![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছন্নছাড়া, গৃহহারা, বাউন্ডুলে, ভবঘুরে, যাযাবর-------- কত হরেকরকম রংবেরঙ্গের শব্দই না আছে বাংলাতে ভ্যাগাবন্ড বোঝাবার জন্য। কিন্তু সত্যিকার বাউন্ডুলিপনা করতে হলে সবচেয়ে উত্তম ব্যবস্থা------ গেরুয়াধারন। ইরান- তুরান- আরবিস্থানে আর বাংলাদেশে দরবেশ সাজা। ইউরোপে এই ঐতিহ্যমূলক পরিপাটি ব্যবস্থা না থাকলেও অন্যান্য মুষ্টিযোগ আছে যার কৃপায় মোটামুটি কাজ চলে যায়।
জাকের পার্টি সম্পর্কে কেউ কি কিছু জানেন? জাকের পার্টি ও বিশ্ব জাকের মঞ্জিল কি একই জিনিস। জাকের পার্টি সম্পর্কে যে সকল অলৌকিক কথা কল্প কাহিনী শুনা যায় সেইগুলি আসলে কি? গ্রামের সাধারন মানুষের মধ্যে এই অলৌকিকতা খুব বেশি প্রভাব ফেলছে, আমি প্রতিদিন নতুন নতুন কাহিনী দিয়ে আমার ভান্ডার পূর্ন করছি। কিন্তু জাকের পার্টি সম্পর্কে আমি কিছুই জানি না। শুধু এতটুকুই জানি-- যিনি প্রতিষ্ঠাতা তিনি মারা গেছেন, তার কবর নিয়ে মাজার তৈরী হয়েছে। তার ভক্তরা প্রতি বছর ফরিদপুরে যায় জিকির করতে। তার ছেলে ফয়সাল এখন বোধ হয় প্রেসিডেন্ট বা পীর যিনি অক্সফোর্ডে লখাপড়া করেছেন। তার পিতার মৃত্যুর পর তিনি পীর হন। তার ছেলে মেয়েরা সব ইংল্যান্ডেই থাকে।
এবারে আমার শোনা কাহিনী গুলি বলি--গ্রামের লোকজন যারা ফরিদপুরে যাবে তারা বাঁশ দিয়ে ভেলা বানায়। সেই ভেলায় একজন মানুষ থাকার মত সব কিছুই থাকে । চুলা থাকে চাল, ডাল , তেল, নুন সব কিছু নিয়ে ভেলায় চড়ে। সেই ভেলা নিয়েই ফরিদপুরে যায়। তা যে কয়দিন লাগে লাগুক।
সেখানে মানুষ খুব সুশৃংখল ভাবে থাকে চলা ফেরা করে, কেউ উচ্চস্বরে কথা বলে না। এত্ত লক্ষ লক্ষ লোক হয় কিন্তু কোন হৈ চৈ নেই। এ সবই পীরের জন্য। সেখানে কেউ তার স্বার্থ চিন্তা করে না সবাই সবার।---আমার কথা হল এই মানুষগুলি যদি সেখানে এত ভদ্র থাকে তবে বাইরে এসে এত অভদ্র কেন হয়? কেন মিথ্যাচার ঝগরা ফ্যাসাদ সব সময় করে বেরায়?
আরও আনেক কাহিনী আছে। আগে জাকের পার্টি সম্পর্কে জানি তার পর বলব। না জেনে কিছু বলা উচিৎ নয়। হয়ত এর মধ্যে ভালো কিছু আছে!? কিংবা -- আপনারা এই ব্যাপারে কেউ কিছু জানলে বিস্তারিত জানালে খুশি হব।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৬
সামছা আকিদা জাহান বলেছেন: লাল সালু ও আব্দুল্লাহ তো পড়েছিরে ভাই। এখন জাকের পার্টি পড়তে চাই।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৭
বৃত্তবন্দী বলেছেন: বনানীতে পীরের বাড়িতে এই পার্টির হেড অফিস এটুকু জানি ।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১১
সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৩
হঠাৎ বলেছেন: আমার পাশেই এক বস্তি। সেখানে জাকের পার্টির সমর্থকরা বিভিন্ন সময়ে গান-বাজনা বাজায়। ওদের ভাষায়, আধ্যাত্মিক গান। জিকির করে গোল হয়ে বসে। মাথাটা একবার এদিকে আরেকবার ওদিকে দুলতে থাকে। কোরাসের সাথে গভীর রাতে ওদের এ মাথা দুলানো চিন্তা করলে ছোটবেলায় আমার খুব ভয় করত। কেন, জানি না। ওদের নাকি নানা তরীকা আছে। একদিন আমি গিয়েছিলাম ও পাড়ায়। দেখি সবাই হা করে তাকিয়ে আছেন। ওদের মধ্যে বুড়ো সাধককে দেখলাম। উনি তখন ভাবের সাগরে নাও ভাসায় অন্য জগতের চিন্তায় বিভোর। পরে ভেবেছিলাম আরেকদিন যাব তাদের সম্পর্কে জানতে। হল না যাওয়া।
হুমু এরশাদও কোন পীরের মুরীদ ছিলেন। সম্ভব আটরশী পীরের। মাজার ব্যাবসা এরশাদের আমলেই জমে উঠে।
খাজুর আলাপ করলাম এতক্ষণ। আমি আসলে এটুকুই জানি।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১০
সামছা আকিদা জাহান বলেছেন: মহিলারা এক হাত ঘোমটা দিয়ে আল্লাহু আল্লাহু জিকির করতে করতে ঘুমিয়ে পড়ে। আমি বলি ঘুমায় আর ভক্তরা বলে আল্লার জন্য জ্ঞান হারায়।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৩
হাসান মাহবুব বলেছেন: জাকের পার্টি ৯২ এর নির্বাচনে এক্টা আসন পাইছিলো এইটুকুই জানি খালি
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১২
সামছা আকিদা জাহান বলেছেন: আসন পাইছিল নাকি। হয়ত পেয়েছিল কারন তখন তো মামু প্রেসিডেন্ট ছিল।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৪
নতুন বলেছেন: সহমত @ হেমায়েতপুরী
আমার গ্রামের বাড়ী ৮রশির খুব কাছেই....
