![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপেক্ষাতে প্রহর কাটে
রাত্রি নিদ্রা হীন
আসবে তুমি বাসবে ভালো
এ হৃদয় গহীন।
পুব আকাশে সুবহে সাদিক
ভাসলে রেখা ঐ
বলবে তুমি জেগে ওঠো
প্রিয়তম কই?
জেগে ওঠো রবের ডাকে
ফজর চলে যায়
রোজ প্রভাতে এমন করে
ভাসব প্রেমের নায়।
দিনের শেষে ক্লান্ত বেশে
নীরে ফেরার ক্ষণ
বাসবে ভালো প্রিয় তুমার
উজার করে মন।
২১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৪
কৌতুহলী বয় বলেছেন: ধন্যবাদ ,আরো ভালো করার জন্য পরামর্শ চাই ।
২| ০৬ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪১
নেওয়াজ আলি বলেছেন: অসামান্য
৩| ০৬ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৬
কৌতুহলী বয় বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০২০ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: ভালো হয় নি।