নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নৃত্য-পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

মোগল সম্রাট

মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারেনা...ও বন্ধু...

মোগল সম্রাট › বিস্তারিত পোস্টঃ

মাদ্রাসায় কি বলাৎকার থামবে না...।?

০১ লা জুন, ২০২৩ বিকাল ৫:২০



গত পরশুদিন সকালে পত্রিকায় চোখ বুলাতে গিয়ে আবারো মর্মাহত হলাম। ফরিদপুরের মধুখালিতে এক মাদ্রাসা শিক্ষকের বলাৎকার দেখে ফেলায় সাত বছরের আরেক শিশু ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে ঐ শিক্ষক (!)

গত ০৯ মে দৈনিক ইত্তেফাকে একটি নিউজ প্রকাশিত হয় যার শিরোনাম ছিলো “আদরের নামে পায়ুপথে যন্ত্রনা দিতো মাদ্রাসা হুজুর, অতপরঃ গন ধোলাই” ঘটনাটি চট্রগ্রামের পটিয়ায়।

মাদ্রাসা নামের এসব ভয়ংকর শিক্ষা প্রতিষ্ঠান (!) আনাচে কানাছে ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠেছে সারা দেশ জুড়ে। মাদ্রাসাগুলোতে দিনের পর দিন ছেলে ধর্ষনের ঘটনা ঘটলেও তা বন্ধে দৃষ্টান্ত মুলক কোন পদক্ষেপ আমরা কেউ দেখিনা। কোন মনিটরিং নাই দেখবাল করার কেউ নেই। কিছুদিন আগে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক পরিসংখ্যান মোতাবেক দেখলাম গত ১৫ মাসে মাদ্রাসায় ধর্ষনের শিকার হয়েছে ৬২ শিশু যাদেও মধে তিনজন মারা গেছে।

এসব বিষয় নিয়ে মামলাও খুব কম হয়। কারনে আইনে অস্পষ্ঠতা রয়েছে। বাংলাদেশ দন্ডবিধির ৩৭৫ ধারায় দেওয়া সংগায় শুধু নারীর কথা বলা হয়েছে। আবার দরিদ্র শিশুরা মাদ্রাসায় পড়ে বলে তাদের নানা অজুহাতে দমিয়ে রাখাও সহজ।

এখন একদল লোক দেখবেন বলা শুরু করবে মাদ্রাসা শিক্ষার বিরূদ্ধে আমরা কথা বলায় কাফের মোশরেক বলে গালি দেয়াও শুরু করবে। কেউ কেউ কাতেল করা ওয়াজেব মনে করে ফতুয়া দেয়াও শুরু করবে।

মাদ্রাসার নাম দিয়ে এসব বলাৎকারি প্রতিষ্ঠান কঠোর আইন করে নিয়ন্ত্রন করা হোক

ছবি সূত্রঃ অন্তর্জাল

মন্তব্য ২৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২৩ বিকাল ৫:৪১

অপু তানভীর বলেছেন: এসব মাদ্রায় পড়ে মূলত গরীব আর এতিম ছেলেরা । এদের জন্য আসলে কেউ নেই । এরা এখানে যায় খাওয়া আর থাকার জন্য । নিরুপায় হয়েই । এদের যাওয়ার আর জায়গা নেই । এই সুযোগটাই নেয় ঐ সমস্ত জানোয়াররা ।
আসলে এই গরীব আর এতিমদের নিয়ে কেউ ভাবে না । এই জন্য এমনটা বন্ধু হবে বলে মনে হয় না ।

০৩ রা জুন, ২০২৩ সকাল ৯:৫৮

মোগল সম্রাট বলেছেন:
এখন অনেক ভালো ফেমিলির বাচ্চাদেরও এসব মাদ্রাসায় পাঠায় অভিভাবকেরা।

কমেন্ট করতে পারিনাই রিপ্লাইও দিতে পারিনি হ কয়েক গত কদিনয় সমস্যার কারনে

শুভকামনা।

২| ০১ লা জুন, ২০২৩ বিকাল ৫:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্রো এই বিষয়টি নিয়ে লিখে আমি ছাগু মানসিকতার অপব্লগার দের চক্ষুশূল হয়েছি ব্লগে। ছাগু সূলভ আচরণ করলেও এদের ছাগু বললে ট্যাগিং ও ব্যক্তি আক্রমণ এর অভিযোগ তোলে উলটো।

