![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত চিন্তা করুন, অন্যকে মুক্ত চিন্তা করার স্বাধিনতা দিন এবং সকলকে ভাল বাসুন।
খেলাটা স্রেফ খেলা হিসাবেই নেওয়া উচিৎ। এখান থেকে শুধুই আনন্দ নেওয়া যেতে পারে। এর সাথে জাতীয়তাবাদ, দেশপ্রেম ইত্যাদি জড়িয়ে ফেলে হার মেনে নেওয়াকে কষ্টদায়ক জায়গায় নিয়ে যাওয়া স্রেফ অর্থহীন। এমনিতেই খেলার সাথে ব্যাপক অর্থের ইনভল্বমেন্ট খেলার সৌন্দর্য্য অনেকটাই নষ্ট করেছে। এরসাথে জাতীয়তাবাদ, দেশপ্রেম নামক কল্পনাপ্রসূত শব্দ জড়ালে হার হলে আপনার মনের সৌন্দর্য্য নষ্ট হবে। হতেই পারে আপনার দেশ খেলায় হারছে। যারা হার মানতে পারেন না হারের পর তারা 11 জন সোনার ছেলেদেরকে ........বানাতে ছাড়বেন না। সুতরাং হার মেনে নেওয়ার মানষিকতা ক্রীড়া সূলভ হওয়া উচিৎ। বিজয় মাল্যতো তার গলাই শোভা পাওয়া উচিৎ যে হাসি মুখে পরাজয় বরণ করতে পারে। সবশেষে জিতলে 1৬ কোটি, হারলে 11 সেটা যেন না হয়।
২| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৯
আলমগীর_কবির বলেছেন: তিক্তভাষীর মুখে মিষ্টি ভাষা শুনে খুব মজা লাগল।
৩| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যদিও এত সংক্ষিপ্ত লেখা ব্লগ পোস্ট হিসেবে খুব একটা পূর্ণতা পায় না, তথাপি আপনি অল্প কথায় খুব সঠিক চিন্তা ব্যক্তি করেছেন। এটা খুবই পজেটিভ এবং সবারই এই সুত্রে চিন্তা করা উচিত।
২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৭
আলমগীর_কবির বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ভাল বলেছেন।
৫| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৬
নিস্পাপ একজন বলেছেন: খেলা খেলাই, দেখেন তো আজ শ্রীলংকা কত খারাপ খেলছে
৬| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৭
যুগল শব্দ বলেছেন:
সবশেষে জিতলে 1৬ কোটি, হারলে 11 সেটা যেন না হয়।
সহমত ++
৭| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৬
সুমন কর বলেছেন: ভালো বলেছেন।
৮| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ৭:২৪
জাফরুল মবীন বলেছেন: অর্থপূর্ণ ও যুক্তিযুক্ত কথা বলেছেন।
ধন্যবাদ আপনাকে।
৯| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৮
আলমগীর_কবির বলেছেন: মন্তব্যকারী সকল বন্ধুদেরকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৬
তিক্তভাষী বলেছেন: একদম সঠিক চিন্তা। আসুন সবাই এভাবেই যেনো খেলাকে খেলা হিসেবেই দেখি।