![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই গল্প ভরা রাতে, কিছু স্বপ্ন মাখা নীল নীল হাতে বেপরোয়া কিছু উচ্ছাস নিয়ে, অপেক্ষায় ... hasibzaman.blogspot.com
আর জ়ে কিংবা কথাবন্ধু যাই বলি না কেন তাদের কথাবার্তা আমার বিশেষ একটা ভাল লাগে না, যা ভাল লাগে তা হচ্ছে গান। অনেক আনকোরা নতুন গানের সাথে পরিচিত হই যেগুলো হয়ত কখনোই আমি খুঁজে পেতাম না। আবার স্মৃতির চোরাগলিতে হারিয়ে যাওয়া অতিপ্রিয় পুরনো কোন গান নতুন করে ফিরে পাই। আমার দীর্ঘ বাসজার্নি কিছুটা হলেও সহনীয় হয়। তাই বলতে দ্বিধা নেই এফ এম রেডিও কে আমার ভাল লাগে। আর সেই ভাল লাগা থেকে এই ফ্যান্টাসী।
ধরা যাক, এক ঘন্টার জন্য আমি হয়ে গেলাম আর জ়ে। এই সময়ের মধ্যে আমার সিলেক্ট করা মোট ১০ টি গান বাজবে। তাহলে কোন গানগুলো থাকছে আমার প্লে-লিস্টে?
স্কুলবালকের প্রথম প্রেমে পড়া। এক এবং অদ্বিতীয় নীলাঞ্জনা। কোনদিন যে গান পুরনো হবে না –
লাল ফিতে সাদা মোজা সু স্কুলের ইউনিফর্ম
ন’টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম
পড়া ফেলে এক ছুট ছুটে রাস্তার মোড়ে, দেখে
সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম
এরপর একরাশ কালো কালো ধোঁয়া
স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া
এরপর বিষণ্ণ দিন বাজেনা মনোবীণ
অবসাদে ঘিরে একা সে দীর্ঘ দিন
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
মন উথাল পাথাল করা জোছনা রাতে মাঝে মাঝে গেয়ে উঠি আনমনে –
অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করলো হাঁটা
কালো লম্বা এলোমেলো চুলে চোখ দুটো তার ঢাকা
হাতে তার অ্যাকুস্টিক, পকেটে হারমোনিকা
কষ্টে ভরা এ জীবনের বহু গান যে তার শোনা
আমাদের এই বাংলাদেশে ছিল তার বাড়ি
কাউকে কিছু না বলে অভিমানে দূরদেশে দিল পাড়ি
পকেটে টাকা শেষ, খাওয়া হয়নি কিছু
ক্ষিদে কেন ছুটছে শুধু তার পিছু পিছু
অদ্ভুত ছেলেটি শুরু করলো গাওয়া
হাতে তার অ্যাকুস্টিক, পকেটে হারমোনিকা –
জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালবাসা
একটা গোপন কথা বলার ছিল, যা গোপন রয়ে গেল সারাটা জনমভর
একটা গোপন কথা ছিল বলবার,
বন্ধু সময় হবে কি তোমার,
একবার শুনে ভুলে যেও বারবার,
ভুলেও কাউকে বলোনা আবার।
মুখে ভালবাসিনা বলে
মনেতে প্রেম নিয়ে চলে আজ অনেকেই,
এতোদিন ছিল সাধারণ,
তার মাঝে একজন,
যাকে আজ বড় আলাদা লাগে।
মন আধারের নিলীমায়,
তোমাকেই আজ খুঁজতে চায়,
জানিনা কোথায় পাব তোমায়,
একবার এসে দেখো আমায়।
ধূ-ধূ মরুভূমি, তেপান্তরের মাঠ আর একলা আমি। যখন মনে হয় তুমি ছাড়া আমার আর কেউ নেই, কেউ নেই
tu hi re, tu hi re, tere bina main kaise jiyu
aaja re, aaja re, yu hi tadpa na tu mujhko
jaan re, jaan re, in saanso mein bas jaa tu
chaand re, chaand re, aaja dil ki zameen pe tu
একাকী যুবক, নির্ঘুম রাত - বিষণ্ণতা।
Show me the meaning of being lonely
So many words for the broken heart
It's hard to see in a crimson love
So hard to breathe
Walk with me, and maybe
Nights of light so soon become
Wild and free I could feel the sun
