![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পেয়ারকা লাভ, মন উদাসিনী প্রেয়সী, অনন্ত যৌবনা প্রিয়তমা,আমার লাইলি, আমার শিরিন, আমার রাধা, আমার জুলেখা, আমার ভালোবাসা বিশ্ব সুন্দরী রানি হেলেন, আমার ১২ বছরের কষ্টের রজকিনি, আমার অনন্ত বাসনা র্পূণ অমর সুন্দরি দেবি র্দূগা,আমার মমতাজ, আমার জোসনা তুমার জন্য সামান্য একটা গান ।
তাং-০২/১২/১৭
লেখা ছিলনা নাম যুগল খাতায়,
তবুও ছিলে তুমি হৃদয়ের পাতায় পাতায়।
শেষ উপহার, কানের দুল দেওয়া হলোনা,
তুমিও আর আমার হলেনা।
রজনীগন্ধা পড়াবো খোপায়,
সুভাস ছড়াবে তারায় তারায়।
লেখা ছিলনা নাম যুগল খাতায়,
তবুও ছিলে তুমি হৃদয়ের পাতায় পাতায়।
সুন্দরী সে, সুন্দর তার মুখের হাসি।
অপলক দৃষ্টি তার, আমি ভালোবাসি।
আমি ভালোবাসি, আমি ভালোবাসি।
তার কাঁজল কালো আঁখি।
ফিরে আসো ফিরে আসো,
আমার প্রাণের সখি।
লেখা ছিলনা নাম যুগল খাতায়,
তবুও ছিলে তুমি হৃদয়ের পাতায় পাতায়।
আছো বল কোন ঠিকানায়,
কোন অজানায়?
কোন সে নীড়ে,
হাজার মানুষের ভিরে।
আমি ভালোবাসি, আমি ভালোবাসি।
তার কাঁজল কালো আঁখি।
ফিরে আসো ফিরে আসো,
আমার প্রাণের পাখি।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২২
কামরুননাহার কলি বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২২
কামরুননাহার কলি বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯
আলামিন বাদশা বলেছেন: ধন্যবাদ কামরুন নাহার।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২২
কামরুননাহার কলি বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।