![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিলাদ পড়ানো অনেকে বিদআত মনে করেন। আবার, অন্যরা মিলাদের পক্ষে কোরান শরিফের একটা আয়াতের রেফারেন্স দেন..
"‘আল্লাহ এবং তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ প্রেরণ করেন। হে মুমিনগণ! তোমরা তাঁর প্রতি দরুদ প্রেরণ কর এবং তাঁকে যথাযথ সালাম জানাও’(সূরা আহযাব, ৫৬)
যৌক্তিক বটে।
ধরুন, কালকে মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখলেন, একদল লোক নামাজের বাইরে, জামাতের সাথে রুকু করা শুরু করে দিয়েছে এবং তার সপক্ষে কোরানের আয়াতের রেফারেন্স দিচ্ছে তাহলে আপনি কি তাদের পথ অনুসরন করবেন?
"সালাত কায়েম করো এবং যাকাত দিয়ে দাও। আর যারা রুকু করে তাদের সাথে রুকু করো" (সূরা ২ আল বাকারা : আয়াত - ৪৩ )
এরকম আরও আছে...যেমন
"শপথ তাহাদের যাহারা সারিবদ্ধ ভাবে দণ্ডায়মান..."
বস্তুত, এ সমস্ত আয়াতে নামজের অংশ-বিশেষের কথাই বলা হয়েছে। প্রথমোক্ত আয়াতও তাই...কারন, নামাজের শেষ পর্যায়ে দরূদ শরীফ পাঠ করতে হয়।
ইতিহাস সাক্ষী, মিলাদ আমাদের উপ-মহাদেশে প্রবর্তিত, যার কোনও অস্তিত্ব রাসুল (সঃ) এর সময়ে ছিল না। ...নেকির আশায় বিদআতের ঝুকি নেয়া কি ঠিক?
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫৫
জ্যাক স্মিথ বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ পোস্ট, অনেক কিছু জানা হলো।
আল্লাহুম্মা সাল্লি আলা...এর পুরোটা বলেন একটু শুনি।