আমাদের গ্রামের মানুষ কিন্তু এই সব অলৌকিক কিছু শোনেনাই....
আর সেই খানে অলৌকিক কিছু থাকার কোন কারনও নাই...
৮রশির পীর সাহেব কখনো অলৌকিক কিছু করেননাই বা দাবী করেননাই...
এই সবই চেলাদের বানানো... পীর ব্যবসা চালু রাখার জন্য...
আর বাবা মারা গেলে ছেলে কিভাবে তার গিয়ান পাপ্ত হয় তা আমার মাথায় ঢুকেনা...
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৫
সামছা আকিদা জাহান বলেছেন: পীরের কবরের মাথার কাছে কেউ যেতে পারবে না। পীরের এক ভক্ত নাকি জিহ্বা দিয়ে পীরের কবর পরিষ্কার করে। একদিন ভুল করে তার পা মাথার কাছে চলে যায় তাতেই নাকি পীর সাহেব সাপ হয়ে তাকে ছোবল দিয়ে মেরে ফেলে।
এই সব কাহিনী শুনে ও তাদের বিশ্বাস দেখে আমি হাসব না কাদঁব কিচ্ছু বুঝিনা।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৮
বিপ্লব কান্তি বলেছেন: * বনানীতে জাকের পার্টির অফিসে হঠাৎ হঠাৎ গিয়ে বসি, কত লোকজন আসে দূর-দূরান্ত থেকে, বড় বড় ডেকচিতে রান্না হয়, লোকজন ওখানে খায় , কেউ কেউ থেকে যায়, সবই পিরের মুরিদ ও মুরিদানের জন্য।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৭
সামছা আকিদা জাহান বলেছেন: মাটির সানকিতে অল্প খাবার দেয় তাতেই সবার পেট ভরে যায়। কেউ যদি ভাবে এতটুকু খাবারে আমার কি হবে ? সে নাকি একটুও খেতে পারে না -যদি ভাবে এত্ত খাব কিভাবে তার নাকি পেটই ভরবে না অর্থাৎ যা পাবে তাতে সন্তুষ্টি থাকতে হবে।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫০
হঠাৎ বলেছেন: গরু পাকায় না খাসী? চলেন একবার যাই।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৮
সামছা আকিদা জাহান বলেছেন: গরু খাসী সব।
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫২
নিশাচর বাদুড় বলেছেন: বৃত্তবন্দী বলেছেন: বনানীতে পীরের বাড়িতে এই পার্টির হেড অফিস এটুকু জানি ।
......................................................................।
বনানীর যে ব্লকে এই বাড়িটি অবস্থিত সেখানে তার কোন ভক্ত জুতা পায়ে প্রবেশ করতে পারেনা। বাড়ি থেকে ১০০ গজ দূরে থাকতেই সবাইকে জুতা খুলে জমা দিতে হয় সেটি দেখেছি। আর দুপুরে উপস্থিত সবাই বাড়ির সামনের রাস্তায় বসে মাটির সানকিতে করে ভাত খায়।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২০
সামছা আকিদা জাহান বলেছেন: ভাত মাংস পোলাও মাছ সবই খায় সাথে গাঞ্জা খায় ভিক্ষা করে, জোচ্চুরি করে আর বলে পীরের দোয়ায় আমার পাকা দালান হবেই হবে।
৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫
হঠাৎ বলেছেন: জামা খুলতে কয় না...এইডাও অনেক। অগো স্টাইলে তো দি পয়লা বৈশাখের একটা ভাব আছে। আম্নেগো ভাবীসাবরে (মানে আমার বউ) লৈয়া যাওন যাইবো নি কেউ ইডা কন।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২০
সামছা আকিদা জাহান বলেছেন: ভুলেও ভাবীরে নিবেন না ভয়াবহ জায়গা।
১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৬
বিপ্লব কান্তি বলেছেন: ভক্তরা জুতা খোলে , বাদবাকিরা খুলে না, অফিস আছে সেখানে গিয়ে বসে মজা দেখতে পারেন
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৯
সামছা আকিদা জাহান বলেছেন: ওখানে কেউ জুতা পরে গেলে তার পা নাকি চিরদিনের জন্য খোড়া হয়ে যায়।
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০০
হঠাৎ বলেছেন: মজা অয় নাকি আবার? মানে জলসা? ভাই, আকবরীয় যুগের কথা মনে পইড়া গ্যালো!
