নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খেয়ালিস্থানে জীবন শুরু এবং খেয়ালিস্থানেই শেষ। সোটাহার, পো: ধারকি, জেলা: জয়পুরহাট।

ইখলাস উদ্দিন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জয়পুরহাট

ইখলাস উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ইখলাস উদ্দিন উদাসীন কথা

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০১

ঘর-সংসার ডাকা-ডাকি আমার কাছে ভুয়া, স্মরণ হলে উদাস গীতি ইবনে বতুতা, আমি চাহি আল বিরুনী, আমি চাহি ইবনে খালদুন, ইকবালের কবিতা।চোখের জলে বুক ভাসিয়াঘুরি দেশে-দেশেরাখি লম্বা টিকিআমি লালন বেশেনরেশ হইয়া মাথায় জটা চুলে।এক মুখো ঢোল দফ দিয়া রেবাড়ি সুরে সুরে যায় ভরিয়া রেগাহি দাড়ি বিহীন লম্বা গোফেনাচি সমান তালে।নেংটা শিশু মায়ের কোলে রেমাথায় আচল তুলে মন ভুলে রেআমি উদাস মেলা পূর্ণ পাড়াদেখিব আবার কবে।নিজের হায়াত নিজেই জানিনাআবার কারো হায়াত কেউতো চাহিনাআমি রুক্ষ চরন চষি ভ্রমণচাহি সাদী জীবন।আমি সুরমা নদী পাড়ি দেবমনের মানুষ খুজি গোঘাটে বসি চিন্তনে মনশিমুল গাছের মতনবরষায় ফুলে ফলে রুপে ভরেশাহ জালাল সাথী হলেকবিতা লিখি হায় - হায়কবিতা লিখি চোখের জল ফেলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.