![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিকষ অন্ধকারে আলোর দিশার খোঁজে এক দিকভ্রান্ত যুবক। কোন একদিন ভুল দিকে ঘুরতে ঘুরতে আলোর দিশা খুঁজে পাবে, এই তার বিশ্বাস....
শয়তানের দোসর হয়ে ওরা এসেছিলো সর্স্তপণে
মুঠি মুঠি শাপ-সন্দেশ বিলিয়েছিলো সমাগমে
কেউ হাত বাড়িয়ে নিয়েছিলো, তো কেউ লুকিয়ে
আর বাকিরা নিয়েছিলো অজান্তে, অনিচ্ছায় আর অসতর্কে
অতঃপর সবাই মিলে সন্দেশের মিঠাই চেটেপুটে খেয়েছিলো।
যতক্ষণে ঐ সন্দেশ তাদের পেটে পাক ধরিয়েছিলো
ততক্ষণে ওরা বিনিময়ের বিপণি খুলে বসেছিলো
হাজার হাজার বিনিময় ছিলো সেখানে,
রূপ, যৌবন, বিত্ত কিংবা বৈভব --কোনটারই কমতি ছিলো না
ওরা জনে জনে, আর গুনে গুণে এইসবই বিনিময় করে যাচ্ছিলো।
এরমাঝেই এক সাধু ধ্যান ভেঙ্গে ফিরেছিলো
উচ্ছাসে, উশৃঙ্খলে, আর অহংকারে অন্ধ অমানুষ সে দেখেছিলো
পড়ে থেকে গলে যাওয়া ভাববাদীর লাশ সে পেয়েছিলো
মোড়ে মোড়ে ডেকে যাওয়া খাদিমের আহ্বান সে শুনেছিলো
সাবধানে, নিঃশব্দে আর নিস্তব্দে সাধু ঐ লোকালয় ছেড়েছিলো।
এরা সব অন্তর পচে যাওয়া অর্ধমৃত নরকের পোকা
এরা সব ধর্ম-পিতার অন্তর খুবলে খাওয়া লোভী কীড়া
এরা সব পয়গম্বরকে নিজ পায়ে পিষে মারা পাপী
এরা সব মুন্ড ছাড়া লাফিয়ে চলা বোকচন্দর জাতী
আর এদের কৃতকর্মে ত্যাক্ত হয়েই আলোর মশাল সেবারে আলো না ছড়িয়েই ফিরেছিলো।
১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:০৪
আকিব ইজাজ বলেছেন: ধন্যবাদ @এম ইসলাম ভাই। আপনার প্রশংসা পেয়ে কিছুটা পুলক অনুভব করছি।
আমি নিতান্তই সাধারণ একজন, মেইনস্ট্রিম প্রিন্ট মিডিয়ার সাথে আমার কোনকালেই কোন সম্পর্ক ছিলো না।
২| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:০৬
আকিব ইজাজ বলেছেন: সময় নিয়ে কবিতাটি পড়ে মন্তব্য করার জন্যে অনেক ধন্যবাদ @রাজীব নুর ভাই।
৩| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
৪| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৭
নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:০৭
আকিব ইজাজ বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ @নেওয়াজ আলি ভাই।
৫| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৫
ঢুকিচেপা বলেছেন: কবিতা পড়লাম, আধ্যাত্মিক ব্যাপার মনে হচ্ছে।
পোস্ট এত কম কেন ?
লেখা শুরু করুন।
১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:১৩
আকিব ইজাজ বলেছেন: আধ্যাতিক!!
আসলে এমন কোন চিন্তা থেকে লিখিনি। গড়পড়তা চিন্তা-ভাবনা থেকেই লিখা।
সময় নিয়ে কবিতাটি পড়েছেন তার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি।
লেখালিখির ব্যাপারটা এখনো ঠিক আয়ত্ব করতে পারিনি, তাই লিখা হয়ে উঠে না। তবে শেখার চেষ্টা করছি।
সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ @ঢুকিচেপা ভাই।
৬| ২৩ শে মে, ২০২১ রাত ১১:৩০
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে। আপনি আরও লিখতে থাকুন।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০২০ সকাল ৯:০৩
এম ইসলাম বলেছেন: বাহ ! দারুন এক কবিতা ! গঠনে, আঙ্গিকে, শব্দচয়নে .... সর্বোপরি অন্তর্গত বিষয়বস্তুর গভীরতায় ....বেশ সুলিখিত ও সুখপাঠ্য এক কবিতা। ...... পরিপক্ক হাতে লেখা আধুনিক কবিতার ছাপ খুঁজে পেলাম অনেকটাই ..... । আপনি কি মেইনস্ট্রিম প্রিন্ট মিডিয়ায় লেখালেখি করেন ?