![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Ebola ভাইরাস রোগ (পূর্বে Ebola জ্বরের নামে পরিচিত) একটি গুরুতর মারাত্মক অসুস্থতা যার মৃত্যুর হার ৯০% । ১৯৭৬ সালে সুদান
এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে প্রথম এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। কঙ্গোর Ebola নদীর নামে রোগার নামকরন করা হ্য়।
মার্চ ২০১৪ সালে, Ebola জ্বরের নব্য প্রাদুর্ভাব দেখা দেয় এবং
গিনি, সিয়েরা লিওন, লাইবেরিয়া এবং নাইজেরিয়ায় সর্বমোট ৯৩২ মৃত্যু সহ সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭১১।
(WHO , ৬ আগস্ট ২০১৪)।
EBOLA কিভাবে ছড়ায় ?
এক জন Ebola রোগীর রক্ত বা মূত্র, লালা, ঘাম বা অন্যান্য শাররিক তরল সঙ্গে সরাসরি / ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে রোগ ছড়ায়। রোগীর রক্ত, বমি ও পাতলা পায়খানা মধ্যে ভাইরাস সর্বাধিক ঘনত্ব আছে বলে
মনে করা হয়।
জাতিসংঘের পিস সাপোর্ট অপারেশন (UNPSO ) বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের সক্রিয়ভাবে জড়িত আছে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীকে এ পর্যন্ত ২৫ টি দেশে যেমন নামিবিয়া, কম্বোডিয়া, সোমালিয়া, উগান্ডা, রুয়ান্ডা, মোজাম্বিক, প্রাক্তন যুগোস্লাভিয়া, লাইবেরিয়া, হাইতি , তাজিকিস্তান, পশ্চিম সাহারা, সিয়েরা লিওন, কসোভো, জর্জিয়া, পূর্ব তিমুর, কঙ্গো, আইভরি কোস্ট এবং ইথিওপিয়া UNPKO's কার্যক্রম পরিচালনায় নিয়োগ করা হয়েছে । বিবিসি , জানুয়ারী ২০০৪ সালে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ক্রিম হিসাবে বাংলাদেশী জাতিসংঘ ফোর্স কে বর্ণনা করেছেন।
Ebola সৌদি আরব , ইউ ,কে এ দেখা দিয়েছে তাই আমরা কি নিরাপদ ?
সূত্র: Click This Link
Click This Link
Click This Link
Click This Link
১৩ ই আগস্ট, ২০১৪ রাত ২:১১
আলম 1 বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪৬
নতুন বলেছেন: সৌদিতে রোগী ইবোলা ভাইরাসে আকান্ত্র ছিলো না... সিডিসি ল্যাবে রিপোটে বলছে... >> Click This Link
আমাদের দেশে ছড়ালে খবরই আছে... আগাম ব্যবস্হা নেওয়া দরকার...
১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৪
আলম 1 বলেছেন: ঠিক বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৪ রাত ২:০০
নীরব চিৎকার বলেছেন: ধন্যবাদ!