নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারেনা...ও বন্ধু...
গত দেড় দশক যারা ক্ষমতায় আছেন তাদের সম্পদ বেড়েছে বহুগুণ কিংবা কয়েকশত গুণ। এই খবরগুলো দেশের পত্র পত্রিকাগুলো গত ইলেকশনের আগে প্রতিদিন ছাপতো। আমরা দেখে বিষ্ময় প্রকাশ করেছি। কিন্তু কোন কার্যকরী জবাবদিহিতার নজির দেখিনি।
ইদানীং আবার সেই পত্র-পত্রিকায় দেখছি গত দেড় দশকে যারা ক্ষমতা পাহারা দিয়ে রাখতো তাদের সম্পদের পরিমান বিষ্ময়কর থেকে মহা বিষ্ময়কর। জানিনা এইবার কে কার কাছে জবাবদিহি করে বেকসুর হয়।
অলরেডি পিলো পাসিং গেম স্টার্ট হয়ে গেছে কে কার লোক বা কে কার মাইম্যান না। এই গেমের মঞ্চায়নও হয়তো দুদিন পর শেষ হয়ে যাবে। নতুন কোন হিরোলম, পরিমনি বা বিকাশ নুরা টাইপের ইস্যূ নিয়ে নতুন গেম শুরু হবে। অথবা সামনের কোরবানির ঈদে গরুর হাটের দালাল আর ব্যাপারী নিয়ে নতুন নতুন খবর ছাপা হবে খবরের পাতা জুড়ে।
আর গোল্ডফিশ মেমোরি (গোল্ড ফিসের স্মৃতি থাকে মাত্র তিন সেকেন্ড) সমৃদ্ধ জাতি সব ভুলে গিয়ে শুরু করবো রাজায় প্রজায় শান্তিতে সহবাস। থুক্কা, বসবাস।
ঢাকাঃ
২৫, জৈষ্ঠ্য, ১৪৩১ বঙ্গাব্দ।
ছবিঃ অন্তর্জাল।
১১ ই জুন, ২০২৪ বিকাল ৪:৪৭
মোগল সম্রাট বলেছেন:
পাবলিক এখন প্রতিদিন যতো খবর দেখে বা পড়ে তাদের ভিতরে অভ্যস্থ হয়ে যাওয়ার ধারনাই বেশি তৈরি হচ্ছে বলে আমার মনে হয়।
শুভ কামনা।
২| ১০ ই জুন, ২০২৪ বিকাল ৩:০৪
এম ডি মুসা বলেছেন: রাজনীতি বুঝিনা আমি আমার অধিকার চাই।
১১ ই জুন, ২০২৪ বিকাল ৪:৪৮
মোগল সম্রাট বলেছেন:
অধিকার কেউ কাউকে দেয় না । আদায় করে নিতে হয়
৩| ১১ ই জুন, ২০২৪ সকাল ৮:৫১
শার্দূল ২২ বলেছেন: খুব বেশি কঠিন পোস্ট দিয়ে ফেলেছেন, আমি মন্তব্য করতে পারছিনা, আমার জন্য ধুলোবালি ঘাম গামছা গুলোই ভালো । হাহাহা
ইত্যাদিতে দেখেছিলাম। একজন রুগি এসে ডাক্তারকে বলছে আমার সারা গায়ে ব্যাথা, কিন্তু ডাক্তার ধরলে ব্যথা লাগেনা, কিন্তু রুগি তার নিজের আঙ্গুলের ডগা দিয়ে যেখানেই ছোয় উফফ করে উঠে। শেষে ডাক্তার বললো ,আপনার গায়ে না, আঙ্ুলের ডগায় ব্যথা। আমাদের দেশের প্রায় প্রতিটা আঙ্গুলের ডগায় ক্ষত, এই হাত দিয়ে যে যা করছে জীবানু ছড়াচ্ছে।
নুহএর নৌকা দরকার সাথে আরও একটা প্লাবন।
