![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯১২ সালে জার্মানীর বিজ্ঞিানী আলফ্রেড Wegener উপস্থাপন করেন
যে তত্ত্ব তা মহাদেশীয় ড্রিফট হিসাবে পরিচিত হয়ে ওঠে।
তিনি দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মানচিত্র puzzle খেলার মত একসাথে করল লক্ষ্য করেন যে এরা ম্যাচ করে। তিনি উল্লেখ করেন যে, একসময় পৃথিবীর সকল ভূভাগ একসাথে সংযুক্ত ছিল। এই একক মহাদেশ নাম ছিল প্যানগায়া যা 300 মিলিয়ন বছর আগে সরতে শুরু করে।
প্লেট টেকটনিক:
সমগ্র পৃথিবী ছোট বড় বাইশটি কন্টিনেন্টাল ও ওসানিক প্লেটের ওপর আছে। এই প্লেটগুলোর একে অপরের দিকে এগিয়ে আসা, সরে যাওয়া, বা পাশ কাটিয়ে যাওয়ার বিভিন্ন কারণেই ভুমিকম্প, দ্বীপ বা পাহাড় বা অগ্নিগিরির সৃষ্টি হ্য়।
১) দুটি ওসানিক প্লেট একে ওপর থেকে সরে যাওয়ার সময় এদের সীমানায় mid ocean ridge, submarine volcanoe ও মৃদু ভুমিকম্প সৃষ্টি হয়। অন্যদিকে দুটি কন্টিনেন্টাল প্লেটের ডাইভারজেন্ট বাউন্ডারিতে rift valley /sea তৈরি হ্য়।
২) ওসান কন্টিনেন্টাল প্লেট কনভারজেন্ট বাউন্ডারিতে deep ocean trench/volcano belt তৈরি হ্য়। ওসান ওসান কনভারজেন্ট বাউন্ডারিতে island arc আর কন্টিনেন্টাল কন্টিনেন্টাল কনভারজেন্ট বাউন্ডারিতে পাহাড় তৈরি হ্য়।
৩) একটি প্লেট একে অপরের থেকে পাশাপাশি সরে যাওয়ার সময় উচ্চ মাত্রার ভূমিকম্প তৈরি হ্য়।
৪)Ring of fire : প্রশান্ত মহাসাগর অববাহিকার একটি এলাকা যেখানে ভূমিকম্প ও আগ্নেয়গিরি অগ্ন্যুত্পাতের একটানা সিরিজের সাথে যুক্ত হয় মহাসাগরীয় খাত , আগ্নেয় arcs , এবং আগ্নেয় বেল্ট এবং / অথবা প্লেট movements।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬
আলম 1 বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। পরেরবার বিস্তারিত লিখব।
২| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮
েফরারী এই মনটা আমার বলেছেন: আসমান-জমীনে সবাই বলে
আজকে সবচেয়ে খুশির(ঈদের) দিন ,
এই ধরাতে তাশরীফ এনেছেন
যিনি রহ্মাতুল্লিল আ'লামিন ।।
Click This Link
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬
আলম 1 বলেছেন: বুঝলাম না।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫
মেনন আহমেদ বলেছেন: সুন্দর,খুব সুন্দর।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭
আলম 1 বলেছেন: ধন্যবাদ।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২
ব্লগার রানা বলেছেন: besh shundor
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭
আলম 1 বলেছেন: ধন্যবাদ।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২
সেলিম আনোয়ার বলেছেন: পড়লাম। প্লেট টেকটোনিক সম্পর্কে সবিস্তারে লিখতে পারতেন। ভূমি কম্প আসলে প্লোট টেকটোনিকের কারণে সংঘটিত হয়।যথন জমে থাকা শক্তি রিলিজ হয় সেই সময়টাতে ভূপৃষ্ঠ কেপে ওঠে।তাই ভূমিকম্প হলো প্লেটে প্লেটে ধাক্কা ফ্রিকশন ইত্যাদি কারণে ভূমির কেঁপে ওঠা। এটাই ভূমিকম্প সংঘটিত হওয়ার আধুনিকতম মতবাদ।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮
আলম 1 বলেছেন: শিক্ষানীয় মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৩
এম আর ইকবাল বলেছেন:
আরো বিস্তারিত থাকলে বুঝা যেতো ।
তবুও ধন্যবাদ ।
শিক্ষানীয় লেখা আজকাল কম থাকে ।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮
আলম 1 বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। পরেরবার বিস্তারিত লিখব।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩
সুমন কর বলেছেন: গুড পোস্ট। শিরোনামে স্পেস এবং বর্ণনা আরো বিস্তারিত দিলে পড়তে ভাল হতো।