নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালি,বাঙলাকে ভালেঅবাসি

অশিব

আমি নিজেই জানি না আসলে আমি কেমন,জানিনা ভবিষ্যতে কি করব।তবে মানুষের করতে না পারলেও ক্ষতি করি না।

অশিব › বিস্তারিত পোস্টঃ

আসুন আড্ডা দেই: টপিক: :-( মনের মানুষকে হারানো:-(

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৩

কম বেশি সবাই আমরা প্রেমে পড়ি। কাউকে না কাউকে ভাল লাগে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, ভাললাগার মানুষটিকে নিয়ে আমাদের ঘর করা হয় না। তখন খুব কষ্ট হয়। কষ্ট কমানোর নানা আয়োজন তখন করতে হয়। কেউ ভুল পথে যাই। কেউ মুখ বুজে সহ্য করে। কেউ কান্নাকাটি করে।



আসুন এ বিষয়টা নিয়েই একটু আড্ডা দেই।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮

আউলা বলেছেন: আমার কোন মনের মানুষ নেই, ছিলও না। আমি কি এই আড্ডায় অংশগ্রহন করতে পারি??

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫

অশিব বলেছেন: সবার জন্যই উন্মুক্ত :-)

২| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: কোথায় আড্ডা স্থল সব দেখি ফাঁকা
এমনকি বাতাস ও যায়না দেখা
আমার একজন ছিল এখন ঝুলে
কিন্তু সারাদিন থাকে আমায় মন ভুলে ।। =p~ =p~ =p~ :-&

৩| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৪

ইমরাজ কবির মুন বলেছেন:
বাদ দেন ভাই, এ বিষয়ে কথা বলা ঠিকনা /:) ||

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৬

অশিব বলেছেন: কথা বললে মনটা একটু হলও হালকা হবে।

৪| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
উহু, একদম রিভার্স ইফেক্ট হবে ||

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

অশিব বলেছেন: ভাইজানের অভিজ্ঞতা আছে মনে হয়।

কি করলে সদ্য ছ্যাকা খোররা ঝামেলা এড়াতে পারবে পরামর্শ দেন।

৫| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০২

কস্কি বলেছেন: আজ অবধি কোন অঙ্গনার প্রেমে, আর পড়া হইলো না!! (আমি আবার এক্টু অন্য কিছিমের পাবলিক তো!! :D, ঐসব ভালুবাসা টালুবাসার মমইধ্যে আমি নাই বাপু :D )


কি জানি, যদি ছ্যাঁকা খাওয়া হতো, স্বভাববশত হয়তো চেপেই যেতাম!!


ভাইজান কি উহা গোঃগ্রাসে গলাধঃকরণ করিয়াছেন??? ;)

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৩

অশিব বলেছেন: গলাধকরণের চেষ্টা করিতেছি

৬| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ইন্টার ফার্স্ট উইঠা আইছে প্রেম....এর আগে কিছুই হয় নাই....

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৬

অশিব বলেছেন: এখন কি অবস্থা ভাই.....

৭| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
নতুন আরেকজনের প্রেমে পরে যান, ঝামেলা শেষ B-) ||

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৯

অশিব বলেছেন: নতুন আরেকজনের প্রেমে পরে যান, ঝামেলা শেষ B-) |
কিছুদিন পর আবার ঝামেলা শুরু মানে আবার ছ্যাকা অতপর আবার আরেকজনের প্রেমে পরা অর্থাৎ চক্রাকারে প্রেমে পরা>ছ্যাকা>প্রেমে পরা> ছ্যাকা B-) |
ঠিক বলছি না, ভাই

৮| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
এইত্তো আপনু বুঝসেন B-)
এখন আর এসব ব্যাপারে মন-টন খারাপ হয়না, আগে যখন অপরিপক্ক ছিলাম- মন ডাউন থাকলে এ গানটা শুনতাম।ভালৈ কাজে দিত ;)

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯

অশিব বলেছেন: আড্ডার আহ্বানটা একেবারে বৃথা গেল না।
অনেক ধন্যবাদ আপনিসহ সকলকে, ভাল থাকবেন।

৯| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
'নতুন আরেকজনের প্রেমে পড়ে যান, ঝামেলা শেষ'।

এর চেয়ে ভাল পরামর্শ আর নাই B-) B-) B-)

১০| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৩

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: এই নিয়ে আফসোসের কিছু নেই,

ভালোবাসা পাস ফেল ৭০ ভাগ মেয়েদের কারণেই হয়ে থাকে, এরা সিদ্ধান্ত হীনতায় ভুগে বেশি, কোন ছেলে কম ভালোবাসলে ভাবে উদাসীন, বেশি ভালোবাসলে ভাবে ব্যক্তিত্বহীন অথবা ভাবে হেংলামো।এর চেয়ে বড় কথা এরা সব সময় আরো একটু বেটার কিছু চায় ভাবে আরেকটু দেখি এর চেয়ে ভালো কিছু পাই কিনা ইত্যাদি ইত্যাদি।

সুতরাং নো আফসোস যে বুঝবেনা তার মধ্যে নিজেকে গুলিয়ে পানির সাথে খাইয়ে দিলেও বুঝবেনা।এটাই মেয়েদের সমস্যা।

ভালোবাসা নিয়ে নো আফসোস।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৯

অশিব বলেছেন: অসাধারণ লিখছেন ভাই।
এক কথায় ঝাক্কাস।

১১| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৪২

এনিগমা বলেছেন: chaisi, paisi.

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৯

অশিব বলেছেন: সবার ভাগ্য আপনার মত হয় না ভাই

১২| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অবস্থা হইলো এখন সেকেন্ড ইয়ারে পড়ি.......প্রেম চলতাছে।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৭

অশিব বলেছেন: শুভ কামনা রইল

১৩| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৩১

এনিগমা বলেছেন: JOBBOR JOMAISEN.

১৪| ১৭ ই মে, ২০১৪ রাত ১০:৩৪

ব্যর্থ মানুষ বলেছেন: প্রেম ভালবাসা খুব রিস্কি। ভয় পাই ;) B-) :D :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.