নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনিতে পারি নাই্। চিনিতে পারিলে বলিব।

আলামিন১০৪

আলামিন

আলামিন১০৪ › বিস্তারিত পোস্টঃ

সুগার ড্যাডি

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৪৬




ফেসবুকে বা ইউটিউবে মাঝে মধ্যে অসম বিয়ের ঘটনা নিয়ে ট্রল করতে দেখি। কিন্তু আমার বুঝে আসে না যে কেন এই ট্রল। একটা মেয়ে টাকার লোভে বা বিদেশী ভিসার লোভে তার চেয়ে ঢের বেশি বয়সী একজনকে বিয়ে করতেই পারে। তাতে সমাজের এত মাথা ব্যাথা কেন? দরিদ্র পরিবারের কেউ যদি একটু ভালো খাবার বা একটু ভালো থাকার লোভে বয়স্ক একজনকে বিয়ে করে তাতে আপনার কী?

ব্যবসা বা করপোরেট জগতে “ট্রেড অফ” বলে একটা শব্দ আছে। অনেক সময় চুক্তি পত্রে সামগ্রিক বিচারে কিছু ক্ষেত্রে ছাড় দেয়া হয়। তাতে কি সবাই ট্রল করে? বেশী বয়সী পুরুষ বা নারীকে বিয়ে করাটাও এক ধরনের ট্রেড অফ, এটা আপনারা মানতে চান না কেন? আসলে বাঙ্গালীরা পরশ্রীকাতর..অন্যের সুখ সহ্য করতে না পেরে নানা কথা বলে বেড়ায়.।

একটা বিষয় চিন্তা করে দেখুন তো, নীচু শ্রেণীর একজনের উপরে উঠার জন্য এর চেয়ে সহজ আর কী আছে? এই সুযোগে যদি গরীবদের একটা স্বপ্ন পূরন হয় তাতে আপনার কোথায় টাঁটায়?

সমাজে ধনিক শ্রেণীর পুরুষেরা নিজের বয়স্ক স্ত্রীকে যখন ভালো লাগেনা তখন কী করে? বেশ্যা খুঁজে, বেশ্যা.. এমনকি মডেলও টাকার লোভে শয্যা সঙ্গী হয়..কই তখন তো কিছু বলেন না..


”নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি।” ...২৪:১৯

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: এরা মূলত সমাজের আগাছা।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:১৩

আলামিন১০৪ বলেছেন: তাহলে এক খান হোটেল খুলে তার আড়ালে দেহপসারিনী নিয়োগ দেন..আলগা কামাই তার উপর আগাছা-নাশক, নাকি অলরেডি খুলে ফেলেছেন?

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: কথা ঠিক আছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:১৬

আলামিন১০৪ বলেছেন: কথা ঠিক হলেও আমাদের লাভ নাই, নতুন বউ এর জন্য আলাদা বাসা লাগবে।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মহাজাগতিক চিন্তা বলেছেন: কথা ঠিক আছে।


তাইলে আপনেও কি চান নাকি!

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:১৭

আলামিন১০৪ বলেছেন: ভালো হইতে পয়সা লাগে না

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৯

সৈয়দ কুতুব বলেছেন: পুরান ঘটনা নিয়ে লেখার কোনো কারন থাকতে পারে কি ?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:১৮

আলামিন১০৪ বলেছেন: ট্রল এখনো চলে, মানুষকে সমাজ সুস্থ্যভাবে বাঁচতে দিচ্ছে না

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪০

বিজন রয় বলেছেন: নষ্ট সমাজের নষ্টামি।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:১৯

আলামিন১০৪ বলেছেন: রেড লাইটের নস্টামি

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




জেনারেশন একাত্তর বলেছেন:



আপনার পায়খানা-রোবোটিক্স ফ্যাক্টরী কি আপনার বাসায়?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:২১

আলামিন১০৪ বলেছেন: পুরোপুরি অপ্রকৃতস্থ, গারদে পুরে দেন, যেন যত্র তত্র দুর্গন্ধ না ছড়াতে পারে

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৬

কামাল১৮ বলেছেন: প্রত্যকের স্বাধীনতা আছে তার নিজের মতো করে বাঁচার।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:২৪

আলামিন১০৪ বলেছেন: হুম, তাহলে বাল্য বিয়ে নিয়ে কি মত আপনার- প্রেমের ছলে খেলে দোষ নাই কিন্তু বিয়ে করলে দোষ?

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওটা একটা লম্পট।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.