Your every wish will be done
They tell me
Show me the meaning of being lonely
Is this the feeling I need to walk with
Tell me why I can't be there where you are
There's something missing in my heart
কোনভাবেই যখন তাকে ভোলা যায় না
আগে যদি জানিতাম
তবে মন ফিরে চাইতাম
এই জ্বালা আর প্রাণে সহে না
ওওওও মনোরে কিসের তরে রয়ে গেলি তুই
আগে যদি জানিতাম
তবে মন ফিরে চাইতাম
এই জ্বালা আর প্রাণে সহে না
কিছু কিছু সময় আসে, যখন না ভাল লাগে স্লো টাইপের গান, না ভাল লাগে রকিং গান, কিছুই ভাল লাগে না। তখন আমার এই গানটা ভাল লাগে।
ও আমার উড়ালপংখীরে
যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকবো মাটির ভরে
আমার চক্ষে বৃষ্টি পড়ে
তোর হইবে মেঘের উপরে বাসা
ও আমার উড়ালপংখীরে
যা যা তুই উড়াল দিয়া যা
নিজেকে রোমান্টিক একটু বেশী মাত্রায় রোমান্টিক মানুষ মনে করি। আমার প্লে-লিস্টে একটা কড়া প্রেমের গান না থাকলে চলবে কেমনে?
কেন দূরে থাকো শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো
কেন দূরে থাকো?
মনে হয় তবু বারে বারে
এই বুঝি এলে মোর দ্বারে
সে মধুর স্বপ্ন ভেঙ্গো নাকো
কেন দূরে থাকো শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো
কেন দূরে থাকো?
পথে চলতে চলতে কোন একদিন তার সাথে দেখা হবে। যদি একলা পাই তখন জিজ্ঞেস করবো, কেমন আছো?
আজ আবার সেই পথে দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল
বলো ভাল আছো তো?
বলো ভাল আছো তো?
তুমি চেয়ে থাক আর নাইবা থাক, আমি বহুদূর যেতে চাই, বহুদূর .... ....
রোদ উঠে গেছে তোমাদের নগরীতে
আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়,
আনন্দ হাসিমুখ, চেনা চেনা সবখানে
এরই মাঝে চল মোরা হারিয়ে যাই।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।
---------------------------------------------------------
যারা গান ভালোবাসেন তাদের জন্য এখন এই ফ্যান্টাসী। মনে করেন, পরবর্তী এক-ঘন্টার জন্য আপনি আর জ়ে। কোন ১০ টি গান থাকবে আপনার প্লে-লিস্টে?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৮
আকাশনীল বলেছেন: আমাকে তাইলে এভারেজ আর জ়ে বলা যাইতে পারে।
আপনার লিস্ট দেন, দেখি আপনি কেমন হিট?
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪১
ভাঙ্গন বলেছেন: ১.মেঘ থমথম করে কেউ নেই...
২.চোখের ভিতর স্বপ্ন থাকে...
৩.পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়...
৪.আমারও পরানো যাহা চায়...
৫.ইটস মাই লাইফ...
৬.চাইতেই পারো....একমুঠো গোলাপ...
৭.ক্যায়সে বাতায়ে...
৮.জীবনান্দ হয়ে সংসারে...
৯.যেখানে সীমান্ত তোমার...
১০.সুখে থেকো ও আমার নন্দীনি...
........
আমার প্রিয় গানের শেষ নেই। তাই প্লে-লিস্ট আরো বিস্তৃত হবে ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৪
আকাশনীল বলেছেন: ভাঙ্গন ধইন্যা।
আপনার ২, ৪, ৫, ৬, ৯ আমারো অলটাইম ফেবারিট।
১ আর ৩ কার গান জানাইলে ভাল লাগত।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৭
ভাঙ্গন বলেছেন:
১ নং হলো ভূপেন হাজারিকার গান।
৩ নং হলো তপন চৌধুরী এবং শাকিলা। ছবির নাম 'ঢাকা ৮৬'
........