কেমন আছেন আপনি? আপনার নান্দনিক বেঁচে থাকা আমি একবার দেখতে চাই। ইনশাল্লাহ।
১১ ই জুন, ২০২৪ বিকাল ৫:২২
মোগল সম্রাট বলেছেন:
আমি ভালো আছি । তবে দৌড়ের উপ্রে সারাক্ষন। ইদানিং অফিস থেকে ফিরতে রাত হয়ে যায়। আর ছুটির দিনে বাচ্চাদের এক্সট্রা কারিকুলামের পিছনে সারাদিন চলে যায় পথে পথে আর সেই সব প্রতিষ্ঠানের বারান্দায় বা গাছতলায়। অনেক দিন কোন গপ্পো পোষ্টাই না ব্লগে। এজন্য আপনার ম্যারাথন কমেন্টগুলোকে ভিষন মিস করি। এই মাস পর একটু অফিসের প্যারা কমবে।
দেশের অবস্থা নিয়ে কি আর লিখবো যে কোন সেক্টর নিয়ে বিস্তর লেখা যায়। অনেকেই গাদা গাদা লিখতেছে কিন্তু কোন লাভ তো হচ্ছে না। ঐযে বললেন সব কয়টা আঙ্গুলের আগা পঁচে গেছে। আসলেই তাই। বাদ দিলাম ওসব নিয়ে আর কোন কথা বলবো না।
আসলে নান্দনিক না নিন্দনীয় বুজতেছিনা কিরকম ভাবে বেঁচে আছি। তবে এতো হ্যাপা এতো প্যারার মধ্যেও চালিয়ে নিচ্ছি সব কিছু। মাঝে মধ্যেই দেখি আনফিট হয়ে যাচ্ছি অনেক কিছুতে। বাইক কেনার পর ২/১ দিন পর পরেই পুলিশ সার্জেন্টদের সাথে ঘন ঘন দেখা হচ্ছে
ইদানিং অনেকের সাথে যোগাযোগ হচ্ছে আবার অনেকের সাথেই হচ্ছেনা। যেমনঃ মুদি দোকানী ফয়সাল দোকান ছেড়ে ঔষধ কোম্পানির সেলস ম্যান হয়েছে তাই তার সাথে দেখা কালেভদ্রে মেলে। সিরাজ মিয়া রিক্সা চালানো বাদ দিয়ে সুজানগর চলে গেছে। তার এনজিওর সব ঋন শোধ হয়ে গেছে। হায়দার আলীর পোষ্টিং এখন বাগেরহাটের মোল্লাহাট থানায়। দাড়োয়ান দিলু মিয়া গত চার মাস ধরে লা-পাত্তা। মটর মেকানিকের দোকান থেকে বাবলু মিয়া এখন নিজেই মটর বাইক ওয়াশের দোকান খুলছে অন্য মহল্লায়। রেনুদের বাসার কাজের মেয়ে শেফালীকে তার স্বামী আবার ঢাকা থেকে নিয়ে গেছে ফরিদপুরের চরভদ্রাসনে। এই মুহুর্তে আর কারো কথা মাথায় আসছে না।
একটা প্লান করছিলাম আন্ডা বাচ্চা নিয়া চেরাপুঞ্জি যাবো। শিলংয়ের পাহারে এক সপ্তাহ থাকবো। সারাদিন ঝরনা আর বৃষ্টি দেখবো । কিন্তু দুইবার ডেট মিস হয়ে গেছে। আবার নতুন করে প্লান করছি। জুলাইয়ের মাঝামাঝি হয়ত। মনটা শুধু আহারে আহারে করছে পাহাড়ে যাবার জন্য ।
ভালো থাকবেন । শুভকামনা অবিরাম।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০২৪ রাত ১০:৪৯
কামাল১৮ বলেছেন: এই সকল খবরে একটা ধারনা তৈরি হবে প্রমান হবে না কিছুই।