০৩ রা জুন, ২০২৩ সকাল ১০:০৯

মোগল সম্রাট বলেছেন:
ছাগুশ্রেণী কাঠাল পাতা সংকটে আছে


৩| ০১ লা জুন, ২০২৩ রাত ৯:৫৯

শার্দূল ২২ বলেছেন: প্রযুক্তির আগে এমন বিষয় কথা বললে তারা বলতো সব মিথ্যা কথা, কাফেরদের ষড়যন্ত্র। ছবি দেখানোর পর বলায় এসব এডিট, ভিডিও দেখালে বলে এখন ভিডিও এডিট করা যায়, ফোনে কল রেকর্ড দেখালে বলে ভয়েস নকল করা যায়। নারায়গঞ্জে হেফাজতের মোজাম্মেল কে হাতে নাতে নারী সহ ধরার পর বললো এসব আওয়ামিলীগের কারসাজি। তারা একটা পুরুষ এনে লিংগ পরিবর্তনে করে মেয়ে সাজিয়ে হুজুরের পাশে দাড় করিয়ে দিয়েছে।
আবার ওদের এমন ক্ষমতা আছে হাদিস দিয়ে প্রমান করে দেবে শিশুর পায়ু পথ হালাল।

কিছু করার নাই।

০৩ রা জুন, ২০২৩ সকাল ১০:১৪

মোগল সম্রাট বলেছেন:
প্রযুক্তির কল্যানে কিছুটা কমে আসছে হয়ত তবে বন্ধ হয়নাই। প্রতিদিন খবরের কাগজে কোথাও না কোথায় ছেলেশিশু ধর্ষণের খবর আসেই।

৪| ০২ রা জুন, ২০২৩ সকাল ১০:১২

শূন্য সারমর্ম বলেছেন:


এসব থামার মত কিছু নয়।

০৩ রা জুন, ২০২৩ সকাল ১০:৩৯

মোগল সম্রাট বলেছেন:
সহমত।

৫| ০৩ রা জুন, ২০২৩ রাত ১:১৩

আমি নই বলেছেন: যতদিন মুখোস পরা জানোয়ার এই দুনিয়ায় আছে ততদিন এগুলা বন্ধ হবেনা। তার মানে এই না গনহারে মাদ্রাসা ব্ন্ধ করতে হবে। এই বিষযে একটা কাজ করা যেতে পারে, যেই মাদ্রাসায় এই অপকর্ম হবে সেই মাদ্রাসার সকল হুজুর এবং কমিটির সবাইকে দোসি সাব্যস্ত করতে হবে যাতে করে কমিটি এবং সকল হুজুর এই সকল ব্যাপারে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে।

০৩ রা জুন, ২০২৩ সকাল ১০:৩৩

মোগল সম্রাট বলেছেন:


এরকম হাজারো ঘটনার পরও?

৬| ০৩ রা জুন, ২০২৩ সকাল ১০:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: এসব অন্যায়কে জাস্টিফাই করার মতো মানুষের অভাব নেই। এগুলো বন্ধ হবে না।

০৩ রা জুন, ২০২৩ সকাল ১০:৩৮

মোগল সম্রাট বলেছেন:
আপনার মন্তব্যের সাথে একমত। সবাই একনা, ২/১ জন খারাপ, ঢালাওভাবে সবাই দোষী না এসব যুক্তি যুগের পর যুগ শুনে আসছি। পায়ুপথের যুদ্ধ চলমান থাকবে......

৭| ০৩ রা জুন, ২০২৩ সকাল ১০:৫৮

ধুলো মেঘ বলেছেন: এরা আবার ওয়াজে এইজন্য মাদরাসা কর্তৃপক্ষকে দায়ী করে এই বলে যে তারা শিক্ষকদের বউ আনতে দেয়না, তো তারা করবে কি?

০৩ রা জুন, ২০২৩ দুপুর ১২:৪৫

মোগল সম্রাট বলেছেন:
শুধু মাত্র মে' ২০২৩ সালের পত্রিকাগুলোতে যে খবরগুলো আসছে তার সংখ্যা দেখলে গা শিউরে উঠবে। কি সুন্দর যুক্তি বউ সাথে নাই তাই শিশুর পায়ু জায়েজ।

৮| ০৩ রা জুন, ২০২৩ বিকাল ৪:০৫

ধুলো মেঘ বলেছেন: না, তারা এমনভাবে বলে যেন বউকে না পেয়ে নিতান্ত ঠ্যাকায় পরে তারা এই জঘন্য কাজ করতে বাধ্য হয়। এসব ওয়াজীদেরকে আমার ইচ্ছে করে লোহার শিক গরম করে পশ্চাদ্দেশে ঢুকিয়ে দেই।

০৩ রা জুন, ২০২৩ রাত ৯:২০

মোগল সম্রাট বলেছেন:
ধরা পড়ার পর সরল স্বীকারোক্তি " শয়তান উনাকে দিয়ে করিয়েছে " উনার কুনো দোষ নাই।

৯| ০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: যতদিন দেশ থেকে মাদ্রাসা বন্ধ না হবে, ততদিন বলৎকার বন্ধ হবে না।

০৩ রা জুন, ২০২৩ রাত ৯:২৪

মোগল সম্রাট বলেছেন:

ধর্মীয় সেন্টিমেন্টাল ইস্যু!!!!!

