নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলম 1

সাধারন ব্লগার

আলম 1 › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেটের ‘তিন মোড়লে’র বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিন

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৭

http://www.changecricket.com এ গিয়ে ক্রিকেটের ‘তিন মোড়লে’র বিরুদ্ধে পিটিশন সাইন করুন। ২৮০০ পিটিশন সাইনড
হয়েছে। দরকার ৫০০০ এর মতো।

তিন মিনিটের নীরবতা কর্মসূচি। নীরব কর্মসূচি​ থেকেই গর্জে উঠল অনুচ্চারিত প্রতিবাদ। তিন মিনিটের ‘শোক’ তিন মোড়লকে ব্যঙ্গ করে। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্বের একচ্ছত্র ক্ষমতা এখন এই তিন দেশের হাতে। যে তিন দেশকে ‘বিগ থ্রি’ বা ‘তিন মোড়ল​’ বলা হচ্ছে। ক্রিকেটের রাজ্যপাট এই তিন দেশ ভাগাভাগি করে নেওয়ার প্রতিবাদ উঠল ইংল্যান্ডেই। আজ থেকে শুরু অ্যাশেজের পঞ্চম টেস্টের আগে প্রতিবাদকারীরা ওভালের মাঠের বাইরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
এন শ্রীনিবাসন ও জাইলস ক্লার্করা ক্রিকেটের ক্ষমতা এভাবে ভাগ-বাঁটোয়ারা করায় দুই ক্রিকেট লেখক স্যাম কলিন্স ও জ্যারড কিম্বার নিজেদের মতো করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। এই দুজন মিলে ‘ডেথ অব আ জেন্টলম্যান’ নামের একটি প্রামাণ্যচিত্রও বানিয়েছেন। যেখানে ক্রিকেটের সবচেয়ে ধনী ও প্রভাবশালী তিন বোর্ড ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া আইসিসির কর্তৃত্ব মুঠোয় পুরে নেওয়ার তীব্র সমালোচনা করা হয়েছে।
ভদ্রলোকের খেলা ক্রিকেটের মৃত্যু হয়েছে—এই ভাষ্যের ওপর নির্মিত ডেথ অব আ জেন্টলম্যান অভিযোগ করেছে, আন্তর্জাতিক ক্রিকেটে এখন আর কোনো স্বচ্ছতা নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক ও আইসিসির বর্তমান প্রধান শ্রীনিবাসন, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান ক্লার্ক এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান ওয়ালি এডওয়ার্ডস নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা হয় এমনভাবেই ক্রিকেটটা​ চালাচ্ছেন।
#changecricket শিরোনামে এই আন্দোলন চলছে। বিশ্বজুড়ে ক্রিকেটের অনুরাগীদের এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বানও জানানো হয়েছে। http://www.changecricket.com এ গিয়ে তিন মোড়লের বিরুদ্ধে চলা প্রতিবাদে নিজের বক্তব্য পেশ করা যাবে।
সূত্র: প্রথম আলো।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০০

সাফকাত আজিজ বলেছেন: এই পিটিসন গুলা কি আদৌ কাজ করে ?!

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১

আলম 1 বলেছেন: সঠিক জাানি না। তবে একটা ভাাল উদ্যোগ তো বটেই।

২| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৯

কোলড বলেছেন: Well, charity begins at home. BCB supported the re-structuring. BCB should have supported Pakistan and South Africa at that time.

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২

আলম 1 বলেছেন: সহমত পোষণ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.