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৯
আকাশনীল বলেছেন: ধন্যবাদ ময়নার_বাপে
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৭
বাবুনি সুপ্তি বলেছেন: সব গুলোই ভালো লাগল। শুনেছি সব গুলোই Show me the meaning of being lonely এটা ছাড়া ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৪
আকাশনীল বলেছেন: ধন্যবাদ সুপ্তি।
এইপোস্টে Show me the meaning of being lonely গানের একটা ভিডিও আছে। দেখতে পারেন।
আপনার প্রিয় একটা লিস্ট দেন।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩৩
ত্রেয়া বলেছেন: আরে এফ এম ত আমার খুবই ভালো লাগত,,,
মাঝে একবার দেশে গিয়ে কদিন খুব শুনেছি... তখন মনে হয় এফ এম এর প্রথম দিককার সময় ছিল।
হঠাৎ করে দেশের সব নতুন নতুন ভালো গানগুলি শুনার সুজোগ পেলাম এফ এম এ...
তখন ত এখানে এসে বাংলা আর জে গিরি একপ্রকার মিস করতাম বলা যায়। ওদের তুলনায় এখানকার আর জে দের এপ্রোচ এত মেকি যে এরপর আমার এখানের এফ এম শুনা বন্ধ হয়ে গেছে
আমি যদি এক ঘন্টার আর জে হই তাহলে খুব মজা হবে,, আমি যে এত কথা বলি তার একটা সঠিক ব্যাবহার অন্তত হবে
গান মনে করা ত কঠিন এই মুহুর্তে যে কয়টা মনে আসছে সেগুলিই বলি...
- আর্টসেলের ধূসর সময়
- অর্থহীনের চাইতেই পারো ২
- রি ধূনের রোজ রোজ অথবা অর্থহীনের কাঁদব বিস্ময়ে
- ওয়ারফেজের মনে পরে
- আর্টসেলের অদেখা স্বর্গ
- রবীন্দ্রনাথের তবু মনে রেখ
- অঞ্জন দত্তের শুনতে কি চাও তুমি অথবা মালা তুমি কে
- আজবের চোক্ষের পানি
- কনক কার্তিকের তুমি আমার পাশে বসিয়া থাক
- রবীন্দ্রনাথের তোমায় নতুন করে পাব বলে
আরও অনেক গান মনে পরতেসে এখন কি করি আসলে দশটা গান বের করা কঠিন, কঠিন!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১৬
আকাশনীল বলেছেন: হা, ত্রেয়া আমাদের কিছু আর জ়ে আছেন যারা খুব আন্তরিক। তাদেরকে বেশ ভাল লাগে।
আর নতুন গানগুলো সহজে খুঁজে পাওয়া যায় যেটা পজিটিভ দিক।
আপনি বেশী কথা বলেন!! কই চাপ্পুতে তো দেখি আপনি শুধু চুপ করে থাকেন।
আপনার লিস্টের সবগুলা গান আমার ফেভারিট। বিশেষ করে বলবো আজবের চোক্ষের পানির কথা। জোসসসস গান।
ধন্যবাদ কমেন্টের জন্য।
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:০২
সামিউর বলেছেন: ভাইয়ার গানের চয়েস খুব ভালো। ঠিক আমার মতো অনেকটা। তোমার টপ টেনের অনেক গুলাই আমি শুনেছি। খুব ভালো গান। নিজের টপ টেন এখোনো ঠিক হয়নি। তবে মান্না দের কফি হাউজ আর সেলিন ডিওনের গাওয়া টাইটানিকের গানটা অবশ্যি আমার লিস্টে থাকবে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১৯
আকাশনীল বলেছেন: ভাই ধন্যবাদ অনেক।
নিজের টপ টেন ঠিক করে কমেন্ট দিয়েন আরেকটা।
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১২
বোহেমিয়ান কথকতা বলেছেন: পছন্দ ভালাইছে । আমি অবশ্য রিড্যু শুনি না ।
আমার লিস্ট এম্নিতে দেয়া সম্ভব না
তবে
তোমার জন্য নিলচে তারা একটু খানি আলো ... এটা থাকবেই
স্লো গানের মধ্যে
আমারো পরাণ ও যাহা চায় ...
show me the meaning....
