নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা এখানে মুক্ত

আলমগীর_কবির

মুক্ত চিন্তা করুন, অন্যকে মুক্ত চিন্তা করার স্বাধিনতা দিন এবং সকলকে ভাল বাসুন।

আলমগীর_কবির › বিস্তারিত পোস্টঃ

নিচে শফি সাহেবের ওয়াজের লিংক দেওয়া আছে।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৯

যারা শফি সাহেবের লেখার পক্ষে মত দিয়েছেন তাদের প্রতি ঘৃণা জানাতেও আমার ঘৃণা হয়।এই সংবাদটি পড়ে যারা জনাব শফি সাহেবের পক্ষে মত দিয়েছেন তাদেরকে আমি শফি সাহেবের মত মূর্খ ছাড়া আর কিছুই বলব না। আমি শফি সাহেবের ওয়াজ শুনে এতটাই বিরক্ত হয়েছি যে, এবিষয়ে কিছু লিখতে গেলে আবেগ বশতঃ অনেক খারাপ কথা চলে আসবে, যে কথাগুলো আমাকে শফি সাহেবের কাতারে নিয়ে যাবে। আমি অত নিচু কাতারে যেতে চাইনা। শফি সাহেব যে ওয়াজ করেছেন তা কোনভাবেই পত্রিকায় প্রকাশ করার মত নয়। আমি ইউটিউবের একটি লিংক দিয়ে দিলাম পারলে তার ওয়াজ ঐ লিংকে ক্লিক করে আপনারা শুনে নিবেন। সকলকে ধন্যবাদ। শফি সাহেবের অনুসারীদেরকে বলব- আল্লাহ আপনাদের শুভ বুদ্ধি দিক।

Click This Link

নিচের লিংকে ক্লিক করলে শফি সাহেবের ওয়াজটি শুনতে পাবেন।

http://www.youtube.com/watch?v=R-cd6P-u4WY



মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:২২

কলাবাগান১ বলেছেন: তারপরেও কিছু লোক উনাকে সাপোর্ট দিয়ে পোস্ট দিয়ে যাচ্ছেন

এরা দেশের ক্ষমতায় আসলে প্রস্তর যুগে ফিরে যেতে হবে

২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৫

আলমগীর_কবির বলেছেন: ভাই প্রস্তুর যুগে গেলে ভাল হবে। তাতে ওদের ঠেঙানোর জন্য পাথর পাওয়া যাবে।

৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৬

কসমিক রোহান বলেছেন: Islam ke jante hobe emon bektir nikot theke jar islami gyan/ilm esheche urdhokrome shoyong r nobiji (sm:) er nikot theke.
Apni ami islam kototuku jani.
Islam k janun tarpor montobbo korun..
Ar nahoy nischup thakun.
Islam niye jader chulkani tara islamvukto noy.

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৫

আলমগীর_কবির বলেছেন: এখানে ইসলাম জানা না জানার ব্যাপার আসছে কেন? আপনার অবস্থান স্পষ্ট করুন। আমি শফি সাহেবের সাথে একমত হলে আমি ইসলাম জানি আর না হলে জানি না তাইতো? এধরনের কথা অনেক বছর যাবৎ শুনে আসছি। নতুন কিছু শোনান ভাল লাগবে। চর্বিত চর্বন দরকার নাই। আর আপনাকে পরামর্শ দেই ইসলাম শিক্ষা আপনি ভাল করে নেন তারপর শফি সাহেবকে সমর্থন দেওয়ার কথা ভাবুন।

৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৩

কসমিক রোহান বলেছেন: আল-কুরআন এবং হাদীস এর আলোকেই তিনি (আল্লামা শফী) তার বক্তব্য দিয়েছেন। আমাদের আল-কুরআন এবং হদীসকে জানতে হবে রুট লেভেল থেকে বিশুদ্ধভাবে, অতপর নিজেই বুঝতে পারবেন ইনশা আল্লাহ্‌।
ইসলাম কে গোড়া বা রুট লেভেল থেকেজানতে হবে, মাঝখান থেকে ইসলাম কে বোঝা যাবেনা।
আলিফ , বা , তা, ছা থেকে শুরু করা যেতে পারে, বুঝতে পারবেন।
মাঝখান থেকে বুঝা যাবেনা কিছুই।
ইসলাম কে শিখতে হবে এমন কারো কাছে থেকে যার ইসলামী ইলম এসেছে উর্দ্ধক্রমে স্বয়ং রাসুলাল্লাহ (সাঃ) কাছ থেকে।
আপনি কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে পারেন। একদম রুট লেভেল থেকেশিখতে পারবেন।
অন্যথায় একজন আলেম এর কাছে যান, যিনি রুট থেকে ইসলাম জেনেছেন।
আমরা যারা জেনারেল সাবজেক্ট এর স্টুডেন্ট তাদের মেন্টালিক সেটাপ এবং লজিক তৈরী হয়েছে আলাদাভাবে যা আমাদেরকে আমাদের নিজেদের পছন্দমত লজিক গ্রহণে কার্যকর ভূমিকা রাখে। আমাদের সুবিধা অনুযায়ী লজিক আমরা মানি।
কোন কিছুর উপর ভাসা ভাসা জ্ঞান নিয়ে অনুমান করে লজিক স্থাপন করলে সেটা অধিকাংশ সময়েই ভুল হয়।
একটা ছোট্ট ভুলেই অনেক বড় ক্ষতি হতে পারে।
তাই সাবধানী থাকা শ্রেয়।

