নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খেয়ালিস্থানে জীবন শুরু এবং খেয়ালিস্থানেই শেষ। সোটাহার, পো: ধারকি, জেলা: জয়পুরহাট।

ইখলাস উদ্দিন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জয়পুরহাট

ইখলাস উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

"কে আমি কে গো?"

২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

কে আমি কে গো?
আমি যে আমারে খুজে যাই।
কখন চোখে পড়ে নাই
কখন দেখি নাই তাই গো
আমি যে আমারে খুজে যাই।
কোন সে ঘরে কল্পনা জাগে?
মণ্তণা মজে কোন পথে?
কোন সে ঘরে দেউলিয়া নাচে?
দৃশ্যরা ভাসে কেন চোখে?
ঘুমিয়ে গেলে কোথা যাই
মুখস্হ হয় কোথা তাই খো
আমি যে আমারে খুজে যাই।
কোন সে মাঠে স্বপ্ন বুনে?
সেই সপ্নে কে রং মাখে?
কোন সে পথে কলম চলে?
সেই কলমে কে রং তোলে?
অভিনয় শুধু করে যাই
কেমনে হয় ভান তাই গো আমি যে আমারে
খুজে যাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.