![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘হ্যালুইন’ উৎসব শুরু হয়েছিল আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এ। ঐ সময়ের মানুষের বিশ্বাস ছিল যে এই দিনে সমস্ত মৃত আত্মারা পৃথিবীর বুকে নেমে আসে, নিকটজনের সান্নিধ্য লাভের আশায়। সবার মাঝে থাকার বাসনা নিয়ে এরা আসে, কিন্তু পৃথিবীর মানুষ সেটা কোনভাবেই হতে দিতে চায় না।
হ্যালুইন উৎসবের বাণিজ্যিক ভাবনানুযায়ী, আমেরিকা- ইউরোপে এই দিনে বাচ্চারা নানা ডিজাইনের ভৌতিক কস্টিউম পড়ে বাইরে বের হবে, বাড়ি বাড়ি গিয়ে দরজায় নক করবে, গৃহস্বামী দরজা খোলার সাথে সাথে ‘ ট্রিঁক অঁর ট্রিঁট’ বলে চকোলেট, ক্যান্ডি আদায় করে নিবে। ‘ট্রিক অর ট্রিট’ হচ্ছে বাচ্চাদের কাছে সবচেয়ে মজার খেলা। তারা হাঁউ মাঁউ করে বড়দের ভয় দেখাবে আর বড়রা ভয় পাওয়ার অভিনয় করবে, তখনই বাচ্চারা বলবে ‘ট্রিক অর ট্রিট’ ( হয় আমাদের খুশী কর নয়তো ভয় দেখাবো)।বড়রা সাথে সাথে তাদের হাত ভরে চকোলেট দেবে, চকোলেট পেলেই ওরা খুশী হয়ে বিদায় নেবে। মাত্র এক সন্ধ্যার জন্য বাবা মায়েরা কত ডলার খরচ করে তার কোন হিসেব নেই। পরিসংখ্যান অনুযায়ী আমেরিকাতে সারা বছরে বিক্রীত ক্যান্ডির এক চতুর্থাংশ বিক্রী হয় হ্যালুইনের সময়।বাচ্চাদের 'হ্যালোইন ক্যান্ডি নিয়ে মজার ভিডিও দেখুন।
সূত্র: ইন্টারনেট।
০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৬
আলম 1 বলেছেন: ধন্যবা।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৫
অর্বাচীন পথিক বলেছেন: ‘হ্যালুইন’ উৎসব হয় জানতাম মৃত আত্মারা পৃথিবীর বুকে নেমে আসে ঐ দিন আর তাঁদের আত্মার শান্তির জন্য এই উৎসব সবাই পালন করে। তবে বাচ্চাদের ব্যাপার টা জানা ছিল না।
ভাল লাগলো পোস্ট টা