নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলীম

আলম৪৩৪

শুধু পড়ি, লেখার ইচ্ছে থাকলে ও লিখতে পারি না

আলম৪৩৪ › বিস্তারিত পোস্টঃ

এনালগ পাসপোর্টকে ডিজিটাল করন:

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৭

কেউ একটু হেল্প করবেন,

আমার আগের পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়েছে ১৪/০৬/২০১৪,

এখন আমি এনালগ পাসপোর্ট এর পরিবর্তে ডিজিটাল পাসপোর্ট করতে চাই।

অনেকে বলে আগে এনালগ পাসপোর্ট এর মেয়াদ বৃদ্ধি করতে হবে, তারপর ডিজিটাল পাসপোর্ট করা যাবে।

আমি চাই ডিজিটাল পাসপোর্ট এর সাথে এনালগ পাসপোর্ট এর নাম্বারটা ও যোগ থাক। কারন আমার আগের পাসপোর্ট এ তিনটা ভিসা লাগনো আছে।

এখন আমি কিভাবে ডিজিটাল পাসপোর্ট তৈরি করতে পারব?

প্লিজ তথ্য দিয়ে হেল্প করবেন

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪২

বাকি বিল্লাহ বলেছেন: মেয়াদ বৃদ্ধি করার কোন দরকার নাই। আগের পাসপোর্টের নয় পাতা ফটোকপি সত্যায়িত করে পাসপোর্ট সাথে নিয়ে যান। নতুন পাসপোর্টে অবশ্যই আগের পাসপোর্টের নাম্বার থাকবে। আপনার ভিসাও ঠিক থাকবে।

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৮

আলম৪৩৪ বলেছেন: কিন্তু এক ট্রাভেল এজেন্ট বলল, আগে পুরানো পাসপোর্ট রিনিউ করতে হবে তারপর ডিজিটাল করা যাবে, (উনি কিন্তু পাসপোর্ট করায় না কিংবা দালাল না)

২| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৫

ঢাকাবাসী বলেছেন: পুরোনো পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ সময় এক বছরের কম হলে ৩০০ টাকা ফিস দিয়ে আর নতুন পাসপোর্টের জন্য ৩০০০/ ৬০০০ টাকা জমা দিয়ে জমার নম্বর সহ অনলাইনে আবেদন করুন, সেই ফর্ম নিয়ে জমা দিন।

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৪

আলম৪৩৪ বলেছেন: শুধু একমাস আগে মেয়াদ শেষ হয়েছে, মানে মেয়াদ ছিল ২৪/০৬/২০১৪ পর্যন্ত।
তার মানে আমাকে ৩৩০০ টাকা ফি জমা দিতে হবে?
একই স্লিপে জমা দিব নাকি আলাদা ভাবে দিব? প্লিজ

৩| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০২

নিজাম বলেছেন: পুরোনো পাসপোর্টের ফটোকপি, পুরোনো পাসপোর্ট, দুই কপি ছবি ইত্যাদি নিয়ে আগারগাঁও পাসপোর্ট অফিসে চলে আসুন। পদ্ধতি এখন অনেক সহজ।

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৫

আলম৪৩৪ বলেছেন: পুলিশের ১৮ ধারা কিন্তু সরকারি অফিসারদের ধারার শেষ নেই, তারা কিছু না কিছু ভুল ধরবেই, তাই নব কিছু ক্লিয়ার হয়ে যাওয়া ভালো, আর দাদা আমি চট্টগ্রামের বাসিন্দা আমাকে মনে হয় পাচলাইশ অথবা মনসুরাবাদ পাসপোর্ট অফিসে যেতে হবে,
দন্যবাদ আপনার মন্তব্যের জন্য

৪| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৯

বাবলু বাবলু বলেছেন: Click This Link

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৫

আলম৪৩৪ বলেছেন: লিন্কের জন্য + সহকারে ধন্যবাদ

৫| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১১

বাকি বিল্লাহ বলেছেন: এখন তো আর এনালগ পাসপোর্ট বানায় না...যে আপনি পুরানো পাসপোর্ট রিনিউ করতে চাইলে আবার নতুন করে আপনাকে একটা এনালগ পাসপোর্ট দিবে। এখন তো সব ডিজিটাল । পুরানো পাসপোর্ট রিনিউ করলে নতুন পাসপোর্ট হয়ে যাবে কথা তো একই হল...। টেনশনের কিছু নেই।
৩০০ টাকার জন্য আলাদা স্লিপ লাগবে। আপনি ব্যাংকে গেলেই সব ক্লিয়ার হয়ে যাবেন।

