![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্রুজ (আরবি: درزي, derzī বা durzī, বহুবচন دروز, durūz; হিব্রু: דרוזים, "druzim") সিরিয়া, লেবানন, ইসরাইল ও জর্দানে একটি একেশ্বরবাদী ধর্মীয় ও সামাজিক সম্প্রদায় (শিয়া ইসলামের একটি শাখা)।
দ্রুজদের এর সামাজিক রীতিনীতি মুসলমান বা খ্রিস্টান থেকে লক্ষণীয়ভাবে ভিন্ন ।
ইজরায়েল ধর্ম দেশের কেন্দ্রীয় বৈশিষ্ট্য এবং ইস্রায়েলি সংস্কৃতি ও জীবনধারা রুপায়ণ একটি প্রধান ভূমিকা পালন করে। বিশ্বের একমাত্র
দেশ যেখানে নাগরিকদের অধিকাংশ ইহুদি।
১৯৪৯ সালে ইজরায়েল মোট জনসংখ্যা ছিল ১১,৭৩,৯০০ জন যার মধ্যে দ্রুজদের ১৪,৫০০ (১.২৩%), খ্রিস্টান ৩৪,০০০ (২.৯%),মুসলমান ১,১১,৫০০(৯.৫০%) এবং ইহুদী ১০,১৩,৯০০ (৮৬.৩৭%)।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ইজরায়েল মোট জনসংখ্যা ৭৮,৩৬,৬০০ জন যার মধ্যে দ্রুজদের ১,২৯,৮০০ (১.৬৬%),খ্রিস্টান ১,৫৫,১০০(১.৯৮%),মুসলমান ১৩,৫৪,৩০০( ১৭.২৮%) এবং ইহুদী ৫৯,০৭,৫০০ (৭৫.৩৮%)।
৬২ বছরে ইজরায়েলে খ্রিস্টানদের মোট জনসংখ্যা বৃদ্ধি (১,৫৫,১০০ - ৩৪,০০০) = ১,২১,১০০ জন ( প্রায় ৩.৫০গুণ), ইহুদীদার মোট জনসংখ্যা বৃদ্ধি (৫৯,০৭,৫০০ - ১০,১৩,৯০০) = ৪৮,৯৩,৬০০ জন
( ৪.৮৩গুণ), এবং দ্রুজদের মোট জনসংখ্যা বৃদ্ধি (১,২৯,৮০০ - ১৪৫০০) = ১,১৫,৩০০ ( প্রায় ৮ গুণ)।
জনসংখ্যা বৃদ্ধিতে প্রথম মুসলমান ( প্রায় ১১.১৫ গুণ)
সূত্র : ইন্টারনেট
১০ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৭
আলম 1 বলেছেন: আমি শুধু তথ্য দিয়েছি। কিছু করার জন্য তো পোস্ট দিইনি।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৬
তুষার মানব বলেছেন: তো এখন কি করবেন ?