![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইরাকের মেসোপটেমিয় সভ্যতার মধ্যে এই ব্যাবিলনের সভ্যতা অন্যতম। ইফ্রেটিস নদীর তীরে গড়ে ওঠা ব্যাবিলন শহরটি ছিলো জাঁকজমকপূর্ণ। চারকোণা এ শহরটি তখন প্রশস্ত প্রতিরক্ষা প্রাচীরে ঘেরা ছিল, যা উচ্চতা এবং প্রশস্তের দিক থেকে ছিলো বিস্ময়কর। শহরের সামনে ছিল মজবুত ও উচু প্রবেশ পথ। আবার শহরের মধ্যে একটি বড়ো স্তম্ভও তৈরি করা হয়েছিল। যার নাম ছিলো ব্যাবিলন টাওয়ার। নামটির সঙ্গে সম্ভবত ব্যাবিলন নামটির সম্পর্ক ছিল।প্রাচীন নগরী ব্যাবলনিয়ানের রাজা নেবুচাদনেজার আনুমানিক খ্রিস্টপূর্ব ৬০০ সালে ব্যাবিলন নগরে ইউফ্রেটিস নদীর তীরে এই বাগান তৈরি করেন। । এই বাগান নেবুচাদনেজার তৈরি করেছিলেন তার স্ত্রী অ্যামিতিস এর জন্য। প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভিত, যার আয়তন ছিল ৮০০ বর্গফুট। ভিতটিকে স্থাপন করা হয় তৎকালীন সম্রাটের খাস উপাসনালয়ের সুবিস্তৃত ছাদে। ভিত্তি স্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা দাড়িয়েছিল ৮০ ফুট। এই ভিত্তির উপরেই নির্মিত হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ এবং বিস্ময়কর পুস্পবাগ। ৪০০০ শ্রমিক রাতদিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান। বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল ১০৫০ জন মালী। ৫ থেকে ৬ হাজার প্রকার গাছের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে। ৮০ ফুট উচুতে অবস্থিত বাগানের সুউচ্চ ধাপগুলোতে নদী থেকে পানি উঠানো হত মোটা পেচানো নলে সাহায্যে। ৫১৪ খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায।
বাগানটির গঠন ও অবস্থানগত দিক নিয়ে নানা তথ্য নি্য়ে একটি ভিডিও দেখুন।
সুত্র: ইন্টারনেট।
০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৬
আলম 1 বলেছেন: ঠিক বলেছেন।
২| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৬
শতদ্রু একটি নদী... বলেছেন: লাইকড দ্যা ভিডিও।
++
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৫১
আলম 1 বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২২
অর্বাচীন পথিক বলেছেন: আমি ক্লাস ৭/৮ এ থাকতে এই ব্যাবিলনের শূণ্য উদ্যান বিষয়টা পড়েছিলাম ইতিহাস এর অধ্যায়ে। তখন খুব অবাক হতাম শূণ্য উদ্যান কি ভাবে সম্ভব !!
অনেক ধন্যবাদ আপনার পোস্টটির জন্য। সাথে প্রিয়তে রাখলাম
০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৫
আলম 1 বলেছেন: প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: একসময়কার পৃথিবীর সপ্তাচর্যের একটি ।