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৭

আলম৪৩৪ বলেছেন: আপনার কথায় অনেক জানতে পারলাম, এবার নিজেই রিনিউ করব, ধন্যবাদ

৬| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪০

ভোরের সূর্য বলেছেন: পুরাতন পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ সময় এক বছরের কম হলে আলাদা ৩০০ টাকা ফিস দিতে হবে এমন কোন নিয়ম আমি খুঁজে পেলাম না কোথাও।আমি নিজেও ব্যাক্তিগতভাবে দিইনি আর এই নিয়ম আমি ওয়েবসাইটেও খুঁজে পাই নাই।আর আপনি বলেছেন আপনার পাসপোর্টের মেয়াদ শেষ তাহলে এখানে রিনিউএর কথা আসছে কিভাবে। আপনাকে সম্পূর্ণ নতুন করে পাসপোর্ট করতে হবে।আমি লিংক দিলাম।এখানে আপনি অনেক তথ্য পাবেন এবং কোনটার ফিস কত সেটাও দেয়া আছে। আশা করছি আমার দেয়া তথ্য সঠিক এবং আপনি মিলিয়ে নিন আমার কথা। পাসপোর্ট সম্পর্কিত সরকারি ওয়েবসাইট
এখন পাসপোর্টের ফি ২টা হয় ৩০০০টাকা বা ৬০০০টাকা।আপনি যদি পাসপোর্টে কোন ভুল করেন এবং সেটা বদলাতে চান নতুন পাসপোর্টে হাতে পাবার পর(আজকে হাতে পেয়ে কালকেই) তাহলেও ঐ ৩০০০টাকা দিতে হবে। ৩০০টাকার কোন ফি নাই। আমার দেয়া লিংকটা ওপেন হলে ডান পাশে সব ধরনের তথ্য পাবেন।

যাই হোক আপনাকে নতুন এমআরপি পাসপোর্ট করতে হবে। এখন আর হাতে লেখা পাসপোর্ট দেয় না মেয়াদ শেষ হয়ে গেলে তাই এখন আপনাকে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হবে এবং নতুন এম আর পি পাসপোর্ট পাবেন।

নতুন পাসপোর্ট করার সময় ফর্মের মধ্যেই অপশন আছে আগের পাসপোর্ট থাকলে সেটার নাম্বার দিয়ে দিতে। সেই পুরাতন পাসপোর্টের নাম্বারটা আপনার নতুন পাসপোর্টের মধ্যে থাকবে। সাধারণত পুরাতন পাসপোর্ট আগে নতুনটার সাথে জোড়া লাগিয়ে দিত কারণ নতুনটার সাথে পুরাতন পাসপোর্টের তথ্য পাবার জন্য কিন্তু এখন কম্পিউটারাইজ হবার জন্য আপনার আগের পাসপোর্টের নাম্বার টিপলেই সব তথ্য চলে আসবে সে জন্য এখন আর সাধারণত পুরাতনটা নতুন পাসপোর্টের সাথে লাগিয়ে দেয়না(তবে অফিস টু অফিস নির্ভর করে লাগিয়ে দিবে কিনা)।

আপনি যেহেতু চট্টগ্রামের বাসিন্দা তাই আপনাকে মনসুরাবাদ অফিসেই পাসপোর্টের আবেদন করতে হবে।

আপনি নিশ্চিন্তে নতুন পাসপোর্টের জন্য আবেদন করুন এবং ফর্মের মধ্যেই অপশন আছে মেয়াদ উত্তীর্ণ কিনা সেখানে টিক চিহ্ন দিবেন এবং আপনার আগের পাসপোর্টের নাম্বার উল্লেখ করার জায়গায় আগের নাম্বার লিখবেন।নতুন পাসপোর্ট করার সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং পুরাতন পাসপোর্ট টা সাথে রাখবেন।

৭| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৭

আলম৪৩৪ বলেছেন: ভাই আমাদের ঢাকাবাসী বন্ধু বলল, মেয়াদ উর্ত্তীনের সময় এক বৎসরের কম হলে আলাদা জমা স্লিপে অতিরিক্ত ৩০০ টাকা জমা দিতে হবে, কনফিউজড হয়ে গেলাম!
তবে কোথা ও ৩০০ টাকার কথাটা ফেলাম না।

৮| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৭

ভোরের সূর্য বলেছেন: ভাই আপনাকে খুব স্পষ্ট করে বলেছি এবং শুধু ওয়েবের কথা না বরং ব্যাক্তিগত অভিজ্ঞতার কথাও বল্লাম তার পরেও আপনি কনফিউজড!!!!
আর আপনাকে এখন নতুন পাসপোর্ট করাতেই হবে। রিনিউ তো করবেন না হাতে লেখা পাসপোর্ট। এখন হাতে লেখা পাসপোর্ট একদম বন্ধ। আপনার মেয়াদ শেষ তাই আপনাকে নতুন পাসপোর্ট করাতে হবে। আর আপনাকে বলেছি যে পাসপোর্ট অফিসে ৩০০০/৬০০০টাকার এমাউন্ট বাদে আর কোন ফিস এর অপশন নাই।আপনি নতুন পাসপোর্ট করুন কিংবা পাসপোর্টের ভুল সংশোধন করুন কিংবা পাসপোর্টের তথ্য চেঞ্জ করুন সব কিছুর জন্য ৩০০০টাকা এবং নতুন পাসপোর্ট। কোন ৩০০/১৫০০/৫০০ টাকার ফিস নাই।

এর পরেও যদি আপনার কনফিউশন থাকে তাহলে আগে নরমালি ৩০০০টাকা জমা দিয়ে স্লিপ নিয়ে যান।তার পর পাসপোর্ট অফিস যদি বলে আরো ৩০০টাকা লাগবে তাহলে আবার ব্যাংকে ৩০০টাকা জমা দিয়ে আলাদা স্লিপ দিবেন। তবে আমি আমি নিশ্চিত যে ৩০০টাকা লাগবেনা। আর আপনাকে আগেই বলেছি আপনি একদম নতুন পাসপোর্টের আবেদন করবেন তবে শুধু যেখানে অপশন আছে সেখানে মেয়াদ উত্তীর্ণ টিক দিবে আর আগের পাসপোর্টের নাম্বার দিবেন। আপনি ওয়েবসাইট থেকেই ফর্ম ডাউনলোড করে ২৩নং পয়েন্ট টি দেখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.