নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামার ব্লগ

ফজলুল করিম

ফজলুল করিম › বিস্তারিত পোস্টঃ

এন্ড্রয়েড ফোন ( মাইক্রোম্যাক্স এ১১০ ) // (সিম্ফনি W90 )

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫



স্বল্প দামে এন্ড্রয়েড ফোন এখন বাজারে প্রচুর।



আমি যেহেতু আগে ব্যবহার করিনি, আপনাদের মতামত প্রয়োজন।



যারা ব্যবহার করেছেন বা এর সম্পর্কে জানেন,



আমার এই দুটি ফোন পছন্দ হয়েছে ।

Micromax A110 Canvas 2



লিংক: Click This Link



Symphony - W90



লিংক : Click This Link



দাম প্রায়ই সমান।

কোন মোবাইলটা কিনলে ভাল হবে?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

মেমননীয় বলেছেন: এটা দেখতে পারেন Click

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ। এই লিংটা আগেই পড়ছিলাম।

কিন্তু বাধ সাধলো সিম্ফনী কারণ সবাই জানে এই ফোন টিকসই এবং এর ব্যাটারী খুব ভাল।

মাইক্রমেক্স আগে কখনই ব্যবহার করিনি। তাই জানিনা এর কোয়ালিটি সম্পর্কে।

কনফিগারেশনে মাইক্রমেক্স এগিয়ে আছে আমার মতে কিন্তু এর কোয়ালিটি এবং কোন সমস্যা হলে সার্ভিস নিয়ে সংশয়

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

মিজভী বাপ্পা বলেছেন: কোনটাই খারাপ হবে না।তবে বেছে নেয়া আপনার ব্যক্তিগত ব্যাপার।কারণ মাইক্রোম্যাক্স এ১১০ আইপিএস ডিসপ্লে।যা এঙ্গেল ও ক্লিয়ার ভিউর জন্য ভাল।অপরদিকে সিম্ফোনী W90 এর ডিসপ্লে কোয়ালিটি ভাল।কিন্তু আইপিএস কোয়ালিটি না।তাই মাইক্রোম্যাক্স এ১১০ ই বেস্ট হবে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

ফজলুল করিম বলেছেন:
আমারই তাই সিদ্ধান্ত। এই দামে এটাই বেষ্ট।
ধন্যবাদ

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

ফজলুল করিম বলেছেন: এই লিংকে
http://www.androidkothon.com/post-id/2652
মাইক্রমেক্স এর পাল্লা ভারী।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

মিজভী বাপ্পা বলেছেন: আমি যতদূর জানি এই এ১১০ এর স্টক নাকি শেষ।সামনে কবে আসবে তাও এমএমএক্স জানে না।আপনি কি কিনেছেন নাকি!!!???

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

ফজলুল করিম বলেছেন:
না, আমিও কিনতে পারি নাই। এমএমএক্স এর ম্যানেজার আমার পরিচিত। আগামী সাপ্তাহে খবর নিতে বলেছে।

এখন দেখছি এ ১১৬ আরও দারুন।
http://www.androidkothon.com/post-id/2460
এবং
Click This Link

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

মিজভী বাপ্পা বলেছেন: দাদা আপনাকেই তো চাই।এই দেখেন এমএমএক্স এর আসল রহস্য।এগুলো রিব্রান্ডিং করা সেট।এমএমএক্স ১১৬ এর অরিজিনাল কোম্পানী এখনো পাইনি।তবে সিম্ফোনী W90 ও অরিজিনাল কোম্পানী পেয়েছে।সময়ের অভাবে পোস্ট করতে পারছি না।

Click This Link


আর আপনার ফেবু লিংকু টা দিয়েন।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

ফজলুল করিম বলেছেন: রিব্রান্ডিং এর কোন সমস্যা নাই যদি অরিজিনাল কোম্পানী ভাল হয়। ভারত অনেক বড় দেশ। মোবাইল ব্যবহারকারী আমাদের থেকে অনেক সচেতন। যদি রিব্রান্ডিংই হয় অবশ্যই ভাল কোমন্পনী হবে।
আমার জানা মতে সিম্পফনিও চায়নার কয়েকটি শ্রেষ্ঠ কোম্পানীর থেকে আনা ফোন।

তাই নো চিন্তা

তাছাড়া এতই যদি সংশয়, তাহলে বেশি টাকা দিয়ে ব্রান্ড ফোন কেনাই ভাল।

আমি ঢাকার ম্লাল্টিপ্লান সেন্টার থেকে সেমসাং ৩২" এলইডি র্স্মাট টিভি কিনেছি। গত ৬ মাস ধুমাইয়া ব্যাবহার করছি(মুভি),
আমি খুবই আমার এক বন্ধু সিদ্ধান্ত নিতে নিতে শেষ। কিনতে পারেনা। খালি সন্দেহ!!! তাই এখনো কিনতে পারে নাই।
এখন সে আমার টিভিটা কিনতে চায়। :D

আমার আবার একটা অভ্যাস আছে খালি কিনি আর বেচি(মোবাইল ও অন্যান্য আইটেম) B-)

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

ফজলুল করিম বলেছেন:
আরে কয় কি!!!


সহসাই বাংলাদেশে আসছে না মাইক্রোম্যাক্স এ১১৬ ক্যানভাস এইচডি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.