নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নৃত্য-পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

মোগল সম্রাট

মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারেনা...ও বন্ধু...

মোগল সম্রাট › বিস্তারিত পোস্টঃ

জাতি হিসাবে আমরা কতোটা ভাগ্যবান বলতে পারেন?

০৯ ই মে, ২০১৮ দুপুর ১:০০

আমাদের মেধাবীরা বিদেশে পালিয়ে গিয়ে শ্রমিক মৌমাছি হয়েছে।
আমাদের ডাক্তারগুলা আমাদের খদ্দের মনে করে চিকিৎসার দোকান খুলে বসেছে।
আমাদের বাচ্চারা শিক্ষকের কাছেও নিরাপদ না।ধর্ষন, ব্লাকমেল, প্রশ্নপত্র ফাস, ভর্তি বাণিজ্য, কোচিং বানিজ্যে তারা ব্যাস্ত।
আমাদের ব্যবসায়ীরা রাজনীতিতে যোগদিয়ে রাজিনীতিকে ব্যবসায় পরিনত করেছে।
আমাদের পুলিশ ক্ষমতার পাহাড়াদার হয়ে আছে।
আমাদের শাষক শোষক হয়েছে, তাই আমরা শোষিত।
আমাদের ল’ইয়ারগন লায়ার হয়েছেন বহুআগে।
আমাদের মসজিদগুলা কমিটির কাছে জিম্মি।
আমাদের সংস্কৃতি বিদেশী চ্যানেলের করাল গ্রাসে।
আমাদের টিভি চ্যানেল চাটুকারেরা চালায়।
আমাদের ব্যাংকের রিজার্ভ চুরি হয়।
আমাদের খাদ্যে ফরমালিন, চিন্তায় শর্ত প্রযোয্য আর স্বপ্ন দেখা প্যাকেজ প্রোগ্রাম হয়ে গেছে।

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৮ দুপুর ১:৩২

মুরাদ পাভেল বলেছেন: অসাধারন লেখা

০৯ ই মে, ২০১৮ দুপুর ১:৪১

মোগল সম্রাট বলেছেন: সাধারন মানুষের সাধারন ভাবনা। ধন্যবাদ আপনাকে।

২| ০৯ ই মে, ২০১৮ দুপুর ২:০৩

কানিজ রিনা বলেছেন: সত্য তুলে ধরেছেন এই সত্যগুল সবসময়
বিস্তারিত তুলে ধরলে অনেক ভাল হবে।
ধন্যবাদ সুন্দর সত্য কবিতার জন্য।

০৯ ই মে, ২০১৮ দুপুর ২:৫৬

মোগল সম্রাট বলেছেন: আমি ধইন্না

৩| ০৯ ই মে, ২০১৮ দুপুর ২:১৫

কাওসার চৌধুরী বলেছেন: হুম, চমৎকার লেখা। একদম ঠিক।

০৯ ই মে, ২০১৮ দুপুর ২:৫৭

মোগল সম্রাট বলেছেন: ধন্যবাদ

৪| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:০৬

বিপরীত বাক বলেছেন:

আমাদের---- ডাক্তার,,বাচ্চা,,ব্যবসায়ী,,পুলিশ,,শাসক শোষক,,লইয়ার,,মসজিদ কমিটি----- তো আমরাই।
অন্য কেউ না।

আয়নায় নিজের চেহারা দেখুন। দেখবেন আমাতে আপনাতেই এদের সবাই কে দেখা যায়।

০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

মোগল সম্রাট বলেছেন: তারা আম-জনতা না ভাই! তারা লেজুরের অংশ

৫| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:৩০

ঢাবিয়ান বলেছেন: সবাই এক মিনিটে ভাল মানুষ হয়ে যাবে যদি থাকে আইনের শাষন।

০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

মোগল সম্রাট বলেছেন: …………কুইনাইন সারাবে কে?

৬| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৫

সেজুতি_শিপু বলেছেন: আমাদের সবকিছু এলোমেলো ........তবু আশার কথা এই যে, আমরা তা অন্ুভব করতে পারি । অতএব, আমরা একদিন প্যাকেজ স্বপন থেকে বের হয়ে আসতেও পারবো ।
ভাল লাগলো । ভালো থাকুন ।

০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

মোগল সম্রাট বলেছেন: ৫০ বছর পরও আমাদের এলোমেলো থাকার কথা ছিলো ?

৭| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৩

এম আর তালুকদার বলেছেন: একদম ঠিক।

০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২১

মোগল সম্রাট বলেছেন: আসলে সব বে-ঠিক হবার কথা ছিলো না?

৮| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: ছোট একটা দেশ। নানান সমস্যা তো থাকবেই।

০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১১

মোগল সম্রাট বলেছেন: এগুলা সমস্যা না ভাই, এগুলা শরিরের ক্যান্সার। সময় মত কেটে দিতে পারলে শরিরটা বেচে যেত

৯| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৫

ফ্রিটক বলেছেন: কথাগুলি অল্পকথাতে বুলেটের মত শোনায়। ভালই বলেছেন।

০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১২

মোগল সম্রাট বলেছেন: ধন্যবাদ

১০| ২৬ শে জুলাই, ২০১৮ ভোর ৪:৪১

উদাসী স্বপ্ন বলেছেন: এটা কি কবিতা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.