নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের ঠিকানায় স্বাগতম। ইহা কেবল একটি সংস্কৃত পাগলের খেরোখাতা মাত্র। যার সমস্ত দায়ভার পাগলের উপরেই বর্তাবে।

পাবনার পাগল

আমি দুর্গম, আমি দুর্জয় আমি সিংহের গর্জন; সাফল্য মোর অন্তিম লক্ষ্য, করতেই হবে তা অর্জন।

পাবনার পাগল › বিস্তারিত পোস্টঃ

What is love? কবির (রবীন্দ্রনাথের) ভাষায়, ভালোবাসা কারে কয়?

০৯ ই মে, ২০১৫ সকাল ৮:৪০





#ভালোবাসা বা প্রেমের প্রাথমিক উপাদানঃ

ভালোবাসা বা প্রেমের বিভিন্ন প্রকার অর্থ হতে পারে । প্রাথমিকভাবে এর দুটি উপাদান । একটি আসক্তি, অন্যটি অনাসক্তি বা সহানুভূতি । আসক্তি আত্নকেন্দ্রিক এবং অনাসক্তি পরকেন্দ্রিক উপাদান ।







#প্রেম এবং কাম ভিন্ন, না অভিন্ন?

প্রেম এবং কাম দুটি সম্পূর্ণ ভিন্ন । এদের উপলব্ধিও আলাদা । এগুলো ক্ষুধাতুরের ক্ষিধে পাওয়াকে যেমন তার প্রণয় বলে চালিয়ে দেওয়া যায় না, তেমনই কোন কামাতুরের রূপবতীর প্রতি চিত্ত চাঞ্চল্যকে আমরা প্রেম বলতে পারি না । ডক্টর আব্দুল হাসনাত এর ব্যাখ্যায়, কাম জৈবিক । প্রেম মানসিক । যে কামুক সে সম্ভোগের দ্বারা আত্মতৃপ্তি চায় । আর প্রেমিকের সুখ তার প্রেমিকাতে । প্রেমিকার চিত্তিতে । কামুক স্বার্থান্বেষী; প্রেমিক তারার মত ত্যাগী । এজন্য সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রেম এবং কামের প্রভেদ নির্ণয় করতে গিয়ে বলেছেন, মনের মধ্যে অনেকগুলো ভাব থাকে । আর সবগুলো ভাবকেই আমরা ভালোবাসা বলি । কিন্তু চিত্তের যে অবস্থায় একজন মানুষ অন্যের সুখের জন্য আত্মসুখ বিসর্জন দিতে শত প্রবৃত্ত হয় তাকে ভালোবাসা বলে । শত প্রবৃত্ত, অর্থাৎ ধর্ম জ্ঞানে কিংবা পুণ্যাকাঙ্খায় নয় ।



রূপবতীর রূপভোগটা লালসা । আর ভালোবাসা হল 'ভালোতে বাস করা' । পৃথিবীতে মনুষ্যকুল এবং প্রাণীকুল যে সৃষ্টি হয়েছে তার ভিত্তি হচ্ছে প্রেম বা ভালোবাসা । প্রাথমিকভাবে নর ও নারী একে অপরকে নির্বাচন করে । সেই নির্বাচনের পর তারা পারস্পরিক আকর্ষণে আবদ্ধ হয় । তারপর সেই আকর্ষণ যখন একটা স্তরে পৌছায়, তখন তারা সমাজের থেকে যে স্বীকৃতি পায় তার নাম বিবাহ । এই বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয় । তারপর নর-নারীর মিলন । এবং তার ফলে হয় সৃষ্টি ।





বিঃদ্রঃ তত্ত্বগুলো সংগৃহীত ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৫ সকাল ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসা ভাল ব্যাখ্যা দাড় করিয়েছেন ।

১০ ই মে, ২০১৫ ভোর ৬:১৭

পাবনার পাগল বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.