নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবেক বিক্রি হলে দাস-মন ছাড়া কিছুই থাকে নাকো। আদর্শের তবু নৈতিক বিজয় থাকে।

বেলায়েত হোসেন আখন্দ

বিবেক বিক্রি হলে দাস-মন ছাড়া কিছুই থাকে নাকো। আদর্শের তবু নৈতিক বিজয় থাকে।

বেলায়েত হোসেন আখন্দ › বিস্তারিত পোস্টঃ

যা কিছু মা-বাবার সঙ্গে শেয়ার করতে পারো না, তা ভালো হয় কী করে?

০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:২৬

কলেজের এক ছাত্র জানতে চেয়েছে—
স্যার, মোবাইল ফোন ও ফেসবুক কি খারাপ জিনিস?

তাকে বলেছি—
না, মোবাইল ফোন ও ফেসবুক কোনো খারাপ জিনিস নয়। বরং মোবাইল ফোন ও ফেসবুকের মতো সহজ-সুলভ যোগাযোগ-প্রযুক্তিই পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। অজানাকে জানার সুযোগ করে দিয়েছে, অচেনাকে চেনার কৌতূহল বাড়িয়ে দিয়েছে। আজকের দুনিয়ায় মোবাইল ফোন আমাদের সার্বক্ষণিক সহচর আর ফেসবুক হলো স্বাধীন গণমাধ্যম—মুক্তচিন্তা ও মতামত প্রকাশের ভালো প্লাটফর্ম ।

তার দ্বিতীয় প্রশ্ন—
তাহলে আমাদের মোবাইল ফোন ও ফেসবুক ব্যবহার করতে নিষেধ করেন কেন?

আমার উত্তর—
প্রথমত, তোমরা শিশু, অপ্রাপ্তবয়স্ক। নিজের ভালোটা এখনও ঠিক মতো বুঝতে শিখনি।

দ্বিতীয়ত, মোবাইল ফোন ও ফেসবুককে তোমরা অপ্রয়োজনেই ব্যবহার করো। দিনের একটা বড় সময় অপচয় করো এর পেছনেই। তোমরা পড়ার টেবিলে বসে, শ্রেণিকক্ষে বসে, রিক্সায়-বাসে বসে, এমনকি রাস্তা পারাপারের সময়ও মোবাইল ফোন ও ফেসবুক ব্যবহার করো।
তাকে বললাম, প্রয়োজন মানুষকে পথ দেখায়, অপ্রয়োজন মানুষকে বিপথে নিয়ে যায়। ভালো জিনিসের চেয়ে খারাপ জিনিসের টানার ক্ষমতা বেশি হয়। তোমরা মোবাইল ফোন ও ফেসবুক থেকে খারাপটা নাও বলেই তোমাদের মনে আসক্তি জন্মে। তোমরা মোবাইল ফোন ও ফেসবুক ব্যবহার করার সময় পাও। শুধু পড়ার সময় পাও না, পড়ায় মন বসে না। এ আসক্তি মাদকাসক্তির চেয়েও ভয়ংকর।

তৃতীয়ত, সঙ্গে মোবাইল থাকলে খুব সহজেই যখন যাকে ভালো লাগে তার ইনবক্সে ‘লাইক ইউ’, ‘লাভ ইউ’ লিখে পাঠাতে পারো। এটা খারাপ। কারণ, তোমরা ‘লাইক ইউ’ আর ‘লাভ ইউ’র পার্থক্য বোঝো না। বিশেষত, যখন যেখানে যাকেই ভালো লাগে তাকেই ‘লাভ ইউ’ বলে দাও। এটা বখাটেপনা। যাকে ‘লাভ ইউ’ বলো, তাকে পেতে চাও। অথচ, তার ইচ্ছা-অনিচ্ছা, সম্মতি-অসম্মতির দাম দিতে চাও না। বিপথে হাঁটতে হাঁটতে এভাবে অবুঝ বয়সেই তোমরা বেপরোয়া হয়ে ওঠো, আর বদরুলদের মতো বেড়ে ওঠো অসুস্থ মানসিকতা নিয়ে।

বলো, তোমরা তোমাদের মোবাইল ফোন ও ফেসবুক মা-বাবার সঙ্গে শেয়ার করতে পারো? যা কিছু মা-বাবার সঙ্গে শেয়ার করতে পারো না, তা ভালো হয় কী করে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকার ও সামাজিক ভাবে একটা আইন করা উচিত। তাহলে ছোট থেকেই সবাই মানসিক ভাবে প্রস্তুত হবে। ঠিক যেমন আমরা ভোটাধিকারের জন্য আর বিয়ের জন্য অপেক্ষা করি...

২| ০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২২

বেলায়েত হোসেন আখন্দ বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.