যামু বিপ্লব দা, মিস নাই।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৯
সামছা আকিদা জাহান বলেছেন: জলসা হয় এটা জানি।
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৫
সামছা আকিদা জাহান বলেছেন: মহিলা রা যায় জানি তাদের আলাদা ব্যাবস্থা আছে।
১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৮
তাজা কলম বলেছেন: আটরশির পীর, যারে রাজনৈতিক মুরীদ হয়েছিল ভন্ড এরশাদ। । এরশাদের মদদেই জাকের পার্টি গঠিত হয়েছিল পীর সাবের জীবিত অবস্থায়। বর্তমানে পীরসাবের ছেলে গদ্দীনশিন পীর ফয়সলই পার্টির হর্তা কর্তা। মাঝে মাধ্যে জাকের পার্টির দু/একজন আমাদের জাতীয় পার্টিতে নির্বাচন করে থাকে। ফলাফল শূণ্য।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২১
সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ।
১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫০
তিথী ও টাটা বলেছেন: ইহা একটা ভুয়া পার্টি, অশিক্ষিত গরীবদের কল্প কাহিনীর ফাদে ফালাইয়া উনারা বস্তার মধ্যে টাকা ঢুকাইয়া সেই টাকায় গুলশান আর লন্ডনে আলিশান বাড়ী বানাইয়া থাকে। ইসলামে কোন ভোগ বিলাসিতার স্হান নাই,কিন্তু উনারা ইসলামের নামে যা করছে,বাংলাদেশ না হয়ে অন্য দেশ হলে এতদিনে উনাদের লাল শিকের মধ্যের থাকতে হত প্রতারনার জন্য। আর্মি জেনারেল ভন্ড এরশাদ উনারে মিডিয়া কাভারেজ দিয়া লাইমলাইটে আনছে।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৩
সামছা আকিদা জাহান বলেছেন: ঠিক বলেছে। জঘন্য অপরাধী --এদের শাস্তি হওয়া দরকার।
১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৮
অলস ছেলে বলেছেন: ধান্দাপাট্টি।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৩
সামছা আকিদা জাহান বলেছেন: পুরা ধান্দা।
১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৮
অলস ছেলে বলেছেন: ধান্দাপাট্টি।
১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
শয়তান বলেছেন: গোলাপফল পার্টি । খিকজ ।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪২
সামছা আকিদা জাহান বলেছেন: গোলাপ ফলটা কী???
১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
জানা বলেছেন:
জানিনা, তেমন কিছুই জানিনা। শুধু ওনাদের কর্াযকলাপে খুব তিক্ত ও বেদনাদায়ক একটা স্মৃতি আছে আমার! সম্ভবত অনেকেই এর শিকার হয়েছেন।
আমার তখন এস এস সি পরীক্ষা চলছে। আমার চে' বয়সে দু'তিন বছরের বড়, পাশের বাড়ীর এক অসম্ভব সুন্দরী আপুও পরীক্ষার্থী। পড়াশুনার চেয়ে পার্লারে যেতে আর শপিং করতে বেশী ভাল লাগে বলে ঐ আপু বছর বছর পরীক্ষায় গোল্লা পেয়ে আসছেন.... এমনটাই আন্টি দুঃখ করে বলেন সবাইকে।
মাত্র চারটে পরীক্ষা শেষ হয়েছে। কাল অংক পরশু ভূগোল। সকালে ঘুম থেকে উঠে দেখি, ঐ আপুদের বাড়ীর সামনে একদল টুপি-আচকান পরা লোকজনের আনাগোনা, সামিয়ানা টাঙানো, ট্রাকে করে বিশাল সব হাঁড়ি, কাঠ, বাঁশ, পানির ড্রাম, অসংখ্য মাটির বাসন আর প্রায় হাফ ডজন মাইক.... এমন কি দড়ি বাঁধা গোটা চারেক গরুও দাঁড়িয়ে। বিশাল আয়োজন চলছে....। আর ঐ আপুদের বাড়ী থেকে জিকিরের শব্দে আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে....। আঙ্কেল, আপুর ধর্মপরায়ণ বাবা অত্যন্ত তমিজের সাথে আমন্ত্রিতদের স্বাগত জানাচ্ছেন। বেলা বাড়ার সাথে সাথে সেই শব্দও ক্রমশ বাড়তে থাকলো এবং কিছুক্ষণের মধ্যেই সেই জিকির গোটা ছয়েক মাইক দিয়ে অসংখ্য পরীক্ষার্থী,শিশু,বৃদ্ধ-অসুস্থ্য হতভাগ্য প্রতিবেশীসহ আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে দেবার পাকা বন্দোবস্ত হয়ে গেলো!
সদ্য হার্টের অপারেশন করে দেশে ফিরে আসা আমার বড় ফুফুকে তাড়াতাড়ি তাঁর ছেলের বাসায় রেখে আসা হলো। আমি বেচারা কেঁদে কুল পাচ্ছি না কাল পরীক্ষা দেবো কিভাবে তাই ভেবে, পড়তে পারা/বিশ্রামতো দুরের কথা! মা আমার ছটফট করতে লাগলেন!!
এ,ভাবেই চললো সারাদিন....! মাগরীবের নামাজের পরে হঠাৎ মাইক বন্ধ হলো। যাক, বাঁচা গেল। এবার বইপত্র গুছিয়ে নিয়ে বসলাম পড়ার টেবলে। মনপ্রাণ দিয়ে শুরু হলো পরের দিনের পরীক্ষার প্রস্তুতি....। মা'ও স্বস্তি পেলেন।
কিন্তু হায়! ঘন্টা খানেকের মধ্যেই শুরু হয়ে গেলো সেই.....! একই ভাবে চললো সারারাত.....ফজরের আগ পর্যন্ত.....! আর এ,ভাবেই আমার মত আরো অনেককেই সকাল বেলায় ভীত পায়ে আর ক্লান্ত মস্তিষ্কে জীবনের প্রথম ধাপের
গুরুত্বপূর্ন পরীক্ষা দিতে যেতে হলো.....!!!
