![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত চিন্তা করুন, অন্যকে মুক্ত চিন্তা করার স্বাধিনতা দিন এবং সকলকে ভাল বাসুন।
নীরবতার একচ্ছত্র আধিপত্য,
বিবেকের একচ্ছত্র নীরবতা।
আধিপত্য’র একচ্ছত্র অধিকার,
বঞ্চিতের একাধারে নিষ্ক্রীয়তা।
সংশয়, স্বকীয়তায় স্বতন্ত্র,
স্বতন্ত্র চেতনা লুপ্ত/বিলুপ্ত।
শঙ্কায় শাণিত অজানা ভবিষ্ণু,
ভবিষ্ণু ভীত ভিত্তিহীনতায়।
সকলসবে মিলে করেছে;
দুর্মতির যত দুর্বৃত্তায়ন,
বিস্তৃত হয়েছে জগৎময়।
দৃবৃত্তেরা-
শাসন করছে সর্বময়,
শোষন করছে সমুদয়।
আজই করবে শেষ সকলই,
সকলের সঙ্গতি শুভমতি
শঙ্কা কিরে তোর?
অধর্মের কি আছে জোর?
ধর্ম নিয়ে বকধার্মিকতা,
আজাদি নিয়ে শঠতা।
করতে হবে এখনই বিনাশ,
সিদ্ধ হবেই হবে থাকলে মনে অভিলাষ।
কোনদিন কবিতা লিখিনি বা লেখার চেষ্টাও করিনি। আজ লিখলাম খুব বাজে হয়েছে সেটা বুঝতে পারলাম। কতটা বাজে হয়েছে অনুগ্রহপূর্বক লিখে জানাবেন।
ধন্যবাদ সকলকে
©somewhere in net ltd.