Put it on .... [Uncle bob]
Take me to ur heart ...
হিন্দি
মুচকোরা নামে একটা গান আছে ।
হে সোনা [ তা রা রাম পাম ]
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২২
আকাশনীল বলেছেন: ধইন্যা বোহেমিয়ান।
আমারো পরাণ ও যাহা চায় ...এটা আমার তোমার সবার লিস্টেই থাকার কথা। ইচ্ছে করে এটার কথা লিখি নাই।
আমার পরাণ কারে যে চায়?!
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৪
বোহেমিয়ান কথকতা বলেছেন: কারে চায়
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪১
আকাশনীল বলেছেন: লুলামি কমাও
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২২
ত্রেয়া বলেছেন: ঘুম থেকে উঠেই দেখি মাথায় ঘুরতেসে
'আজ আবার সেই পথে দেখা হয়ে গেল'
কি মনে করায় দিলেন!! ধুর!!
এখন কতদিন এটা মাথায় ঘুরতেই থাকবে কে জানে!
ও আপনার লিষ্টের ১, ২, ৩ আজ আবার এটা আর শেষটা আমারও খুব পছন্দের কিন্তু।
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৩
আকাশনীল বলেছেন:
আপনার জন্য আমার খুব প্রিয় ইন্দ্রানী সেনের আরেকটি গান দিলাম
দূর বনান্তে ছায়া নামে
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২০
মেহরাব শাহরিয়ার বলেছেন: মিলল অনেক
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১২
আকাশনীল বলেছেন: ধন্যবাদ মেহরাব ভাই
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৩
ফারহান দাউদ বলেছেন: দূর মিয়া, আরজে দের আসল লক্ষণই তো নাই। ডিজুস বাংলা আর বান্দি (বাংলা+হিন্দি) ভাষা কই?
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০০
আকাশনীল বলেছেন: থাকার কথাও না।
"আর জ়ে কিংবা কথাবন্ধু যাই বলি না কেন তাদের কথাবার্তা আমার বিশেষ একটা ভাল লাগে না, যা ভাল লাগে তা হচ্ছে গান।"
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৪৫
সোহায়লা রিদওয়ান বলেছেন: আজ আবার সেই পথে দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল
বলো ভাল আছো তো?
বলো ভাল আছো তো
এটা থাকতো !
শিরোনামহীনের ''শুভ্র রঙ্গীন আকাশের দিন''
শুভ্র রঙ্গীন,
আকাশের দিন,
তোমায় সেই জনতার গল্প শোনায়।
অলস দুপুর
ক্লান্ত নুপুর,
স্বপ্ন দেখায় তারায় তারায় ।।
স্বপ্ন দেখি
সবুজ নিশান
তোমায় নিয়ে জলসা দেখা।
লড়াই যেমন
ঝড়ের রাতে
হেরে গেলেও বাঁচতে শেখা।
......
আর ,
ফিল কলিন্সের ''Another day in paradise''
আর্টসেলের থাকতো "অনিকেত প্রান্তর"
............কত শিশু কত
আলোর মশাল নিভে গেছে
নিভে গেছে কত অচেনা ভয়
তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয়
তোমার জানালার বাইরে শূন্যে
দূরের স্বপ্নঘর, ঝুলে আছি নির্জনতায়
মৃত্যু কি অনিকেত প্রান্তর ?
Creed এর "with arms wide open " ও থাকতো লিস্টে
Well I just heard the news today
It seems my life is going to change
I closed my eyes, begin to pray
Then tears of joy stream down my face ......
এনিগমা'র beyond the invisible থাকতোই !
Blackmore's Night - Spirit of the Sea
Sting-If I ever lose my faith in you
আর ,the trap এর সেইটা
চলে যদি যাবি দূরে স্বার্থপর
আমাকে কেন জোছনা দেখালি
হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর
পাথরের বুকে ফুল কেন ফোটালি...... এটাও শুনতাম
আর মনে হয় এটা সবার আগে শুনতে চাইতাম ,
সব ক'টা জানালা খুলে দাও না!
