নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নৃত্য-পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

মোগল সম্রাট

মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারেনা...ও বন্ধু...

মোগল সম্রাট › বিস্তারিত পোস্টঃ

অভাবের মৃত্যুফাঁদ

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৯




নারায়ণগঞ্জের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হলো এক দম্পতি ও চার বছরের শিশুর লাশ। প্রাথমিকভাবে জানা গেছে, ঋণের চাপ ও চরম হতাশা থেকে স্বামী প্রথমে স্ত্রী-সন্তানকে হত্যা করে পরে নিজেই আত্মহত্যা করেছে। এই মর্মান্তিক ঘটনা কেবল একটি পরিবারের ট্র্যাজেডি নয়, বরং গোটা দেশের ভয়ঙ্কর বাস্তবতার প্রতিচ্ছবি।

আজকের বাংলাদেশে অভাব, ঋণের বোঝা আর অনিশ্চিত জীবনের চাপ মানুষকে এতটা ভেঙে দিচ্ছে যে, সে নিজের রক্ত-মাংসের সন্তানকেও বাঁচিয়ে রাখার সাহস খুঁজে পাচ্ছে না। পরিবার হয়ে উঠছে বোঝা, ভবিষ্যৎ হয়ে উঠছে অন্ধকার, আর মৃত্যুই যেন শেষ মুক্তি।

এটা শুধু এক ব্যক্তির মানসিক দুর্বলতা নয়, বরং রাষ্ট্রীয় ব্যর্থতার নগ্ন প্রমাণ। যেখানে একের পর এক সমবায় সমিতির প্রতারণা মানুষের ঘামঝরা টাকা লুটে নিচ্ছে, সেখানে সরকারি নজরদারি নেই। যেখানে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষের হাঁসফাঁস অবস্থা তৈরি করেছে, সেখানে সরকারের ভাষণ শুধু প্রবৃদ্ধির গল্প। মানুষ ঋণ শোধ করতে পারছে না, মাথার উপর ভাড়া বাড়ছে, চিকিৎসা-শিক্ষার খরচ সামলাতে পারছে না।

যখন রাষ্ট্র মানুষের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন হতাশা গ্রাস করে, পরিবার ভেঙে পড়ে, সমাজে অমানবিকতা জন্ম নেয়। নারায়ণগঞ্জের এই ঘটনা তাই কেবল একটি পরিবারের মৃত্যু নয়, বরং রাষ্ট্র ও সমাজের বিবেকেরকও মৃত্যু।

আজ জরুরি প্রশ্ন হলো-এই অভাবের মৃত্যুফাঁদ থেকে কে মানুষকে বাঁচাবে? কবে আসবে এমন নীতি, যা মানুষের জীবনে সত্যিকার স্বস্তি এনে দেবে?

খররের লিংক


ছবিঃ প্রথম আলো অনলাইন পত্রিকার স্ক্রীনশর্ট নেয়া।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: নিজেরা চলতে পারে না আবার শিশু একটা দুনিয়াতে এনেছে। এই শিশুর কি দোষ ?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৬

মোগল সম্রাট বলেছেন:

কতো নিষ্ঠুর আর নির্বোধ । শিশুটাকে মারতে হলো কেনো? সেটাই ভাবছি

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৬

মোঃ হোযাইফা বলেছেন: লেখাটি পড়ে ভালো লাগলো view this link

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৫

মোগল সম্রাট বলেছেন:

ভালো লাগার মতো খবর নাতো!

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৪

কামাল১৮ বলেছেন: সুদখোরকে দিয়ে দেশ চালালে,সেই দেশের অবস্থা এমনই হয়।দরকার নির্বাচিত সরকার।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০০

মোগল সম্রাট বলেছেন:
দেশ সুদখোর চালায় না মোল্লারা চালায় কনতো দেহি ভাই?

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭

শেরজা তপন বলেছেন: এরাতো চলে গেছে কিন্তু এই অভাবের ফাঁদে পড়ে আরো কত শত পরিবার প্রতিমূহুর্তে আত্মহত্যা করাকে চরম মুক্তির পথ ভাবছে না জানি :(

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৪

মোগল সম্রাট বলেছেন:

হাজার হাজার লোক গত এক বছরে চাকরী হারিয়েছে। গার্মেন্টস, ফ্যাক্টরী বন্ধ হয়ে গেছে। চাকরী হারিয়ে অনেকে বিপদগামী হয়ে যাচ্চে। নেশায়, অপরাধে জড়িয়ে পড়ছে। ঢাকা শহর ভরে গেছে রিক্সাওয়ালা, ভিক্ষুক আর দিন মজুরে। চায়ের দোকানে এক কাপ চা শেষ করতে ৭ জন ভিক্ষুক হাত পাতে।

সরকার প্রধান অবশ্য সবাইকে উদ্যেক্তা বানানোর মেটিকুলাস প্লান বাস্তবায়ন করছে কিনা কে জানে :D


শুভ কামনা তপন ভাই।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩

বিজন রয় বলেছেন: খুবই দুঃখ আর হতাশাজনক।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৫

মোগল সম্রাট বলেছেন:

ঠিক বলেছেন।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: আহারে.।.।.।.।.।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৬

মোগল সম্রাট বলেছেন:


মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে.!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.