একটা পরীক্ষা দিয়ে আসি সেদিন কিছু পুস্টাইতে মন চায়। এজন্যেই দিলাম।

৬| ২২ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪৫

ফারা তন্বী বলেছেন: দেখতে সব সময় মন চায়।আফসুস:(:(

২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১২:২২

আকাশনীল বলেছেন: তোমার দুঃখে আমি ও আফসুসাইলাম

৭| ২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:১৬

বিষাক্ত মানুষ বলেছেন: ফটুটা কৈ জানি দেখছি দেখছি লাগে

২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২৫

আকাশনীল বলেছেন: :)

৮| ২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:১৯

বিষাক্ত মানুষ বলেছেন: কিছু মনে কইরেন্না .. আপনের ছবিটা আমি নিজের প্রোফাইলে লাগাইলাম

২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২৬

আকাশনীল বলেছেন: আমিই ভুলে গেসিলাম বিমা ভাই। এটা তো আপনার প্রোফাইল ফটুক ;)

৯| ২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২৫

কাঙাল মামা বলেছেন: প্রিয় গানটি প্রিয়তে নিয়ে গেলাম :)

২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩৮

আকাশনীল বলেছেন: ধন্যবাদ মামা। আমার যতদূর মনে পড়ে আপনার এই হেডিং এ একটা জোস লেখা ছিল। সেখানে গান অবশ্য দেন নাই। :)

১০| ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১২:০৩

আবু সালেহ বলেছেন:
গানটা পরে ডাউনলোড কইরা রাখমু.....ভালা পাই...

২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০৫

আকাশনীল বলেছেন: ওকে ব্রাদার :)

১১| ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১:২০

কাঙাল মামা বলেছেন: হ্যা!!! ছিলো! আপনার দেখি মনে আছে!! আপনে তো দেখি আমার পাংখা! :D

আচ্ছা মামা, লিরিকে কয়েকটা শব্দ বোল্ড করলেন কেন?

২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১:২৫

আকাশনীল বলেছেন: ও ঔটা এমনেই। কিছু লেখার পাচ্ছিলাম না। তাই পুস্টে একটু কারুকাজ করলাম। বিশেষ কোন মিনিং নাই।

পাংখা তো পুরান ওয়ার্ড, এসি লাগান মিয়া

১২| ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১:২৬

আলী আরাফাত শান্ত বলেছেন: গানটা ভালোই!

২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৪২

আকাশনীল বলেছেন: ধইন্যা

১৩| ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১:৩২

কাঙাল মামা বলেছেন: খেক খেক!! :P

২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০৬

আকাশনীল বলেছেন: খেকজ :D

১৪| ২৩ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

মুক্ত বয়ান বলেছেন: পুস্টের কারুকাজ ভালা হইছে!!! :)
আরো মচৎকার হইত, কিছু "নিচে দাগ"/ "ইতালিয়" ব্যবহার কর্লে!!!! ;) ;)
গান্টা সুন্দর।

মুশফিক ভাইর "হাত বাড়িয়ে দাও, জলের দামে কষ্ট দেব" শুনছিলেন?? জোশ একটা গান। শুইনা দেখেন। :)

২৩ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬

আকাশনীল বলেছেন: মনে পড়তাসে না। মুক্ত পারলে গান্টার লিঙ্কু দেও।।

১৫| ২৪ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

অপ্‌সরা বলেছেন: এই নিয়ে তিনবার লগ করলাম। যতবার কমেন্ট দেই বলে ইউ আর নট লগড ইন!!!!!!!!!!!

এমন রাগ লাগে।

২৪ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৬

আকাশনীল বলেছেন: এইবার লগড ইন হইসে :)

১৬| ২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:০২

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ভালো গান। তবে মনটা উদাস হলো

২৫ শে আগস্ট, ২০০৯ রাত ৯:২৯

আকাশনীল বলেছেন: হুম উদাস হৈলে কি আর করা। অপেক্ষা করেন, সুসময় কাছেই হয়ত।

১৭| ২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৪

তাজা কলম বলেছেন: সুন্দর গান। মন উদাস করা।

Click This Link

২৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫০

আকাশনীল বলেছেন: :)

১৮| ২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১:৪৮

অপরিচিত_আবির বলেছেন: বুয়েটিয়ান ব্লগারদের একটা আড্ডার আয়োজন করা হচ্ছে

তারিখ : ২ সেপ্টেম্বর

ভেন্যু : বুয়েট ক্যাফেটেরিয়া

মেনু : ???

আলোচনা দেখতে Click This Link

আর যোগাযোগের জন্য : আমার ইয়াহু মেইল আইডি major_fuad@ইয়াহু

দ্রুত মতামত এবং সম্মতি চাই।

২৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩২

আকাশনীল বলেছেন: আবির আলোচনা তো দেখতে পারলাম না। সামুতে একটা পোস্টাও। কথাবার্তা হোক। আর সাদাত ভাইর সাথে কথা হইছে নাকি? মেনু এবং ডেট ভাইয়ার সাথে কথা বলে ঠিক করো। ;)

সিনিয়র জুনিয়র নারী পুরুষ সব বুয়েটিয়ান ব্লগারদের দাওয়াত দেও।

১৯| ২৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৩

টোনা বলেছেন: ভাই .. কালকা ৪ ক্রেডিট এর নেটওয়ার্ক .. দোয়া রাইখেন .. চউক্ষে আন্দার দেখি :(( :(( :((

২৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৬

আকাশনীল বলেছেন: আমার বুয়েট লাইফ শেষ। আহা কি আনন্দ আকাশে বাতাসে ! পাখি ওড়ে, পাখি ধরতে মঞ্চায় ;)

চাইর ক্রেডিট! কম্পু বন্ধ কইরা পড়তে যাও মিয়া। (সিরিয়াস ইমো)

২০| ২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৫৫

শাওন৩৫০৪ বলেছেন: হ....

৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১৪

আকাশনীল বলেছেন: হুম

২১| ৩০ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০১

টোনা বলেছেন: বুয়েট লাইফ তো শেষ .. স্ট্যাটাস আপডেট দেন নাই কেন .. এখনো "বুয়েটে কম্পিউটার সায়েন্স ফোর্থ ইয়ারে পড়ছি।" লিখা রাখসেন ক্যান .. এখন এইটা আমাগো সম্পত্তি .. :) :)

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৩৬

আকাশনীল বলেছেন: X( X( X(

এখন কি লিখমু প্রোফাইলে বুঝতাসি না। বিয়া করা পর্যন্ত এইটাই ঝুলায়া রাখতে হবে মনে হয় ;)

২২| ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১:০৬

টোনা বলেছেন: ভাই ... জবটবের খবর কি ?? পাওয়া টাওয়া যাচ্ছে নাকি ?? হাওয়া কোনদিকে যায় ?? আপনের কিছু হইলো ??

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১:৩৩

আকাশনীল বলেছেন: আউলা বাতাস। কিছুই বোঝা যাইতেসে না। হৈলে জানামুনে

২৩| ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১:৩৮

অ্যামাটার বলেছেন: ওরে...ঘটনা সুবিধার লাগতেছেনা রে জেডা!

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ২:০৩

আকাশনীল বলেছেন: কুন ঘটনা সুবিধার লাগতাসে না জেডা ??!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.