![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাকরি ও দক্ষতা
আমরা সবাই যেকোনো একটা চাকরি চাই।সরকারি না হলে বেসরকারি যে করেই হোক আমাদের চাকরি দরকার।এরকম অনেক মানুষ দেখেছি যে তারা যদি লেখাপড়া শেষ করে চাকরি না পায় তাহলে আত্মহত্যা করবে এরকম অবস্থা।অন্যদেরকেও তাদের মতো ভাবে যে এই তুমি ত ভালো ছাত্র না, ভালো করে পড় না কি করবা? জীবনে চলতে গেলে সার্টিফিকেটের দরকার নাই।ভালো কিছু করতে গেলেও সার্টিফিকেটের দরকার নাই।দরকার হলো কাজ –কাজ-কাজ আর দক্ষতা।
আপনি অনার্স পাশ করেছেন ভালো কথা এটা সবার করতেই হবে না করলেও দোষ নাই। অনার্স করার পর যখন আপনি যেকোনো একটা চাকরি চান, যে একটা হলেই হবে যা হবে তাই করবো, আমি আপনাকে বলি আপনি কি যে কোনো চাকরি হলেই করতে পারবেন? আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কোন কাজটা অন্যদের তুলনায় একটু বেশি ভালো করে করতে পারেন? যে কাজটায় আপনার দক্ষতা আছে সেখানেই আপনাকে কাজ দেওয়া হবে।আপনি ত কিছুই উত্তর দিতে পারবেননা, কারন কোনো কিছুই আপনি পারেননা।আপনি সব কিছুই পারেন কিন্তু কোনো কিছুই ভালো পারেননা । তাহলে আপনি ত বেকার-ই থাকবেন, কারন আপনি সবকিছুই জানেন কিন্তু কোনো কিছুতেই মাস্টার না।আপনাকে অন্যের অধীন হয়েই এখন কাজ করতে হবে।আপনি যেখানেই যাননা কেন কারো থেকে বেশি দক্ষ না। যদি মুচির ওখানেও যান তাহলে মুচির থেকে বেশি ভালো করে আপনি জুতা মেরামত করতে পারবেননা। ভাই আমাদের দক্ষ মানুষ দরকার হোকনা তা যে কোনো কাজ। আমাদের দক্ষ জনবল দরকার বেকারের অভিশাপ থেকে বাচঁতে।পৃথিবীর মহৎ মানুষদের জীবনী দেখেন তারা সবাই দক্ষতা আর বাস্তবতাকে মূল্যায়ন করতো।আমাদের ছেলে মেয়েদের আমরাই বেকার বানাই তারা যা করতে চায় তাই যদি করতে পারতো তাহলে তারা এমন এক জায়গায় পৌছাত যেখানে আজ পর্যন্ত কেউ যাইতে পারেনি।ভালো কিছু করতো। ক্লাসে ৬০ জন ছাত্র থাকলে সবার রোল ১ হয়না। ১ থেকে ৬০ পর্যন্তই হবে।এর মানে রোল ১ এর চেয়ে বাকিরা ভালো কিছু করবেনা এমন না।১ সহ সবাই ভালো করবে কিন্তু চেষ্টা করতে হবে।সফল বীর, সফল যোদ্ধা, বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙ্গালীর তালিকায় যারা, সফল ধনি,সফল মেধাবি এদের কারোরি একাডেমিক সার্টিফিকেট ভালো ছিলনা। সাথিরা আমার অন্যের কথায় কান না দিয়ে বোঝতে শিখুন।
©somewhere in net ltd.