ক্ষমা করা কঠিন নয় কি?
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৪
সামছা আকিদা জাহান বলেছেন: আপু বিশেষ যে কারনে আমার আজকের এই পোস্ট তা এখন উল্লেখ করছি।
আমার এখানে একজন মেয়ে আসত- তার বিয়ে হয়েছে চার বছর কিন্তু বাচ্চা হয় না। আমাদের চিকিৎসকেরা প্রাথমিক ভাবে বলেছে যে তোমার কোন সমস্যা নেই তোমার হাজবেন্ডকে পাঠাও তাকে টেস্ট করে দেখি। তার হাসবেন্ড আসবে না এবং টেস্ট করবে না । এমন কথা বললে নাকি ওকে খুন করে ফেলবে। ছেলেদের আবার বাচ্চা হয়না এটা কোন কথা নাকি??
যাই হোক তার শ্বাশুরিরা সহ তাকে নিয়ে ফরিদপুরে জিকির করতে যায়। সেখানে মহিলাদের আলাদা ব্যাবস্থা আর পুরুষদের আলাদা ব্যাবস্থা। যারা বাচ্চার আশায় যায় সেই সব মহিলার আলাদা বসার যায়গা। সবাই জিকির করে। জিকির করতে করতে এক সময় সব বাতি নিভে যায় । এই সময় কেমন একটা পবিত্র ধোঁয়া ধোঁয়া পরিবেশের তৈরি হয়। যার মধ্যে দিয়ে ওরা উড়তে উড়তে চলে যায়। কেমন যেন ভালো লাগার পরিবেশ তৈরী হয়। এর পর আর কিছুই তারা জানে না যখন বুঝে তখন সকাল হয়ে গেছে। চারিদিক সব জিকির করতে করতে ক্লান্ত হয়ে মেঝেতে যেমন খুশি পরে আছে।
যাদের ঐ পরিবেশ ভালো লাগে তারা মা হতে পারে যাদের লাগেনা তাদের মনে আল্লার বিশ্বাস কম তাই তারা মা হতে পারে না।
সেই মেয়ে এখন প্রেগনেন্ট।
আপনার মন্তব্য আমার ভাল লাগল। ধন্যবাদ।
১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩০
জানা বলেছেন:
দুঃখিত এত বড় মন্তব্যের জন্য।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৫
সামছা আকিদা জাহান বলেছেন: আপনার মন্তব্যের জবাব ও আমি অনেক বড় দিলাম।
ধন্যবাদ।
২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৯
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: হাজার কোটি টাকা কামিয়ে নিল মূর্খ মানুষগুলোকে ঠকিয়ে.......
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৮
সামছা আকিদা জাহান বলেছেন: শুধু টাকা এরা যে কি করছে??? কোন কোন পরিবারে দেখি জাকের পার্টির কল্যানে পুরা গাঁজা খোর হয়ে উঠেছে।
২১| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫০
রুহু্ননবী বলেছেন: ভাই কবে খাওয়া ?
খাইতে যামু
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৫
সামছা আকিদা জাহান বলেছেন: মাছের বা মাংসের নাকি কাঁটা বাছতে হয় না পীরের এমন কেরামতি সব খাওয়া যায়।
২২| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৭
জনৈক আরাফাত বলেছেন: বনানীর ৫ নম্বরে মেইন অফিস। গতসপ্তাহ থেকে বনানী মাঠে সামিয়ানা টানিয়ে ইফতারী করতেছে তারা। --- টাকার ভালো চ্যানেল আছে বোঝা যায়!
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৮
সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ।
২৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৪
মহাজাগতিক বলেছেন: জাকের আরবী শব্দ যার মানে 'জিকিরকারী'। 'জিকির' অর্থ স্রস্টার নামকীর্তন। শব্দগতভাবে এরা স্রস্টার নামকীর্তনকারী পার্টি (!) এ দলের পীরসাহেবকে একবার টিভিতে দেখেছিলাম, মনে পড়ে। লম্বার চাইতে চওড়া বেশী। ক্ষয়ে যাওয়া ঝাড়ুর মত দাড়িবিশিষ্ট উপবৃত্তাকার লোলুপ ফরসা ভাবলেশহীন মুখ। ভুঁড়ির চোটে সোজা হয়ে বসতে না পেরে ভরা মজলিসে আমজনতার সামনে স্টেজের উপর 'আরামে বস' পজিশনে হেলান দিয়ে জনতার দিকে মুখ করে আছেন। আর জনতা তার সামনে যে ভক্তিভাবের বন্যা বয়ে দিচ্ছে সে বন্যায় ভেসে ভেসে যেন মনের মধ্যে এক ক্রুর আনন্দ অনুভব করছেন।
এ কেবলই আমার নিজস্ব দেখার উপলব্ধি, ঐ পীর সাহেবের ব্যাপারে আমার ফার্স্ট ইমপ্রেশন।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫১
সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
২৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৭
মহাজাগতিক বলেছেন:
২৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩২
শয়তান বলেছেন: মহাজাগতিক ভুল মনে হয় । আটরশীর পীর ভোটকা ছিল না । তার পোলা ফয়সলও সেরম মোটা না । অইন্য কোন খোদার খাশী দেখসেন আপনি ।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫১
সামছা আকিদা জাহান বলেছেন: খোদার খাসী হা হা হা ।
২৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৫
বৃত্তবন্দী বলেছেন: মহাজাগতিক মে বি দেওয়ানভোগী ডিম্পড়া পীরের্কথা কৈতেছে
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০০
সামছা আকিদা জাহান বলেছেন: মে বি??????!~!!!!!!!!
২৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৯
শয়তান বলেছেন: সাইদাবাদীও হৈতারে । দুইডাই মাশাল্লা সাইজমতন আছে ....
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০০
সামছা আকিদা জাহান বলেছেন: হৈতারে!!!!!!!!!!!!!!
২৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০২
বিপ্লব কান্তি বলেছেন: বড়ই জোস পাইলাম আপনাদের আলোচনায়, আমি পির - ফকির ভালা পাই, হেইলা দুইলা গান্জা খাওয়া ও গান গাওয়াগুলোকে আরো ভালো লাগে। ওরসে কত গেছি, কি মজা লাগে
কালকেই আবার জাকের পার্টির বাড়িতে যামু
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০১
সামছা আকিদা জাহান বলেছেন: ভালোই হোল দেখি ????????
২৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২৬
জুল ভার্ন বলেছেন: @ প্রিয় কবি হাসান মাহবুব, জাকের পার্টি ৯২ সনেই নয়, অদ্যাবধি কোন আসনেই জিততে পারেনি এবং আমি নিশ্চিত কোন দিন পারবেওনা।
জাকের পার্টির বর্তমান মালিক মিঃ আল্লামা মোস্তফা ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে থেকে পড়ালেখা করতেন-যখন আমি ঐ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার থেকে ২ বছরের সিনিয়র ছিলেন। আমার অন্য এক বন্ধু কাল প্রয়াত সাংসদ জুলফিকার আলী ভুট্টোর মাধ্যমে তাঁর সাথে মাঝে মাঝে দেখা এবং কথা হত।
আমি যখন এস এস সি পরীক্ষা দিয়ে থাকা খাওয়ার ঝামেলায় জর্জরিত তখন আমার কয়েকজন বন্ধু জানালো-আটরশি যা, ওখানে থাকা খাওয়া ফ্রী, শুধুয় হুজুরের মুরীদ হতে হবে। আমি আরো কয়েকজন মুরুব্বীদের সাথে আট রশি চলে যাই। বাড়ির সীমানায় ঢুকতেই জুতা খুলে প্রবেশ করতে হল। খাবাররান্না সহ যাবতীয় কাজে সহযোগীতা করতে হতো খাবার খেয়ে যার বাসন(মাটির পাত্রে খাবার খেতে দেয়া হয়) নিজেকেই ধুতে হয়-আমিও তাই করেছিলাম।ফজরের নামাজান্তে হুজুরের সাথে দেখা করি। আমার লাইনের সবাই জুরুরের সাথে হাত মেলান আর কারি কারি টাকা দেন হুজুরের হাতে। আমার পকেট খালি! আমি কি দেবো লজ্জাইয় পরে গেলেম। আমার পকেট হাররে মাত্র এক টাকা এবং কিছু খুচরা পয়সা পেলাম। তাই হুজুরের হাতে দিলাম। হুজুর আমাকে দোয়া করেন। ৭/৮ দিন ওখানে ফ্রী খেয়েদেয়ে ভালোই ছিলাম। ওখানকার সব কিছুতে সুশৃংখলা আমার ভালো লেগেছিল।
আমি ওখানে থাকা কালীন মুক্তি যুদ্ধের প্রধান সেনাপতি কর্ণেল ওস্মানী সাহেব সহ অনেক বড় বড় নেতারা ওখানে গিয়েছিলেন দেখেছি।
প্রিয় পাঠক, আটরশির সাথে আমার ১৯৭৪ সালের ৭/৮ দিনের সেই বন্ধনটুকু আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পেয়ে কাজে লাগালাম! আশা করি সবাই বিরক্ত হননি।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৮
সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনি যা বলেছেন সবই ঠিক আছে। ওখানকার শৃংখলা তারপর খাবার দাবারের সুবিধা খোথাও কোন হট্টগোল নেই আমি তা আমার পোস্টে প্রথমেই বলেছি।
কিন্তু তারপরে এর ভিতরে কিছু আছে যা মানুষকে পীরের প্রতি আগ্রহী করে তোলে খোদার চেয়ে। আর গাজ়া যে এখানকার একটি স্বাভাবিক খাদ্য তা তো বলার অপেক্ষা রাখে না।
৩০| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৬
রিয়াজ উল বলেছেন: জাকের পার্টি....ধান্ধা পার্টি....পীর মানেই ধান্ধাল.....
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০২
সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ।
৩১| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৬
বৃত্তবন্দী বলেছেন: শিট। আমিও শুনছি এরকম কয়েকটা ঘটনা।
ঐ যে বললেন //এরপর তারা আর কিছুই জানে না// আমার তো মনে হয় যে জেনেও কিছু বলতে না পেরে কষ্টে গুমড়ে মরে
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৩
সামছা আকিদা জাহান বলেছেন: আমার তো শোনা কথা ভাই সত্য মিথ্যা জানি না তবে অলৌকিক কোন কিছুতে বিশ্বাস আনা কি এত্ত সহজ।
৩২| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৮
অরণ্যচারী বলেছেন: রিয়াজ উল বলেছেন: জাকের পার্টি....ধান্ধা পার্টি....পীর মানেই ধান্ধাল.....
