নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নৃত্য-পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

মোগল সম্রাট

মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারেনা...ও বন্ধু...

মোগল সম্রাট › বিস্তারিত পোস্টঃ

ময়না ভাই (পূর্বে প্রকাশিতের পর)

১০ ই মে, ২০২৩ বিকাল ৪:২১





(দুই)

আমেনা খালার বাসা মিরপুরের পাইক পাড়ায়। আমি বাসার ডোর বেল বাজানোর পর দরজা খুললেন একজন বয়স্ক লোক। রাশভারি চেহারা, মোটা গোপ কিন্তু দাড়ি নাই। জিজ্ঞেস করলেন
-কে আপনি?
- আমি কিশোর, ময়না ভাই আমাকে পাঠিয়েছে।
উনি বিরক্তি নিয়ে ভ্রু কুচকে বললেন
-ভিতরে আসো, কোথায় সেই গবেট? ফাজিলের ফাজিল!

আমি ড্রইং রুমের গিয়ে বসলাম, উনি বিড়বিড় করতে করতে ভিতরে চলে গেলেন। কিছুক্ষন পর আমেনা খালা আসলেন;

-কি ব্যাপার বলোতো বাবা। ময়না তোমাকে পাঠিয়েছে মানে কি? ওতো সবসময় নিজেই আসে।
- আসলে খবরটা যে কিভাবে বলি, ময়না ভাইকে গত বুধবার পুলিশে ধরে নিয়ে গেছে। আজ নয়দিন হলো। তিনি এখন কাশিমপুর কারাগারে।
-আশ্চর্য, বলো কি? তুমি নয়দিন পর আমার বাসায় আসলে, সাথে সাথে জানাওনি কেন?
-ময়না ভাই নিষেধ করেছিলো।
আমেনা খালা কিছু একটা ভেবে বল্লেন;
-রুস্তম উকিলের কাছে যেতে হবে। তুমি বসো আমি রেডি হয়ে আসি।

আমেনা খালা রুস্তম উকিলকে দিয়ে ময়না ভাইয়ের জামিন করালেন দুই দিনের মধ্যে। কোর্ট থেকে ময়না ভাই আর আমাকে নিয়ে সোজা বাসায় গেলেন।

আমি, ময়না ভাই আমেনা খালা আর খালু ভাত খেতে বসেছি, আমেনা খালা বললেন-
- ময়না, তোকে হাজতে হেবি মাইর দিছে তাই না?
- আরে না খালা, কি যে বলো!
- আচ্ছা শোন, কোটালিপাড়া থেকে শিংমাছ আনাইছিলাম, নতুন আলু দিয়ে ঝোল করেছি, ভালো করে খা, এতোদিন তোকে হাজতে কি না কি খাওয়াইছে। আহারে ‘মা’ মরা ছেলেটা আমার।
আমেনা খালা কাঁদছ.. !!
এমন সময় খালু মুখ খুল্লেন।
-দেখো ময়নাল, তুমি তোমার বজ্জাতি স্বভাবের চলা ফেরা বন্ধ না করলে এবাড়িতে আর আসবে না।
এবার আমার দিকে তাকিয়ে বলছে-
-শোনো, এই ফাজিল ছেলের সাথে তুমি বেশি চলাফেরা করবা না। চিন্তা করে দেখো, আমি একটা মেয়ে দেখলাম ওর জন্য বিয়ের কথা-বার্তা পর্যন্ত ঠিক করলাম অথচ বিয়ের দুই দিন আগে গায়েব হয়ে গা ডাকা দিয়েছে। এক মাস পর ফিরে এসে বলে উনি বেনাপোল বর্ডারে গিয়েছিলো। ফাজিল কোথাকার।

-আহঃ ছেলেটা এতো বড় বিপদ থেকে বেরিয়ে আসছে, বাদ দাও না। আমেনা খালা বললেন।
এবার ময়না ভাই বললোঃ
- শোনো খালা আমি গত দুইদিন আগে রাতে জেলখানায় স্বপ্ন দেখলাম তুমি মারা গেছো, কিন্তু আমি জানি না, একমাস পরে তোমার বাসায় এসে দেখি খালু ভেউ ভেউ করে কাঁদছে, খালুর কান্না দেখে আমার কান্না না এসে হাসি পাচ্ছে !

এবার খালু খাওয়া থামিয়ে খালার দিকে তাকিয়ে বলছে-
-দেখলা কতো বড়ো মিথ্যুক, সব বানিয়ে বলছে, এমন বজ্জাত ছেলে আমি জীবনে দেখি নাই। মানুষের মৃত্যু নিয়ে ঠাট্টা মশকরা করে। ফাজিল কোথাকার।

আমনে খালা বললো:
-ময়না তুই ঠিকই দেখেছিস, আমি মনে হয় বেশিদিন বাচবোনা রে। খালি 'করবি'কে নিয়ে চিন্তা হয়। ওর বিয়ে দিয়ে যেতে না পারলে আমি মরেও শান্তি পাবো না।
- 'করবি'কোথায় খালা ?
- কোথায় আর, নিজের রুমে বসে বসে সারাক্ষণ বই পড়তে থাকে, দেখ তুই যে হাজত খেটে এসেছিস একবারও এসেছে? বলি এতো বই পড়লে মানুষ পাগল হয়ে যায়। কে শোনে কার কথা।

করবি'র কথা ময়না ভাই আমাকে কোনদিন বলেনি.............।

(চলবে..................।)


