![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইহুদীরা একবার মুসা নবীর অনুপস্থিতিতে বাছুর পুজায় লিপ্ত হয়েছিলো। ঘটনাটি ছিল এরকম, সামেরি নামে এক লোক বাছুর আকৃতি এক ফেরেস্তাকে ঘটনাক্রমে দেখে ফেলে। পরে সে লোকদের অলঙ্কার গলিয়ে সেই ফেরেস্তার মূর্তি বানিয়ে পুজা আরম্ভ করে দেয়। মুসা (আঃ) ফিরে এসে স্তম্ভিত। (Quran, 20:86-96)
মূর্তিটি বাইবেলে "Golden Calf" নামে সুপরিচিত।
বহু-ঈশ্বরবাদী ধর্মগুলোর দেবতারা তবে কি ফেরেস্তাদের অন্তর্ভুক্ত?.........
হিন্দু ধর্মে মহাপ্রলয়ের নায়ক হিসেবে শিবের কথা বলা হয় যার এক বিশেষ অঙ্গের(?) দৈর্ঘ্য নাকি স্বয়ং ব্রহ্মাও জানেনা(?) । আর ইসলামের প্রলয়ের ফেরেস্তা হল ইস্রাফিল, যিনি একটা শিঙা হাতে নিয়ে হাঁটু গেড়ে উবু হয়ে বসে রয়েছেন স্রস্টার নির্দেশের অপেক্ষায়। দৃশ্যটা কল্পনা করলে, আপনি শিবের সাথে তাঁর অনেক মিল খুজে পাবেন। কে জানে হয়তো, কোনও ধ্যানাবিস্ট মুনি ঋষি উবু অবস্থায় ইস্রাফিলকে দেখে তাঁর শিঙ্গাকে অন্য কিছু ভেবেছেন আর সেই থেকে...
আল কোরানে বলা হয়েছে, এমন কোনও জনগোষ্ঠী নাই যেখানে তিনি নবি-রাসুল পাঠান নি।
হিন্দু ধর্মে একজন স্রস্টার কথা বলা হয়। আর তাঁর নাম "ব্রহ্মা"। ব্রহ্মার সাথে কি আল্লাহর মিল খুজে পাওয়া যায়? শব্দ দুটি লক্ষ করুন। দুটিই দুই syllable বিশিষ্ট।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮
শের শায়রী বলেছেন: ভাই ভয়াবহ দুর্দান্ত পোষ্ট। আপনার যুক্তি এক্কেরে অকাট্য। শিবের লিঙ্গ আর ইস্রাফিলের শিঙ্গা এক কইরা ফালাইছেন। ভাই আপ্নে কোতায় ছিলেন এত দিন আপ্নারে আমি পাই নাই ক্যা? ব্রহ্মা আর আল্লাহ র সিলেবল এক!!!!!!!!!
ইয়া মাবুদ, তুমি এর জ্ঞানের পরিধি সামান্য কমিয়ে দাও নাইলে এ জগত কে তোলপাড় করে ফেলবে।
ভাই পোষ্টে ভালো লাগা।