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৯
সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ।
৩৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৩
হেমায়েতপুরী বলেছেন: জিকির করতে করতে এক সময় সব বাতি নিভে যায় । এই সময় কেমন একটা পবিত্র ধোঁয়া ধোঁয়া পরিবেশের তৈরি হয়। যার মধ্যে দিয়ে ওরা উড়তে উড়তে চলে যায়। কেমন যেন ভালো লাগার পরিবেশ তৈরী হয়। এর পর আর কিছুই তারা জানে না যখন বুঝে তখন সকাল হয়ে গেছে। চারিদিক সব জিকির করতে করতে ক্লান্ত হয়ে মেঝেতে যেমন খুশি পরে আছে। @ লেখক।
আপনার বক্তব্য থেকে আমার কিন্চিৎ সন্দেহ হচ্ছে ধোঁয়া টা কিসের? কুষ্টিয়াবাসী আমার ১ সহপাঠী বলেছিলো লালনের আখরায় গেলে গাঁজা টানতে হয়না, ধোঁয়াতে এমনিতেই মাথা ঘোরে। আমার ধারনা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে affect করে এমন কিছু ঐ ধোঁয়াতে থাকে। উড়তে উড়তে চলে যাওয়া, ভালো লাগার পরিবেশ তৈরী হওয়া, এবং ঘোরের ভেতর চলে যাওয়া এবং ঘোর কেটে গেলে তা ভুলে যাওয়া- সবই মিলে যায়।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৫
সামছা আকিদা জাহান বলেছেন: ধোঁয়াটা কিসের তা বোঝেন নাই???!! আপনার প্রফাইলের ছবিটা যে কারনে অমন হইছে ধোঁয়াটা তার।
৩৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২২
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
জিকির করতে করতে এক সময় সব বাতি নিভে যায় । এই সময় কেমন একটা পবিত্র ধোঁয়া ধোঁয়া পরিবেশের তৈরি হয়। যার মধ্যে দিয়ে ওরা উড়তে উড়তে চলে যায়। কেমন যেন ভালো লাগার পরিবেশ তৈরী হয়। এর পর আর কিছুই তারা জানে না যখন বুঝে তখন সকাল হয়ে গেছে। চারিদিক সব জিকির করতে করতে ক্লান্ত হয়ে মেঝেতে যেমন খুশি পরে আছে।
=========================>>>
অনেক আগে ঋতুপর্ণ ঘোষের একটা ফিল্ম দেখেছিলাম- নামটা ঠিক মনে নেই (অন্দরমহল হতে পারে)- জেকি শ্রফ, অভিষেক বচ্চন অভিনয় করেছিল, সেখানে এরকম কিছু বিষয় এনেছিল- যদিও সেটা হিন্দু পুরোহিততন্ত্র নিয়ে .......।
দেখে নিতে পারেন ফিল্মটা।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৬
সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ।
৩৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩২
স্বপ্নরাজ বলেছেন: বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: হাজার কোটি টাকা কামিয়ে নিল মূর্খ মানুষগুলোকে ঠকিয়ে.......
------------কলি কালের ভন্ড বাবার মুরিদ কিন্তু আমাদের বত্তমান বায়তুল মোকাররমের খতিব.. কাজেই খেয়াল কৈরা।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৫
সামছা আকিদা জাহান বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ।
৩৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩২
হেমায়েতপুরী বলেছেন: অফ টপিক
------------------------------------------------------------------------------
আপনার প্রফাইলের ছবিটা যে কারনে অমন হইছে ধোঁয়াটা তার। @ লেখক। ! ! !
ছবিটা গুগলে mad scientist সার্চ দিয়া পাইছিলাম।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৪
সামছা আকিদা জাহান বলেছেন: আমি ফান করেছি।
৩৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫
শয়তান বলেছেন: জিকির কৈরা প্রেগন্যান্ট হওয়া সম্ভব ! ডাক্তাররা কি করে তাইলে ?
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২২
সামছা আকিদা জাহান বলেছেন: ডাক্তারদের ডাক্তারি বাদ দিয়ে জিকির করা উচিৎ।
৩৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৩
কাব্য বলেছেন: এইখানে কি হইছে
??
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৭
সামছা আকিদা জাহান বলেছেন: কিছু না তুমি বাড়ি যাও।
৩৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১২
নিলাচল বলেছেন: জিকির করতে করতে এক সময় সব বাতি নিভে যায় । এই সময় কেমন একটা পবিত্র ধোঁয়া ধোঁয়া পরিবেশের তৈরি হয়। যার মধ্যে দিয়ে ওরা উড়তে উড়তে চলে যায়। কেমন যেন ভালো লাগার পরিবেশ তৈরী হয়। এর পর আর কিছুই তারা জানে না যখন বুঝে তখন সকাল হয়ে গেছে। চারিদিক সব জিকির করতে করতে ক্লান্ত হয়ে মেঝেতে যেমন খুশি পরে আছে। ---- emon kotha amio shunechi. r eo shunechi, they get pregnant by someone there. kintu ei kotha to r baire keo bolbena. amader desher manushra kichu shunlei tar pichone dour mare.
koedin age paper e dekhlam, ekta grame football khela hocche r ekta baccha age guess kore bolche kon dol jitbe, shotti shei dol jiteche dekhe shei chele ekhon pir. shobai mile chuteche tar pichone. manusher buddhi ki lop pacche naki din din!!
