নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশপ্রেম ছাড়া; দেশ ও জনগণের উন্নতি কামনা করা যায় না।

মজুমদার আলমগীর

মজুমদার আলমগীর › বিস্তারিত পোস্টঃ

দৃশ্যপট

০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০২

দৃশ্যপট ১:
রাস্তায় চলাফেরা করছি এই কয়েকটা বছর; এই পর্যন্ত কোন খানা-খন্দক(গর্ত বা নষ্ট রাস্তা) চোখে পড়লো না। সত্যিই আমাদের দেশ কতইনা উন্নতি হয়েছে। আমরা এখন উন্নত দেশের তালিকায় আসতেছি।
রাস্তায় নাই কোণ জ্যাম(যানযট) গাড়ীর স্পীড অনেক বেশি রাস্তা খুব পাকা। কি সুন্দর বাতাস বয়ে যাচ্ছে। অনেক দূর পর পর কিছু মানুষ দেখা যায়।
বাসায় মশারি ছাড়াই ঘুম চলে আসে। কি সুন্দর নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করছে। খাবার খাচ্ছি দেদারছে; চেহারা বেশ ফুটে ফুটে, নাদুস-নুদুস। খাবার বার বার পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ফরমালিন বা প্রিজাভেটিভ থাকার তো কোন প্রশ্নই আসে না। কি ফ্রেশ তরতাজা খাবার।
বাসায় ইন্টারেনেট ফ্রি, চলাফেরায় কোন খরচ নাই। যাই খরচ হোক না কেন তা আবার ফেরত পাওয়া যাচ্ছে।
দৃশ্যপট ২:
ঐই ব্যক্তির কাছে “রাস্তায় সমস্যা আছে, যানযট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, মোবাইলের নেটওয়ার্ক ঠিকমত পাওয়া যায় না আবার ইন্টারনেট ফ্রি, মশার ধুমধাম মহা উৎসব এর মধ্যে দিয়ে রাত পার করতে হয়। সকালে ঘুম থেকে উঠে দেখে শরীরে বড় দানা ফুটে আছে। শুধু চুলকাচ্ছে। খাবার খেতে কত যে সমস্যা হচ্ছে। ফরমালিন ছাড়া খাবার কল্পনা করা যায় না। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে”। এই কথাগুলো বললে সে বিশ্বাস করবে কিভাবে।
আমাদের দেশে উন্নয়নের পিছনে প্রধান অন্তরায় হলো এটা। “সরকারী কর্মকর্তারা দৃশ্যপট ১; সাধারণ জনগণ দৃশ্যপট ২”। কর্মকর্তারা ভাবে সবই ঠিক ঠাক আছে আর দরকার কি? আগে আমাদের পকেট ভর্তি করে ভারি করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.