আমি গাইব গাইব বিজয়েরই গান।
ওরা আসবে চুপিচুপি,
যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রাণ!
চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু,
এমন খুশির দিনে কাঁদতে নেই!
......
আমার চয়েয লিস্ট এ বৈচিত্রতা নেই ! হটাত ভাবলে যেই গান গুলো মাথায় আসে, সেগুলোই বললাম !! বলতে বেশ ভালোই লাগলো ...... কেন তা জানিনা ! ( অনেকদিন হয় গান শোনা প্রায় ছেড়েই দিয়েছি ...... ) :-)
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১৬
আকাশনীল বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ। মনের অজান্তে গানের প্রতি ভালবাসা হয়ত আপনার রয়ে গেছে। তাই বলতে ভাল লেগেছে। :-)
-------------------
সব ক'টা জানালা খুলে দাও না!
আমি গাইব গাইব বিজয়েরই গান।
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৫
পারভেজ বলেছেন: একটা লিস্ট তৈরী করতে হবে দেখছি
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৮
আকাশনীল বলেছেন: লিস্ট করে ফেলেন পারভেজ ভাই
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩১
তুষারকনা বলেছেন: সবগুলো পছন্দ হইসে.....
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৮
আকাশনীল বলেছেন: ধন্যবাদ তুষারকণা
১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৮
জেরী বলেছেন: অনেকদিন পরে পোস্ট দিলেন
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৬
আকাশনীল বলেছেন: হা অনেক অনেক দিন পর পোস্ট দিলাম। ভাল আছেন তো?
১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৭
বাবুনি সুপ্তি বলেছেন: ভাবি। ভেবে আমিও দিব কিছু গান।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৫
আকাশনীল বলেছেন: গানের অপেক্ষায় রইলাম
১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫১
ই য়া দ বলেছেন: ০১. সাগর ও একটি ছেলে - সুমন (অর্থহীন)
০২. Right Here Waiting For U - R. Marx
০৩. পথ ছাড়ো ওগো শ্যাম - সন্ধ্যা মুখার্জী
০৪. Tere nayna - Kailash Kher
০৫. আজ আবার সেই পথে দেখা হয়ে গেল - ইন্দ্রানী সেন
০৬. তোমার বিনা তারের গীতি
০৭. যদি - জুয়েল
০৮. One love - U2
০৯. May it be - Enya
১০. একতাল - ওস্তাদ আমজাদ আলী খাঁ
২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৯
আকাশনীল বলেছেন: অনেক ধন্যবাদ আততায়ী।
কৈলাশ খেরের কোন না কোন গান আমার প্রতিদিন শোনা হয়। কন্ঠে অদ্ভুত মাদকতা।
১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১০
বাবুনি সুপ্তি বলেছেন: ১। একদিন বৃষ্টিতে বিকেলে - অঞ্জন দত্ত (বানান ভুল হতে পারে। ভয় পাচ্ছি)
২। ভাবতে কেমন অবাক লাগে- সুমন (অর্থহীন)
৩। অনেকটা পথ হেটে এসেও হয়নি হাটা তোমার পাশে- সুমন (অর্থহীন)
৪। আর পারি না আর পারি আমার ভীষণ ক্লান্তি লাগে - সুমন (অর্থহীন)
৫। একটা ছেলে-শাহানা
৬। যেই সুখ হাত ছানি দেয়- ইন্দ্রানী সেন
৭। তবু বন্ধু ভালবেসো একবার- কৃষ্ণকলি
৮। GLOOMY SUNDAY -
The Lyrics
Music by Rezso Seress
Original Text by Laszlo Javor
English Text by Sam M. Lewis
Sunday is Gloomy,
My hours are slumberless,
Dearest, the shadows I live with are numberless
Little white flowers will never awaken you
Not where the black coach of sorrow has taken you
Angels have no thought of ever returning you
Would they be angry if I thought of joining you
Gloomy Sunday
Sunday is gloomy
with shadows I spend it all
My heart and I have decided to end it all
Soon there’ll be flowers and prayers that are sad,
I know, let them not weep,
Let them know that I’m glad to go
Death is no dream,
For in death I’m caressing you
With the last breath of my soul I’ll be blessing you