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৮
সামছা আকিদা জাহান বলেছেন: সাধারন মানুষ বড় অসহায়। তাদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে সবাই।
৪০| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
মাহবুব সুমন বলেছেন: চোর ও ভন্ড ধর্ম ব্যবসায়ীর পার্টি।
নির্বাচনে "গুলাপ " ফুল প্রতিক বলে এদের।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১০
সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ।
৪১| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
ফারহান দাউদ বলেছেন: খালি এইটুক জানি যে এদের মার্কা গোলাপ ফুল, এরা প্রতি নির্বাচনেই ৩০০ আসনে প্রার্থী দেয় আর সব কয়টা আসনেই জামানত বাজেয়াপ্ত হয়। বাড়তি হিসাবে জানি, সব কয়টা ভণ্ড।
৪২| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২০
অলস ছেলে বলেছেন: ডিএনএ টেষ্ট দরকার।
গ্রামের দিকে আমার এক পরিচিত লোক সাঈদাবাদীর দরবারে কাজ করতো, তার সম্পর্কে গুজব শুনেছি সে নিযুক্ত গর্ভকরক ছিলো সেইখানে। কমবয়সে একবার বিটলামি করে সাঈদাবাদীর দরবারে ঢুকে সেইগুলা নিয়ে খোঁজখবর করতে শুরু করেছিলাম তিন বন্ধু মিলে।।। পরে জান নিয়ে বেরুতে পেরেছি আ।ল্লাহর রহমতে।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১১
সামছা আকিদা জাহান বলেছেন: হা হা হা ভালো তাও যে জানটা থুয়ে আসেন নাই।
৪৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩০
নতুন বলেছেন: সাঈদাবাদীর তো "আল্লাহর বানী" পত্রিকা চুবাইয়া খাওয়াইলেই বিভিন্ন অসুখ সেরে যায়....
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১২
সামছা আকিদা জাহান বলেছেন: কে যেন মাইকে ফু দিয়ে পড়া পানি দিত।
৪৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: আমার এক বন্ধু ছিল জাকের পার্টির অনুসারী , বাবা উচ্চপদস্থ সরকারী কর্মচারী , ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার । ওর সোর্সে জানতাম যে ঢাকার গুলশান বনানীর অনেক ব্যবসায়ী , সরকারী কর্মকর্তা , আমলা এবং তাদের ফ্যাশন সচেতন বধুরাও জাকেরদের মুরিদ । আটরশি যাবার সময় সবাই সাধ্যমত গরু খাসী কিনে নিয়ে যেত ।
জাকের পার্টি ১৯৯৬ , ২০০১ এর নির্বাচনে ৩০০ আসনে প্রার্থি দিয়েছিল , ফুটবলার কায়সার হামিদ ছিলেন তাদের একজন । ২০০৬ এ প্রথমে ঠিক হয় জাকের পার্টি , তাদের ভার্চুয়াল বাবা জাতীয় পার্টির সাথে জোট করবে । তখন পত্রিকায় একটা চরম রিয়েল লাইফ জোকস দেখেছিলাম । হঠাৎ করে জাকের পার্টির স্যুটেড বুটেড পীর কাম আমির মোস্তফা ফয়সাল ঘোষণা করলেন যে জাতীয় পার্টির ৩০০ আসনে নির্বাচন করার মত সাংগঠনিক শক্তি নেই , কিন্তু জাকের পার্টির ৩০০ আসনেই বিপুল সংখ্যক সমর্থক রয়েছে । কাজেই , জাকেরদের অনেক আসন দিতে হবে । পরবর্তীতে এরশাদ , ফয়সালকে অর্বাচীন নাবালক বলেন ।
এর মাঝে আওয়ামী লীগের সাথে জাকেরদের দহরম মহরম শুরু হয় , মোটামুটি ঠিক ছিল আটরশি আসনটা ফয়সাল পাচ্ছেন , কিন্তু শেষ নাটকে এরশাদ মহাজোটে জুটে যান , মোস্তফাকে আসন দেয়ার ঠেকা তখন লীগের পড়েনি । ফলে , তাকে ছুঁড়ে ফেলা হয় ।
জাকের পার্টির পত্রিকার নাম "দৈনিক আল মোজাদ্দেদ" । ১৯৯৪/৯৫ এর দিকে যখন সবে একটা দু'টো পত্রিকা রঙিন ছাপতে শুরু করে মোজাদ্দেদ তাদের একটা ছিল । তবে , ছবির সাথে রঙ কখনও মেলাতে পারত না বেচারারা , রঙের ফ্রেম ছবি থেকে সরে যেত
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩
সামছা আকিদা জাহান বলেছেন: রঙের ফ্রেম ছবি থেকে সরে যেত ---আহারে ---
৪৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৪
লীনা দিলরূবা বলেছেন: ফেনীতে আমাদের বাসার ঠিক উল্টোপাশে আছে একটা মাজার শরীফ। মাজারের দরোজায় বিশাল করে দেয়াল তোলা তার উপরে লেখা, বিশ্ব জাকের মন্জিল, আরও কি কি সব। আমি জন্মের পর থেকে এই জাকের মন্জিল দেখে দেখে বড় হয়েছি। এর পীর সাহেব এখানে হিজরতে এসেছিলেন, তারপর এখানেই মাজার গড়ে তোলেন। পীরের মৃত্যুর পর তার খাস এক মুরীদ নয়া পীর ব্যবসা শুরু করেন। সেই পীরের মেয়ে আমার সাথে পড়তো। মেয়েটির নাম ছিল সুরমা। সুরমাকে দেখতাম সবসময় ভালো কাপড় পরতো, দামী জিনিসপত্র ব্যবহার করতো। তার বাবার অন্য কোন পেশা ছিলনা, বুঝতে পেরেছিলাম পীরের ব্যবসাই উনার একমাত্র পেশা। সেই আশির দশকেই তাদের বাসায় ফোন, টেলিভিশন সহ অনেকের বাড়িতে যা নেই সব জিনিসে ভরপুর ছিল। প্রতিবছর ওরস হতো। ওরসে অনেক দূর দূরান্তের লোকের সমাগত হতো সেখানে। গরু জবাই হতো। ওরসের কয়েকদিন সুরমা স্কুলে যেতনা। ওরস হতো ডিসেম্বর মাসে।
