| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[link||https://opd.bmu.ac.bd/] Online Appointment
ডায়াবেটিস রোগী, সকাল বিকাল হাঁটতে হয়। একদিন সকালে প্রাতঃভ্রমণ শেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঝা-তকতকে নতুন ভবনে গেলাম ডাক্তার দেখাতে। । পূবালী ব্যাংকের টিকেট কাটার ৮-১০ টা বুথে বর্হিবিভাগের রোগীদের লম্বা লাইন। রোগীদের ভীড়ে ত্রাহি ত্রাহি অবস্থা। ব্যাংকের কর্মীরাও ন্লথ গতির। লাইনে দাঁড়িয়ে টিকেট কাটতে কমছে-কম ১ ঘন্টার মামলা। লাইনে দাঁড়াব কি চলে যাব এরকম দুমনা মন নিয়ে সাতপাঁচ ভাবছি। এমন সময় চোখে পড়ল অনলাইন টিকেটিং এর ব্যানার। কিউআর কোড স্ক্যান করে ৩০ টাকা বিকাশে পে করে তৎক্ষনাৎ টিকেট করে ফেললাম। মনে মনে বিশ্বজয়ের আনন্দ। এরপর কী করণীয় জানতে তথ্য কেন্দ্রে গিয়ে যা শুনলাম তাতে চক্ষু চড়ক গাছ। আমাকে বলা হলো, এরপর পূবালী ব্যাংকের বিশেষ এক কাউন্টারে দাঁড়িয়ে টিকেট নামক কাগজ নিতে হবে। আমি বললাম, প্রিন্টার থেকে অনলাইন টিকেটের প্রিন্ট-আউট আনলে হবে না? আমার কথা শুনে তথ্য কেন্দ্রে বসা লো্কটি যে লুক দিল তাতে আমি আশা দেখতে পেলাম না। আমিও গলা সপ্তমে চড়িয়ে বললাম, আমাকে যদি লম্বা লাইনে দাড়িয়ে টিকেট কাটতে হয় তাহলে অনলাইন সিস্টেমের মানে কী?
আপনারা কেউ মানে জানলে আমাকে জানিয়ে যাবেন প্লিজ
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: রাইট।