৫| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৭

আলমগীর_কবির বলেছেন: আপনি কি আমার দেওয়া লিংকটি পড়েছেন? কোরানের হাদীসের কোথায় আছে যে, মেয়েদের ক্লাস ফোর পর্যন্ত পড়াতে হবে আর পড়াতে হবেনা। কোরান-হাদীসের কোথায় আছে যে মেয়েরা তেতুলের মত। আপনার মা বোনকে তেতুলের সাথে তুলনা করলে তাকে আপনার কি করতে ইচ্ছে করবে ভেবে দেখুনতো?

৬| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৬

mrof বলেছেন: একটা হাদীস শুনে ছিলাম।,মহিলা লুকিয়ে থাকার বস্তু। যখন সে বাইরে বের (বেপর্দা হয়ে)তখন শয়তান উকি মারে।
মানুষের জীবনটা দুই ভাগের। ঘরের জীবন বাইরের জীবন বাইরের জীবনের দেখাশোনা পুরুষ করবে। এবং ঘরের জীবনের দেখাশোনা মহিলা করবে। এবং এটাই সাভাবিক। কিন্তু এর বিপরীতটা বেশী ফল দায়ক না। কারণ একজন পুরুষ বাচ্চা দেখাশোনা ও রান্নাবান্না থেকে ব্যবসা বানিজ্য ভালো বুঝে। এমনই একজন মহিলা চাকরি বাকরি থেকে ঘর দেখাশোনা ভাল করতে পারে। আপনি অফিস থেকে আসার পর আপনার দরকার একটু আদর যত্ন যেটা আপনি আপনার স্ত্রীর থেকে আশা করতে পারেন। কিন্তু আপনার স্ত্রী ও যদি আপনার মতো অফিস ফেরত হয় তাহলে সেই আশাটা হবে অমূলক! কারণ আপনার স্ত্রী ও আপনার মতো ক্লান্ত। তখন আপনার বাইরের জীবনটা ভাল কাটলেও সাংসারিক জীবনের আসল সুখ আপনি হয়তো পাবেননা। আর মহিলাদের হল কোমল বুদ্ধি। তাদেরকে পটানো খুব সহজ। সে যখন পর্দা ছাড়া বের হবে তখন অন্য কোন পুরুষ তার প্রতি আকৃষ্ট হতেই পারে আল্লাহ এই উভয় লিংগকে পরস্পরের প্রতি ধাবমান করে সৃষ্টি করেছেন। তখন আপনার স্ত্রী যদি অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায় তখন আপনার সাংসারিক জীবনী জাহান্নাম হয়ে যাবে। মুক্ত মনে চিন্তা না করে আলেমদের কাছে গিয়ে বিষয়টা পরিস্কার করুন। আল্লাহ আমাকে ও আপনাকে বুঝ দান করুক।

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৪

আলমগীর_কবির বলেছেন: আমি ধরে নিচ্ছি আপনি ভাল যুক্তি দেখিয়েছেন কিন্তু একবার ভেবে দেখুনতো শফি সাহেব বলতে চাইছেন মেয়েদের ক্লাস ফোরের বেশি পড়ালেখা করা উচিৎ নয়। এটা কি করে সম্ভব? যখন মেয়েরা মঙ্গলে যাবে বলে প্রশিক্ষণ নিচ্ছে তখন মেয়েরা ঘরে বসে থাকবে সেটা কি করে সম্ভব? আচ্ছা ধরুন আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা আপনি খুব প্রিফার করবেন আপনার স্ত্রীকে মহিলা ডাক্তার দিয়ে দেখাতে। ক্লাস ফোর পর্যন্ত পড়েতো মহিলা ডাক্তা হওয়া যায়না। পর্দার অজুহাতে যদি আপনি মেয়েদের ঘরে বন্দী রাখেন তাহলে আপনার স্ত্রীকেতো পুরুষ ডাক্তার দিয়ে দেখাতে হবে। তখন আপনার অন্ততঃ খারাপ লাগবে। ধরুন একটা পরিবারে বাবা নাই মা মেয়ে আছে সেই পরিবারে যদি মহিলারা চাকুরী না করে তারা কি ভাবে চলবে? ভেবে দেখেছেন?