Gloomy Sunday
Dreaming
I was only dreaming
I wake and I find you
Asleep in the deep of
My heart
Dear
Darling I hope that my dream never haunted you
My heart is telling you how much I wanted you
Gloomy Sunday
৯। ভাবতেই পার ক্লান্ত কোন দুপুরে - প্রেয়ার হল
১০। ভালোবাসি ভালোবাসি - রবীন্দ্র সংগীত
১১। Like A Star - Corinne Bailey Rae
Just like a star across my sky,
Just like an angel off the page,
You have appeared to my life,
Feel like I'll never be the same,
Just like a song in my heart,
Just like oil on my hands,
Honour to love you
Still I wonder why it is,
I don't argue like this,
With anyone but you,
We do it all the time,
Blowing out my mind,
You've got this look I can't describe,
You make me feel like I'm alive,
When everything else is au fait,
Without a doubt you're on my side,
Heaven has been away too long,
Can't find the words to write this song,
Oh...
Your love,
Still I wonder why it is,
I don't argue like this,
With anyone but you,
We do it all the time,
Blowing out my mind,
Now I have come to understand,
The way it is,
It's not a secret anymore,
'cause we've been through that before,
From tonight I know that you're the only one,
I've been confused and in the dark,
Now I understand,
I wonder why it is,
I don't argue like this,
With anyone but you,
I wonder why it is,
I wont let my guard down,
For anyone but you
We do it all the time,
Blowing out my mind,
Just like a star across my sky,
Just like an angel off the page,
You have appeared to my life,
Feel like I'll never be the same,
Just like a song in my heart,
Just like oil on my hands
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৬
আকাশনীল বলেছেন: একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবেনা সাথে কোন ছাতা,
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে চটি জামা মাথা,
থাকবেনা রাস্তায় গাড়ি-ঘোড়া
দোকান-পাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভিজে মাটির সোঁদা গন্ধ ।
একদিন বৃষ্টিতে বিকেলে... ...
সুপ্তি আমার অস্মভব প্রিয় গান এইটা। এইমাত্র আবার শুনলাম।
-------------------
তুমি মনে হয় অর্থহীন সুমনের বিশাল ভক্ত ...
সুমনের গাওয়া আমার আরেকটা প্রিয় গান তোমার জন্য দিলাম --- প্রতিচ্ছবি
মুখটা তুলে আকাশটাকে দেখ আরেকবার
তোমার সাথে আছি আমি যে চিরকাল
জোছনার আলো যখন তোমার গায়ে পড়ে
আমি তখন থাকি তোমারি পাশে পাশে
মনটা খারাপ করে যখন তুমি একা থাকো
ভেবো আমি শোনাই তোমায় মজার কোন গল্প
চোখের পানি মুছে ফেলে ভেবো একটুক্ষন
তোমার মাথায় হাতটা বুলাই যখন তখন
রাতের আকাশ ভরা তারা হয়তবা ঝরে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা হয়তবা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীলাকাশ ....
--------------
অনেক ধন্যবাদ তোমার গানের লিস্টের জন্য।
১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩২
বাবুনি সুপ্তি বলেছেন: হুম সুমনের সব গানই ভালো লাগে। আপনি যেটা দিয়েছেন সেটাও। কিন্তু সব দিলে তো অনেক হবে তাই।
২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২১
বাবুনি সুপ্তি বলেছেন: ভাইয়া আমার ৫০০০তম মন্তব্যটা আপনার পোষ্টে করেছি। আর আমার প্রিয় গান গুলো।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৩
আকাশনীল বলেছেন: এত অল্প সময়ে ৫০০০ মন্তব্য করে ফেলসো!!! দারুন।
একসময় দেখা যাবে ৫০০০০ তম মন্তব্য করে ফেলবা
২১| ২৫ শে মার্চ, ২০১০ রাত ১১:৩০
ভাঙ্গন বলেছেন:
আমি আপনাকে খুঁজছি!
