নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সূর্য থেকে অসম্ভব শক্তিশালী আলোকরশ্মি চাঁদের উপর পড়ে। সে চাঁদ কিছুদিন জোছনা বিলায় আমাদের মাঝে।অমাবস্যায় কেউ চাঁদকে ভুলে যায় না।অপেক্ষা করে জোছনা ফিরে আসার ।সূর্য না হই ,মাঝে মধ্যে জোছনা হতে চাই।অমাবস্যায় হাহাকার হতে চাই মানব মনে।

আলমগীর জনি

গল্প বলি

আলমগীর জনি › বিস্তারিত পোস্টঃ

কথাবার্তা-১

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:১৫



-আপনি এমন একটা মেয়ে যার প্রেমে যে কেউ যে কোন সময়ই পড়তে পারে।
-তুমি পড়েছ?
-না পড়ার কোন কারণ নাই।
-তুমি না মহামানব?
-তো?
-মহামানব দের না প্রেম করতে নেই?
-কে বলেছে?
-তুমিই তো বলেছ ।
-আপনি আমাকে মহামানব ভাবতেন?
-না ভাবলে তোমার সাথে সেদিন সারাদিন হাঁটলাম কেন?
-হেঁটেছেন কবিতার বলে।
-কোন কবিতা?
- "পাশাপাশি হাঁটব চলো গল্প বলার ছলে"-আমার লিখা আপনাকে নিয়ে লিখা একমাত্র কবিতা।
-কবিতা বলছ কেন? এক লাইনে কবিতা হয়?
-এক লাইনে যদি আস্ত একটা গল্প হতে হয় পারে তবে কবিতা কেন নয়?
-তুমি আবোলতাবোল বকছ ।
-আপনার কাছে আবোলতাবোল মনে হওয়ার কথা নয়।
-কেন?
-আপনি একজন মহামানবী।
-আমি মহামানবী নই।আমি শুধুই মানুষ।
-সেটা আপনার কাছে।আমার কাছে নয়।আমার কাছে আপনি মানবী।মহামানবীর কাছাকাছি মানবী ।একটু ঘষামাজা করলেই মহামানবী হয়ে যাবেন ।
-ঘষামাঝা কে করবে ?
-পাক্কা স্বর্ণকার ।
-সে কে?
-আমিও হতে পারি।
-কাজের কথায় আসো।
-কি কাজ? কি কথা?
-আগে বলো তুমি এখন আবার আমাকে আপনি করে বলছ কেন?
-কিছু মানুষকে আপনি বলতে হয়।
-আমি তো মানুষ না।আমি না মহামানবী?
-আপনার সাথে আপনি টা যায় ।
-মাঝখানে তো তুমি ডাকতে ।
-আপনাকে প্রেমের ফাঁদে ফেলতে চেয়েছিলাম সেজন্য ।
-তুমি এত সুন্দর করে মিথ্যা বলো কিভাবে?
-মিথ্যার কি হলো এখানে?
-আমি তোমার চেয়ে বয়সে বড় এজন্যই তুমি আমাকে আপনি ডাকো।
-আমি মিথ্যা বলি না। মহামানবদের মিথ্যা বলার অধিকার নাই।
-ভালোবাসার অধিকার আছে?
-আগে ছিল না।সম্ভবত আজকে থেকে থাকতে পারে।
-আগে ছিল না কেন?
-সমগোত্রীয় কিছুর মিলন প্রকৃতি পছন্দ করে না।
-সমগোত্রীয়?
-একজন মহামানবী আর একজন মহামানবের মধ্যে মিলন প্রকৃতি মেনে নিবে না।
-আমি মহামানবী না।
-সেটা বুঝতে পারছি।মহামানবী হলে আপনি আমার কাছে ফিরে আসতেন না।
-কেন? মহামানবীদের কি মানবীয় গুণাবলী থাকতে নাই?
-আছে তবে মহামানবীরা ভুল করে না।মানুষের ভুল করার অধিকার আছে, মহামানব- মহামানবীদের নাই।
-কোনটা ভুল?
-এই যে আবার ভুল করে আমার কাছে আসা।
-ভুল করে আসি নি।
-ইচ্ছে করে এসেছেন?
-হুম।
-জয় সাহেবের কি হবে ?
-তাকে তোমার ভালোবাসার কাছে পরাজয় স্বীকার করে নিতে হয়েছে ।
-তিনি তখন পরাজিত হন নি কেন?
-সময় তার পক্ষে ছিল।
-এখন কার পক্ষে?
-যার সামনে দাঁড়িয়ে আছি।
-আপনি চলে যান।
-তুমি চাইছ আমি চলে যাই?
-তখন আসেন নি কেন?
-আবছা ভালোবাসায় কিছু হয় না।
-কোনটা আবছা ভালোবাসা?
-তুমি যা দেখিয়েছ।
-আর এখন ?এখন কি দেখছেন?
-একজন মহামানব ভালোবাসার জন্য তার স্বঘোষিত মহামানব তকমা ফেলে দিতে আগ্রহী।
-আপনাকে আমি বলেছি ?
-বলা লাগে না ।মেয়েদের অনেক কিছু বুঝার ক্ষমতা আছে।
-আমার চোখে পানি দেখছেন ?
-দেখছি কিন্তু গুরুত্ব দিচ্ছি না ।
-কেন ?
-পুরুষের চোখের পানি প্রকৃতি পছন্দ করে না ।
-প্রকৃতি কি পছন্দ করে ?
-ভালোবাসা।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০১

Rupok (Death) বলেছেন: প্রকৃতি ভালবাসার চেয়ে ভালবাসার মৃত্যু বেশী পছন্দ করে।

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৪

আলমগীর জনি বলেছেন: আমরা তো মৃত্যুটাকেই ভালোবাসা মনে করি

২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০৩

Rupok (Death) বলেছেন: প্রকৃতি ভালবাসার চেয়ে ভালবাসার মৃত্যু বেশী পছন্দ করে।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০৫

Rupok (Death) বলেছেন: প্রকৃতি ভালবাসার চেয়ে ভালবাসার মৃত্যু বেশী পছন্দ করে।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০৫

Rupok (Death) বলেছেন: প্রকৃতি ভালবাসার চেয়ে ভালবাসার মৃত্যু বেশী পছন্দ করে।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০৫

Rupok (Death) বলেছেন: প্রকৃতি ভালবাসার চেয়ে ভালবাসার মৃত্যু বেশী পছন্দ করে।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৬

রাজীব নুর বলেছেন: বাহ!!

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৫

আলমগীর জনি বলেছেন: :)

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯

বাংলার মেলা বলেছেন: নারীই তাহলে প্রকৃতি - যে চোখের পানিকে পছন্দ করেনা, পছন্দ করে ভালোবাসা। শক্তি সামর্থ দিয়ে নয়, প্রকৃতিকে জয় করা যায় 'ভালোবাসা' দিয়ে। নারীর মধ্যে প্রাণের প্রকাশ - প্রকৃতিতে অস্তিত্বের প্রকাশ

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭

আলমগীর জনি বলেছেন: দিন শেষে আমরা নারীর দ্বারস্থই হই ভালোবাসার জন্য ।এটাই প্রকৃতির চাওয়া। তাই সম্ভবত এটাই ভালবাসা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.