৭| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩১

জাহাজ ব্যাপারী বলেছেন: কেবল সামাজিক গণমাধ্যমে এসব স্ক্যান্ডাল ও ভণ্ডামির প্রকাশ হয় কেন?
শফি সাহেবের এরকম বক্তব্যের সরাসরি কোন প্রতিবাদ কেন হলো না?

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৫

আলমগীর_কবির বলেছেন: আমরা যেটা করছি সেটাও একটা প্রতিবাদ। তবে অবশ্যই রাজপথে এর প্রতিবাদ হওয়া উচিৎ ছিল।

৮| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৭

একিউমেন০৮ বলেছেন: ভাই এত তর্ক কিসের যার মনে চায় সে রাস্তায় বের হোক অথাবা পর্দায় থাক অথবা ল্যাংটা হোক । শফি সাহেব হুজুর মানুষ উনিতো পর্দার কথা বলবেনই। আপনাদের এত মাথা ব্যাথা কেন? আর, মিঃ লেখক মেয়েদের কি করতে হবে বা হবে না কোরআন ও হাদিসের আলোকে একটু ব্যাখা করেন না? ;)

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৮

আলমগীর_কবির বলেছেন: ধর্ম অনুযায়ী পর্দার কথা বলতেই পারেন। তাই বলে এমন কিছু বলতে পারেনা যাতে নারীরা সেই মধ্যযুগীয় কায়দায় জীবন যাপনে করবে। আপনি ওয়াজটি শুনে দেখেন বুঝতে পারবেন কতটা অশালীন শব্দ ওয়াজে ব্যাবহার করা হয়েছে।

৯| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫১

কলাবাগান১ বলেছেন: যেখানে পৃথিবী জ্ঞান অর্জনে এগিয়ে যাচ্ছে (মংগল গ্রহে রোবট চালানো), আর আমদের দেশে তৈরী হচ্ছে ধর্মান্ধ মৌলবাদীর দল........

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৯

আলমগীর_কবির বলেছেন: আপনার মত সচেতন মানুষদেরকে এই সব মৌলবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তা না হলে--দেশটা আফগান হবে। তখন মসজিদে মসজিদে বোমা হবে।

১০| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩১

ই এইচ মানিক বলেছেন: মেয়েদের দেখলে যদি আপনার লালা না ঝরে তাহলে এত ঈভ টিজিং নিয়ে আন্দোলন করেন ক্যা???????????

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৪

আলমগীর_কবির বলেছেন: ভাইজান মানুষে কাম, ক্রোধ, লোভ ইত্যাদি আবেগ তো আল্লাহর দেওয়া। আর আল্লাহু আপনাকে ভাল-মন্দ বোঝার বুদ্ধি-বিবেক দিয়েছেন। সেই বিবেক বুদ্ধি দিয়েই তো রিপুগুলোর তাড়না রোধ করতে হবে। আরে ভাই মেয়ে মানুষকি মাংশ নাকি যে সে পঁচে যাবে তাকে ফ্রিজ-আপ করে রাখতে হবে। পর্দার ভেতরে থেকেই হোক তাকেতো অন্ততঃ শিক্ষাদিক্ষাতো গ্রহণ করার সুযোগ দিতে হবে।

১১| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৯

শাম্মী বলেছেন: শফি খামাখা মেয়ে মানুষের পিছনে লাগলো কেন? ইসলাম এ তো সুদ যেকোন অব্স্তায় হারাম। বাংলাদেশের সব ব্যাংক তো সুদ এর বাবসা করে। শফি অথবা অন্য কেও তো সুদ এর বিরুদ্ধে কথা বলেনা? আসল কথা হইল টাকাই সব কিছু । ধর্মের নামে আর কত ভণ্ডামি ?

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৮

আলমগীর_কবির বলেছেন: শাম্মী ভাই িঠকই বেলেছন।

১২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫১

একিউমেন০৮ বলেছেন: @শাম্মী, সুদের কথা বললে তো বলবেন অর্থনীতি ধ্বংস করতে চায়।

১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২৭

আলমগীর_কবির বলেছেন: অর্থনীিত চাঙ্গা করার ব্যাপাের সুেদর িবকল্প থাকেল আপনি তা নিয়ে লিখতে পারেন।

১৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:০৮

mrof বলেছেন: আপনারা কি কখনো কোন অভিজ্ঞতা আলেমদের কাছে জিজ্ঞেস করেছেন যে সুদের বিকল্প হিসেবে ইসলামে কী আছে? আপনারা কখনো বোধহয় কওমী মাদ্রাসা সম্পর্কে সামান্য ধারণাও নেই। যদি থাকতো তাহলে এভাবে কথা বলতেন না।
আপনাদের অবগতির জন্য বলছি, বসুন্ধরায় মুফতি আ.রহমান সাহেবের যেই মাদ্রাসা আছে সেখানে ইসলামী ব্যাংকিং এর আলাদা বিভাগ আছে। যাত্রাবাড়ীর মুফতি কামাল উদ্দিন জাফরি সাহেব বাংলাদেশের বিশিষ্ট ইসলামী অর্থনীতিবীদ। আর আ.মালেক সাহেব যিনি মার্কাযুদাওয়ার আমিনুত তালিম তিনি প্রতি বছরই এ বিষয়ের অভিজ্ঞ লোক জাতিকে উপহার দিচ্ছেন। আর দারুল উলুম করাচির আল্লামা তাকি উসমানী সাহেব সারাবিশ্বে ইসলামী অর্থনীতি সম্পর্কে কনফারেন্স করছেন। এক দু বছর আগে তিনি ঢাকার এক বড় পরিসরে কনফারেন্স করে গিয়েছেন।
কিন্তু দুঃখের বিষয় যে তিনি শাহরুখের মতো নাচুনে সেলিব্রেটি নয়। একারণে তাঁর বাংলাদেশে আগমন সম্পর্কে সাধারণ মানুষ খুবই কম জানে।
এগুলো হচ্ছে আমাদের বড়দের কিছু কার্যবিবরনি। আমদের কওমী মাদ্রাসার পাঠ্যপুস্তকেও এ বিষয় অন্তর্ভুক্ত।আমার লেখা এই ব্লগটা সম্ভবত আপনাদের দৃষ্টিগোচর হয়নি।
আসলে ইলিক্ট্রিক মিডিয়া হুযুরদের দোষগুলোই শুধু ঢোল বাজিয়ে প্রচার করে। তাই হুযুর নাম শুনলেই আপনারা নাক ছিটকান।
আপনারা কয়েকদিন যাবত তেতুল নিয়ে চটকাচ্ছেন। তাই পর্দা নিয়েই যতো আলোচনা চোখে পড়ছে।

১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০০

আলমগীর_কবির বলেছেন: হুমম- যা বোঝার বুঝলাম।

১৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৪

mrof বলেছেন: মেয়েদেরকে হুযুররা বলেনি যে বাইরে কাজ করতে যাওয়া হারাম। তারা শুধু বোঝাতে চেয়েছে বর্তমানে মহিলারা পন্যে পরিনত হয়ে নির্যাতিত লাঞ্চিত হচ্ছে। তাদের বাইরে পরিবেশটা যদি নিরাপদ হয়ে যায় তাহলে মেয়েরা ডাক্তার প্রকৌশলী সব হোক। এখন যদি কোন বাবা মা তার মেয়েকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের দ্বারা নিরাপদে পড়ায়, তাহলে কারও কোন আপত্তি নেই। কিন্তু মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছেন। এবং জানেনওনা আপনার মেয়ে স্কুলে গেল? নাকি বয়ফ্রেন্ডের সাথে ডেটিং এ গেল। আপনিও তো এ কথার সমর্থন করেন যে যেই মেয়েটির বাইরের পরিবেশ নিরাপদ নয় তার বাইরে যাওয়ার দরকার কি? যদি তার বাইরে যাওয়ার প্রয়োজন বাপ ভাই স্বামী মিটাতে পারে। আর যদি এরকম নাইহয়, তাহলে এরকম একটা অসহায় মেয়ে বর্তমান এই ধর্ষণ ইভটিজিং এর কোন সাহসে পর্দা ছাড়া বের হয়।
আর একটি কথা আহমদ শফি সাহেব যে এ কথা বলেছেন এটা কিন্তু অনেকে বলছে প্রযুক্তির টেকনিক। এখন যতো অভিযোগ আল্লাহকেই জানাই। তিনি আমাদের সবাইকে বুঝার তাওফীক দিক।

১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০৮

আলমগীর_কবির বলেছেন: আল্লামা শফি যা বলেছেন ধর্মের রেফারেন্সে কথাগুলো বলেছেন। সেটা কোন সমস্যা নয়। ধর্মের রেফারেন্সের পাশাপাশি যখন নিজস্ব মতামত দিয়েছেন সেইগুলোতে সমস্যা। এই থেকে বোঝা যাচ্ছে ওটা প্রযুক্তির কারসাজি নয়। প্রকাশ্যে একটা ওয়াজ করল-সেটার খোঁজ নিলে সত্য তথ্য বেরিয়ে আসবে।আর তাছাড়া আপনার লেখা পড়ে বোঝা যাচ্ছে আপনি ওয়াজটা পুরোটা শোনেনি। পুরোটা শোনেন তারপর মতামত দেন। আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.