নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারেনা...ও বন্ধু...
বহুদিন পর গতকাল পাঁচশো টাকার বাজারে ব্যাগ ভইরা গেছে আলগায়া আনতে হতের উপ্রে পেশার পরছে।
গোলআলু -পাঁচ কেজি-১১৫/-
পিয়াজ পাঁচ কেজি-২৩০/-
কাকরোল- আধা কেজি -২০/-
ভেন্ডি- আধা কেজি ২০/-
মুলা- আধা কেজি ২০/-
ধনেপাতা- আধাকেজি ৩০/-
পেয়ারা ১ কেজি- ৫০/-
পকেটে আরো পনেরো টাকা ফেরত আছে। ভারি বাজারের ব্যাগ হাতে হাটতেছি আর মনে মনে ভাবতেছি দেশ কি শায়েস্তা খাঁ'র আমলের দিকে ইউটার্ন নিতাছে?, মাশাল্লাহ।
বাট একটা বেনসন সিগারেট কিনতে গিয়া দেহি একটাকা শর্ট পরছে।
১৯ শে আগস্ট, ২০২২ রাত ১০:০৪
মোগল সম্রাট বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার পোস্টে আাসার জন্য।
ডিম খাওয়া ঠেকানোর জন্য ডিমের রোজা রাখতাছি ভাইজান। এই রোজার বরকতে যদি দামডা নাইমা আহে।
শুভকামনা নিরন্তর।
২| ১৯ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: আধাকেজি ধৈনাপাতা দিয়া কি করবেন?
১৯ শে আগস্ট, ২০২২ রাত ১০:১১
মোগল সম্রাট বলেছেন:
একেতো ছাপোষা কেরানী তার উপ্রে গাওগেরামের লোক আমি। এই ধরেন ধইন্না পাতার ভর্তা, গুরা মাছের চরচরিতে ধইন্না পাতা, ঝোল-ঝালের তরকারিতে ধইন্ন পাতা দিয়া খাওনের অভ্যাস হইছে।
আর ঢাকায় শহরে দেহি বারোমাস ধইন্না পাতা আমদানি হয়। তাই কিন্নালাই সামনে পাইলে। ডেলি ডেলি হাট বাজারে যাওনের সময়ও পাই না। তাই আরকি আধকেজি কিনলাম।
ভালো থাইক্কেন। আর হারবাড়িয়া টুরের আগে কইয়েন।
৩| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৮
পোড়া বেগুন বলেছেন:
আধা কেজি ধইন্যা পাতা ৩০ টাকা;
এটাকি সায়েস্তাখার আমল?
১০ টাকায় ১০০ গ্রান কিনতে অনেক
তেল খরচ করতে হয়!
যা হোক ১৫ টাকা না হয় রিক্সা ভাড়া দিতেন।
সিগারেট পানে ক্যানসার হয়। এর দাম আরও
বেশী হওয়া দরকার।
১৯ শে আগস্ট, ২০২২ রাত ১০:১৮
মোগল সম্রাট বলেছেন:
আসলে মোন্দের ভালো যদি বিবেচনায় আনতেন তাইলে বুজতারতেন আরকি। ইউটার্ন নিয়া আমাগো এরশাদ কাগুর আমল পর্যন্ত যাইতারলেও দামের আগুন থিকা দামের পানিতে পরতারতাম।
যাউগগা, সিগারেট তো ১ টাহার অভাবে কিনতারি নাই। ভাবতাসি ছাইড়া দিমু, বেহেশতে সিগ্রেট নট এলাউড। অনলি সারাবান তহুরা দিয়া কাম সারতে হইবো।
শুভকামনা নিরন্তর।
৪| ২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০৮
জটিল ভাই বলেছেন:
এটা শুধু বেহেস্তেই সম্ভব!
৫| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি বাজার দর নিয়ে পোস্ট তৈরি করছি, খুব দ্রুত পোস্ট দিতে পারবো বলে আশা করছি। বাজার দর সত্যি সত্যি লাগামহীন হয়ে গিয়েছে। যা মানুষের জন্য মারাত্বক কষ্টের হয়ে দাড়িয়েছে।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিনন্দন আপনাকে।
১৫ টাকা দিয়া কিন্তু একটা ডিম কিনতে পারতেন