![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিব্বতী মানুষ এবং অনেক মঙ্গোল সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ আত্মার পুনর্জন্ম বিশ্বাস করে । তারা মনে করে মানুষের মৃতদেহ সংরক্ষণ করার কোন প্রয়োজন নেই । তিব্বত ও কিংহাই এলাকার পাথুরে ভূমিতে সমাধি খনন কঠিন এবং জ্বালানী/কাঠের প্রবল ঘাটতি থাকার কারণে প্রথাগত বৌদ্ধ অনুশীলন অনুযায়ী শবদাহ উচ্চ লামাদের / বিশিষ্ট জনের মধ্যে সীমাবদ্ধ ছিল । সাধারনভাবে প্রচলিত অন্ত্যেষ্টিক্রিয়া চর্চার নাম আকাশ কবর । কেউ মারা গেলে তারা মৃতদেহ পাখি (শকুন) খেতে পারে এমন ছোট ছোট টুকরা করে পাহাড়ের চূড়ায় ছরিয়ে দেয়া হয় । এটা পার্সি অন্ত্যেষ্টিক্রিয়া হতে আলাদা । পার্সিরা মৃতদেহ টাওয়ার অব সাইলেন্স উন্মুক্ত করে রাখে যাতে তা পাখি খেতে পারে ।
সূত্র : ইন্টারনেট ।
©somewhere in net ltd.