পীর সাহেব মারা যাবার পর ওনাকে মসজিদের লাগোয়া মাজারে কবর দেয়া হয়। সেই মাজার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিলনা।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৪
সামছা আকিদা জাহান বলেছেন: আপু পোস্ট দিয়ে অনেক কিছু জানলাম।
৪৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩
বোহেমিয়ান কথকতা বলেছেন: আপু আপনি এক টা কাজ করতে পারেন । কমেণ্ট এর ইনফো গুলো পোষ্টে যোগ করতে পারেন । সবাই এক সাথে সব পেয়ে যাবে ।
আমি যা জানি :
আমি ওদের কিছু কিছু জিনিস দেখেছিও মানে । ফরিদ পুরের ধন্সম্পদ । ফরিদপুর গিয়েছিলাম এক বার । অনেক কিছু আছে অথচ ঠিক তার [পাশেই মানুষ জন চরম দরিদ্র ।
ওরা গরীবের রক্ত চুষে খায় । এবং ভণ্ড তা বলার অপেক্ষা রাখে না ।
নিজেদের লোকের সংখ্যা নাকি দেঁড় কোটি! পত্রিকায় কিছু কিছু লোক টাকা দিয়ে কিনে রেখেছে । ভেতরের চিপা চাপায় নিইজ ছাপানোর জন্য ।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৫
সামছা আকিদা জাহান বলেছেন: ভালো বুদ্ধি দিয়েছেন।
৪৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১২
কাব্য বলেছেন: আপনের সাথে দেখা হইলো নাহ
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৬
সামছা আকিদা জাহান বলেছেন: কোথায় তুমি?????
৪৮| ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
নির্ঝরিনী বলেছেন: ঈদের শুভেচ্ছা আপু...ঈদ মোবারক।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭
সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ নির্ঝরীনি। তোমাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা।
৪৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১২
জুল ভার্ন বলেছেন: আপু, তুমি কি এখনো ঢাকায়? আমি রাতে দেশে ফিরেছি... তোমার বর, এবং সন্তানদের জন্য ঈদ মুবারক। বাসায় ঈদের দাওয়াত রইল। আমার সেল ফোন-০১৭১৩ ০৪৬৩৯৩
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৮
সামছা আকিদা জাহান বলেছেন: আমি আজ পার্বতিপুরে ভাইয়া। এতদিন ঢাকায় ছিলাম।
৫০| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
স্রাফা বলেছেন: আপনাকে অনেকদিন দেখি না
কেমন আছেন?
ঈদ কেমন কাটলো??
আমি সৈয়দপুর হয়ে আপনার ওখানে আসব শিগ্রই।
ঈদ মুবারকটা সম্মুখেই জানাবো
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২১
সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ।
৫১| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫১
কাব্য বলেছেন: আপুঊঊঊঊঊঊঊঊঊঊঊউ
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২২
সামছা আকিদা জাহান বলেছেন: কীঈঈঈঈঈঈইইইইইইইইইইইইইইইইইইই
৫২| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৬
তাজা কলম বলেছেন: নতুন লেখা না দিলে
জ্বলবে আগুন ব্লগে ব্লগে!
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৮
সামছা আকিদা জাহান বলেছেন: হা হা হা -- দিয়েছি নতুন লেখা।
৫৩| ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৭
স্রাফা বলেছেন: সৈয়দপুর থেকে আপনার ওখানে যেতে কোন গাড়ীতে কোন গন্তব্যে যেতে হবে??
আমি সৈয়দপুর চিনি কিন্তু পার্বতিপুর চিনি না।
সৈয়দপুর থেকে আপনার ওখানে যাওয়ার ঠিকানা কি??
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৪
সামছা আকিদা জাহান বলেছেন: সৈয়দপুর থেকে বাস আসে সম্ভবত পার্বতিপুরে। তবে আমি এখন রংপুরে। তোমার ভাইয়া খুব অসুস্থ্য।
৫৪| ০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৯
মমমম১২ বলেছেন: হুমম মেলা কিছু জানলাম
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৫
সামছা আকিদা জাহান বলেছেন: আমিও অনেক কিছু জানলাম।
৫৫| ০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৩
স্রাফা বলেছেন: ওহহহ কি হয়েছে ভাইয়ার?
এনিথিং সিরিয়াস?!!
আমার এক কাজিন রংপুরে জব করে এনজিও তে সে গতকালকে গেছে ঢাকা থেকে ঈদের ছুটি কাটিয়ে আমাকে যেতে বলছিল আমি বলছিলাম আমি পার্বতিপুর যাবো তখন যাবো।
আপনি রংপুরে জানলে চলে যেতাম।
যাই হওক আপু ভাইয়ার কি অবস্থা জানাইয়েন আর পার্বতীপুর ব্যাক করলে আমাকে একটা মেইল কইরেন।
[email protected]
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৭
হেমায়েতপুরী বলেছেন: লালসালু বা আবদুল্লাহ পড়লে পীরদের ব্যাপারে কিছু জানতে পারবরন।