নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আক্তারুজ্জামান ভূঞা

মোঃ আক্তারুজ্জামান ভূঞা › বিস্তারিত পোস্টঃ

একটি জীবনের খসড়া

১০ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৪৬

দৃশ্য-১
একটি মধ্যবিত্ত পরিবারের ড্রয়িংরূম। লম্বাটে ড্রয়িংরূমের একপাশে খাট। খাটে ১৫ বছরের এক কিশোর ছেলে শুয়ে মোবাইল হাতে খেলছে। পাশেই তার বাবা শুয়ে আছে।

দৃশ্য-২
ড্রয়িংরূম সংলগ্ন আরেকটি ঘর। মেঝেতে মাঝারি বয়সের একটি মহিলা শুয়ে আছে। পাশে সাত দিন বয়সী এক কন্যা শিশু। তের চৌদ্দ বছরের একটি মেয়েশিশু সদ্যজাত শিশুটিকে নিয়ে খুবই উৎফুল্ল। সদ্যজাত শিশুটির গায়ে কাঁথা জড়ানো।

দৃশ্য-৩
এই বাবুুটাকে এখানে কে এনেছে? কার বাবু এটা? শাজলি আগ বাড়িয়ে বাবুটাকে ধরতে যায়। খবরদার! তুমি আমার বাবুকে ছুঁবে না- নীলিমা চিৎকার করে উঠে।

দৃশ্য-৪
জামান খাট থেকে নেমে আসে। মেঝেতে শোয়া মহিলাটিকে তার পরিচিত মনে হয়। পাশে শোয়া সদ্যজাত শিশুটিকে তার আরও বেশি পরিচিত মনে হয়। অবিকল নিজের চেহারার প্রতিচ্ছবি দেখতে পায় শিশুটির মাঝে। কিন্তু কি করে তা সম্ভব?

দৃশ্য-৫
শাজলি জোর করে শিশুটিকে কোলে তুলে নেয়। বুকে চেপে বুভুক্ষ মাতৃত্বের স্বাদ পেতে চায়। এদিকে জামান সেই মহিলার মুখোমুখি হয়। কত বছর পর তারা মুখোমুখি দাঁড়ায় জামান ভাবতে বসে। নীলিমার সাথে যোগাযোগ নেই অনেক বছর। নীলিমা সন্তানের মাও হতে পারবেনা। দুটি সন্তান হওয়ার পর নীলিমার এক অপারেশনে জরায়ু ফেলে দিতে হয়েছিল। তাই গর্ভধারণ সম্ভব নয়। তাহলে সদ্যজাত এই শিশুটি কার? কোথায় পেল শিশুটিকে?
চলবে...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৪

খায়রুল আহসান বলেছেন: খসড়াটি পরিস্কার হলোনা।
যাহোক, ব্লগিং জগতে সুস্বাগতম! এখানে আপনার বিচরণ আনন্দময় হোক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.