![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠান্ডা আলোকে বিজ্ঞানের ভাষায় প্রতিপ্রভা (phosphorescence)বলা হয়।প্রতিপ্রভা কথাটির আভিধানিক অর্থ হলো জীবদেহ থেকে আলোর বিচ্ছুরণ।আমরা যে লাইট ব্যবহার করি তাতে তাপ উত্পন্ন হয় বলে আলো কম পাই এবং বিদ্যুত্ শক্তির অপচয় হয়।কিন্তু আগুনে মাছি বা জোনাকি পোকা থেকে যে আলো পাই তাতে তাপ উত্পন্ন হয়না বিধায় আলো এত উজ্জ্বল। কিন্তু বিষয়টা হলো জোনাকিরা আলো দেয় কিভাবে?
শ্বাস প্রশ্বাসের সাথে যখন আলো দেহের শ্বাসনালির ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ট্রাকিয়ার ভেতর দিয়ে প্রবাহিত হতে থাকে, তখনই লুসিফেরিনের সাথে অনুঘটক উতসেক লুসিফারেজের বিক্রিয়ায় আলো উত্পন্ন হয়।
আধুনি বৈজ্ঞানি যন্ত্রপাতি ব্যবহার করে জানা গেছে এখানেও অতি সামান্য ০.০০১ডিগ্রি সেলসিয়াস তাপ উত্পন্ন হয়।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
আলামিন বাদশা বলেছেন: তারেক ভাই, সবার কাছ থেকে বিজ্ঞান বিত্তিক লেখা আশা করছি।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৫
তারেক_মাহমুদ বলেছেন: ভালই