ময়না ভাই (১ম)

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২৩ বিকাল ৪:৫৪

মিরোরডডল বলেছেন:

গল্পটা ভালো লাগছে কিন্তু খুব বেশি ছোট করে লেখা, আরেকটু বড় হলে পরে আরাম পেতাম।

১০ ই মে, ২০২৩ বিকাল ৫:০৩

মোগল সম্রাট বলেছেন:

এই একই অভিযোগে অভিযুক্ত আমার আগের কিছু লেখাও আছে।

আশাকরি পরবর্তী পার্টে একটু বড় করে পোষ্ট দিবো। পোষ্টে আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।

শুভকামনা নিরন্তর ।

২| ১০ ই মে, ২০২৩ বিকাল ৫:১০

মিরোরডডল বলেছেন:



সি, পরে বানান ভুল করেছি আবারও :(

পড়ে আরাম পেতাম।

১০ ই মে, ২০২৩ বিকাল ৫:১২

মোগল সম্রাট বলেছেন:
:) :) :) :)

৩| ১০ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

শেরজা তপন বলেছেন: ভাল তবে লেখায় হুমায়ুন আহমেদের ছাপ খুব বেশী।

১১ ই মে, ২০২৩ দুপুর ২:১৯

মোগল সম্রাট বলেছেন:
হুমায়ুন আহমেদের বই খুব বেশি পড়িনাই আমি । তবে হাতে গোনা যে কয়টা পড়েছি তাতেই এই অবস্থা (!!)। কিঞ্চিত চিন্তায় আছি!

মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভ কামনা নিরন্তর ।

৪| ১০ ই মে, ২০২৩ রাত ৯:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



ময়না ভাই নাম পড়ে একজন ময়না ভাইয়ের কথা মনে পড়েছে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে ময়না ভাই নামে একজন ছিলেন। ময়না ভাই একজন সিভিলিয়ান ছিলেন। বিনা ট্রেইনিংয়ে তিনি গ্রেনেড ছুড়ে মারার জন্য এক্সপার্ট ছিলেন। মেথিকান্দা অপারেশনে এই দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা শহীদ হোন।

*লেখক হুমায়ূন আহমেদ কোনো এক গল্পে ময়না ভাইয়ের কথা লিখেছেন।


- আমার জীবনে ময়না নামের কোনো মন্দ লোক দেখিনি। ময়না নামের যতোজনকে দেখেছি সবাই খুবই বড় মনের বড় মাপের মানুষ। মানুষ সহ সকল প্রাণীর প্রতি এদের ভালোবাসা থাকে অসীম।

১১ ই মে, ২০২৩ দুপুর ২:২৫

মোগল সম্রাট বলেছেন:

প্রিয় ঠাকুর ভাই, আপনার মন্তব্যের সাথে অনেকটা মিলে যাচ্ছে আমার সাথে। আমার দেখা ২/১টা ময়না ভাই গুলোও একই রকম। দুনিয়ার কতো কিছুর সাথে কতো কিছুর অদ্ভুত মিল থাকে বিষ্মিত হওয়া লাগে মাঝে মাঝে।

আমার প্রায় সব লেখায় আপনার উপস্থিতিতে আমি অনুপ্রানিত হই সবসময়। আপনার নতুন লেখায় অপেক্ষায় থাকলাম।

শুভকামনা নিবন্তর ।

৫| ১০ ই মে, ২০২৩ রাত ৯:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্প পড়ে ভাল লাগল। সাথে আছি সামনের পর্ব হয়তো মনপুত করে পড়ার সুযোগ করে দিবেন।

১১ ই মে, ২০২৩ দুপুর ২:১২

মোগল সম্রাট বলেছেন:
অনেক কৃতজ্ঞতা রইলো উৎসাহ দেবার জন্য

শুভকামনা নিরন্তর।

৬| ১১ ই মে, ২০২৩ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছোট করে লিখাতে আমার সুবিধা হয়েছে। পড়তে ভালো লেগেছে
বাকি পর্বের অপেক্ষায়

১১ ই মে, ২০২৩ দুপুর ২:১১

মোগল সম্রাট বলেছেন:

পোষ্টে আপনার উপস্থিতি এবং কমেন্ট দেখে অনুপ্রানিত হয়েছি, থ্যাংক ইউ আপু।

শুভকামনা।

৭| ১১ ই মে, ২০২৩ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: বানান ভুলের দিকে অবশ্যই নজর দিতে হবে।

১১ ই মে, ২০২৩ দুপুর ২:১৫

মোগল সম্রাট বলেছেন:
আসলে মোবাইল দিয়ে টাইপ করা হয় প্রায় সবগুলো পোষ্টই। অনেক ভুল ভ্রান্তি হয় আমার এটা ঠিক।

সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ রানু ভাই।

শুভকামনা ।

৮| ১১ ই মে, ২০২৩ বিকাল ৪:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- দুই পর্বের মাঝে এতো বড় গ্যাপ কেন!!

১১ ই মে, ২০২৩ বিকাল ৪:৪১

মোগল সম্রাট বলেছেন:

ভাদাইম্মা টাইপের লেখক হইলে যা হয় আরকি! :)

সকাল থেকে বিকাল কুত্তা-দৌড়ের উপ্রে থাকার পর রাইতে ঘুম ছাড়া কিচ্ছু ভাল্লাগে না ভাই ;)

তয় কথা দিলাম এবার থেকে নিয়মিত হমু । :D

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.