১০| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ২:০৩

নতুন বলেছেন: মাদাসা থেকে পাশ করে নতুনরা অনেকেই তাদের নিজেস্ব মাদাসা চালু করে।

এইসব প্রতিস্ঠানের কোন নিয়ন্ত্রন নাই।

এরা ধর্ম শিক্ষার নামে বাচ্চাদের যেই নির্যাতন করে সেটা কিভাবে ধর্মে সমর্থন করে বুঝিনা। রাসুল সা: কোনদিন শিশুদের নির্যাতনের কথা বলেন নাই। কিন্তু মাদ্রাসাতে বাচ্চারা প্রতিনিয়ত নির্যাতিত হয়।

আরেকটা জিনিস হলো এই সব বলাতকারের বিরুদ্ধে কখনোই কোন ওয়াজ শুনিনাই। বড় কোন উদ্দোগের কথা শুনি নাই।

সরকার যদি এতিম, দরিদ্র ছেলে মেয়েদের খাবার এবং পড়াশুনার ব্যবস্থা করে তবে মাদ্রাসর ছাত্র অনেক কমে যাবে।

০৪ ঠা জুন, ২০২৩ সকাল ১০:০৫

মোগল সম্রাট বলেছেন:

এখন নিয়ন্ত্রন করা কোন ব্যাপার না। যেখানে প্রতিটা লোকের ডাটাবেজ সরকারের কাছে আছে সেখানে ব্যাংঙ্গের ছাতার মতো গজিয়ে ওঠা এসব মাদ্রাসা নিয়ন্ত্রন করা কোন ব্যাপার না।

এগুলো এখন ধর্মকে পুজি করে প্রতিষ্টিত ব্যবসা প্রতিষ্ঠান হিসাবেও বলা যায়।

১১| ০৪ ঠা জুন, ২০২৩ সকাল ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: শুধু বলাৎকার নিয়ে লেখা হলো। এখন মেয়েরাও মাদ্রাসায় পড়ে। তবলীগ জামাতের একজন বুজুর্গ খুব আক্ষেপ করলেন মাদ্রাসায় একটি মেয়েকে তিনি ভর্তি করিয়েছিলেন ভালো একজন মহীলা আলেম হবে এই আশায় মেয়েটি বেশ্যা হয়েছে। বলাৎকার যেখানে হয় সেখানে একটা মেয়ে শিক্ষর্থীর কি অবস্থা হতে পারে তা এ ঘটনা থেকে সহজেই অনুমেয়। এরা আবার ইসলামী শাসনের কথা বলেন। এরা দেশকে শুধু আফগান বানাতে পারবে আর বেশ্যাখানায় পরিণত করতে পারবে । এদের কঠিন শাস্তির ব্যবস্থা করা দরকার । মৌলবাদ শিকড় থেকে উপড়ে ফেলা দরকার ।

০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১২:১৫

মোগল সম্রাট বলেছেন:
রাষ্ট্রের কি কোন ভুমিকা নাই ? রাষ্ট্র হিসাবে আমরা কি করেছি? একবার এক ছেলে একটা বই লিখেছিলেঅ কওমি মাদ্রাসায় শিশু ধর্ষণ নিয়ে বিষফোঁড়া নামে, সরকার সেটাকে নিষিদ্ধ করে দিয়েছে।

কেন ? এই বইটা তো কিছুটা হলেও সচেতনতা তৈরি করতে পারতো।

১২| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫৭

তাহেরা সেহেলী বলেছেন: কেনো আমরা এদের বিরুদ্ধে সংঘবদ্ধ হচ্ছিনা??
কেনো এই ধরনের শিক্ষক কে প্রাপ্য শাস্তি দিচ্ছিনা??
কিছু কিছু বিচার আল্লাহ মানুষের উপর ছেড়ে দেন, চুপ যে থাকবে সেও ক্ষতিগ্রস্ত হবে কোন না কোনভাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.