![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
_____________ দ্বিপদী মধুকর
কাছের মানুষগুলো
যখন পাশে থাকে,
হৃদয় বীণার তারে
সুরের ঝংকার বেজে ওঠে।
তাদের উষ্ণ ভালবাসার
সুগভীর স্পর্শে
সৃষ্টির সুমধুর আস্বাদে
বিভোর থাকি সারাক্ষণ।
যখন প্রিয় সেই মানুষগুলো
চলে যায় দূরে, বহুদূরে।
খুনসুটির অভিমানে
স্পর্শের বাইরে।
হু হু করে ওঠে বুক
অজানা অঘটনের আশংকায়
ধীর কম্পিত পদে
খুঁজে ফিরি চারপাশ।
২| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫০
খায়রুল আহসান বলেছেন: কবিতায় কাছের মানুষের জন্য দুর্নিবার আকর্ষণবোধ এবং তার প্রস্থানে অসহায় ও আশঙ্কাবোধের অনুভূতি বেশ নান্দনিকতার সাথে অভিব্যক্ত হয়েছে।
কবিতা ভাল লেগেছে। + +
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
শূন্যনীড় বলেছেন: একদম সত্য কথা বলেছেন ভাই কবিতায়, খুব সুন্দর হয়েছে +++++