![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।
এক
বুকে একটা ফুটো করে
দেখেছিলাম হৃদপিণ্ডের রক্তক্ষরণ !
দুই
পাঞ্জাবী পড়ি না, মাঝেমাঝে
গালি হিসাবে ব্যবহার করি।
তিন
মাঝেমাঝে আমি রেইসিস্ট,
কারণ মাঝেমাঝে আমার -
পাকিদের সাথে দেখা হয়!
চার
আমার প্রিয় বন্ধু'র নাম রাজা, তবে
তার "কার" আমি কোনদিনও চড়ি না !
পাঁচ
আমাকে তোমরা ধর
অথবা তোমরা মর !
ছয়
আমার তিনজন মা
একজন জন্ম দিলেন
একজনের কপালে চুমু খাই
একজনকে বুকে চেপে ধরে বেঁচে থাকি !
সাত
যুবক শহর ছেড়ে চলে যাবে
এটা একটা জরুরি খবর !
আট
এন্টিবায়োটিকে কাজ হবে না
আমাকে এক চামচ মধু দাও !
নয়
প্রিয় মানুষটি আগামী শনিবার আসবে,
তাই আগামী শনিবার পর্যন্ত
যে করে হউক আমাকে বেঁচে থাকতে হবে !
দশ
কিছু মানুষ ধার নিলে তা শোধ করে না
কারণ তারা কোন ধারের ধার ধারে না।
০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৪৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:৪৪
মামুন রশিদ বলেছেন: দুই
পাঞ্জাবী পড়ি না, মাঝেমাঝে
গালি হিসাবে ব্যবহার করি।
সবগুলোই দারুন ইংগিতময় ।
০৮ ই জুন, ২০১৩ রাত ১১:১৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:২৫
অপর্ণা মম্ময় বলেছেন: ৭ আর ১০ ভালো লাগছে ।
যুবক রা বেশী অভিমানী হয় নাকি ?
০৮ ই জুন, ২০১৩ রাত ১১:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: আরে যুবকদের বুকে তো অভিমানের সমুদ্র
৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ১:২৩
আশিক মাসুম বলেছেন: প্রিয় মানুষটি আগামী শনিবার আসবে,
তাই আগামী শনিবার পর্যন্ত
যে করে হউক আমাকে বেঁচে থাকতে হবে !
অন্যরকম কিছু।
০৯ ই জুন, ২০১৩ রাত ১:৩২
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ মিতা
৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ২:০৩
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: বাহ
ভালো লাগলো
০৯ ই জুন, ২০১৩ রাত ২:২১
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
৬| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৫২
হাসান মাহবুব বলেছেন: নতুন সিরিজ বেশ ভালো লাগলো। চালায়া যান।
০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৩২
মাসুম আহমদ ১৪ বলেছেন: আশা করছি চালিয়ে যাব
৭| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৭
এসএমফারুক৮৮ বলেছেন: বেশ তো ।
০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৪৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ
৮| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর তব কাব্য সুন্দরতম হে...
০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৪৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ হে প্রোফেসর
৯| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ঝাঝা পোষ্ট বস !
সবকটাই ভালো লেগেছে ! স্পেশালি ৬ আর ৮ !
০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৫১
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ বস
১০| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৫৫
খেয়া ঘাট বলেছেন: সবগুলোই দারুন ইংগিতময় ।
১৩ ই জুন, ২০১৩ সকাল ৭:২২
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে
১১| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৫৬
খেয়া ঘাট বলেছেন: চার
আমার প্রিয় বন্ধু'র নাম রাজা, তবে
তার "কার" আমি কোনদিনও চড়ি না !
এটা বেশি ভালো লেগেছে।
১৩ ই জুন, ২০১৩ সকাল ৭:২৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: এটা আমারও ভাল লাগে -
আবারও ধন্যবাদ আপনাকে
১২| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৯
অদৃশ্য বলেছেন:
বেশতো... সামনে আরো আছে দেখলাম, ভালো লাগছে...
শুভকামনা...
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৩০
মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ভাল লাগাটা আমারও ভাল লাগছে
১৩| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৭
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: চরম হইছে ব্রাদার +++
১৮ ই জুন, ২০১৩ সকাল ৭:২৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ব্রাদার
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
দশ নাম্বারটা জটিল হইছে।