চাপ্পু@
২০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫৬
আকাশনীল বলেছেন: কেন খুজছিলেন যেন
২২| ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৪
আরাফাত উদ্দিন আহম্মেদ বলেছেন: পোস্টটা প্রিয়তে রাখলাম। এতোগুলা মানুষের প্রিয় গানের তালিকা জানা থাকা ভাল। কবে কখন কাজে লাগে বলা তো যায়না।
২০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫৭
আকাশনীল বলেছেন: ধন্যবাদ। আপনার প্রিয় তালিকা কই?
২৩| ২০ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৬
ধ্রুব তারা বলেছেন: আমি হলে অবশ্য পাবলিকে ভাগত...তারপরও নিচের গানগুলা দিতাম
১.কিংস অব লিয়নের সেক্স অন ফায়ার
২. অর্থহীনের মুখটা তুলে আকাশটাকে
৩. অর্থহীনের হয়তোবা
৪. শ্রীকান্তে বাড়লে বয়স ছোট্ট হবার মানে
৫. স্কিড রো-এর 18 & life
৬.স্টিভ ওয়ান্ডারের সুপারস্টিশন
৭. হিন্দি জাব উই মেট মুভির তুমসে হি
৮. অর্থহীনের নতুন দিনের মিছিলে
৯. অর্থহীনের এপিটাফ
১০. হিন্দি গুরু মুভির দাম মারো (তেরে বিনা ম্যা)
২০ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৩০
আকাশনীল বলেছেন: জোস সব গান। অনেক ধন্যবাদ। পাবলিকে ভাগবো ক্যান? আর জ়ে দের মতন ইস্মাড়ড়ট বাংলিশ বলবেন। তাইলেই হবে।
Tum Se Hi din hota hai
Surmayi shaam aati hai
Tum Se Hi Tum Se Hi
Har ghadi saans aati hai
Zindagi kehlati hai
Tum Se Hi Tum Se Hi
২৪| ২৩ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২৪
আরাফাত উদ্দিন আহম্মেদ বলেছেন: আর জে হইতে মুঞ্চায়।
১. তুমি আমার পাশে বন্ধু হে- কার্তিক-কনক
২. ভালবাসা তারপর- অর্নব
৩. তোমার জন্য - অর্নব
৪. সাইয়ান- কৈলাশ খের
৫. ইউ আর বিউটিফুল- জেমস ব্লান্ট
৬. ইন দি এন্ড - লিংকিন পার্ক
৭. হেয়ার উইদাউট ইউ - থ্রি ডোরস ডাউন
৮. হার মর্নিং এলিগ্যান্স - অরেন ল্যাভি
৯. যাচ্ছ চলে নেফারতিতি - (সম্ভবত মেঘদল)
১০. তোমাকে আলো ভেবে - আর্টসেল
দশটার লিস্ট করতে খবর হয়া গেল। আর্টসেলের আরো আসে। অর্থহীন, বাংলা, ওয়ারফেইজ, মাইলস, লালন এইগুলাও পছন্দের ব্যান্ড। লিস্টের গানগুলা ইদানিং খুব বেশি শুনতেসি।
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৭
আকাশনীল বলেছেন: কষ্টগুলো শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে যাবো বলে
যখন চোখ ভিজে যায় রাতে
ভালোবাসা তারপর দিতে পারে
কত বর্ষার সুবাস
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আধার আকাশ .. ..
অর্নবের এত গান প্রিয় যে বলে শেষ করা যাবে না। একই কথা আর্টসেল ও ওয়ারফেইজের ব্যাপারে।
কষ্ট করে লিস্ট দেয়ার জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
২৫| ২৩ শে মে, ২০১২ দুপুর ১:২০
গোফ খেজুরে বলেছেন: ভাই গানগুলোর ডাউনলোড লিংক নাই? থাকলে...। মানে গান খুব ভালো তো তাই.........।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৫
অপি আক্তার বলেছেন: ৬টা পছন্দ হইছে ।