| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইখলাস উদ্দিন
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জয়পুরহাট
ঘর-সংসার ডাকা-ডাকি আমার কাছে ভুয়া, স্মরণ হলে উদাস গীতি ইবনে বতুতা, আমি চাহি আল বিরুনী, আমি চাহি ইবনে খালদুন, ইকবালের কবিতা।
চোখের জলে বুক ভাসিয়া
ঘুরি দেশে-দেশে
রাখি লম্বা টিকি
আমি লালন বেশে
নরেশ হইয়া মাথায় জটা চুলে।
এক মুখো ঢোল দফ দিয়া রে
বাড়ি সুরে সুরে যায় ভরিয়া রে
গাহি দাড়ি বিহীন লম্বা গোফে
নাচি সমান তালে।
নেংটা শিশু মায়ের কোলে রে
মাথায় আচল তুলে মন ভুলে রে
আমি উদাস মেলা পূর্ণ পাড়া
দেখিব আবার কবে।
নিজের হায়াত নিজেই জানিনা
আবার কারো হায়াত কেউতো চাহিনা
আমি রুক্ষ চরন চষি ভ্রমণ
চাহি সাদী জীবন।
আমি সুরমা নদী পাড়ি দেব
মনের মানুষ খুজি গো
ঘাটে বসি চিন্তনে মন
শিমুল গাছের মতন
বরষায় ফুলে ফলে রুপে ভরে
শাহ জালাল সাথী হলে
কবিতা লিখি হায় - হায়
কবিতা লিখি চোখের জল ফেলে।
©somewhere in net ltd.