নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাগল

আল আমিন ২০১৬

আমি হাতুড়ে পাগল।

আল আমিন ২০১৬ › বিস্তারিত পোস্টঃ

জীবনের কিছু বাস্তব কথা। পার্ট- দুই

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৩

১। রহস্য সৌন্দর্যের সৃষ্টি করে।
কৌতূহলেরও জন্ম দেয়।
বলার আগে শুনে নাও, প্রতিক্রিয়া
দেখানোর আগে চিন্তা কর,
সমালোচনার আগে ধৈর্য্য ধর,
প্রার্থনার আগে ক্ষমা চাও, ছেড়ে
দেয়ার আগে চেষ্টা কর।

২। না চাইতেই যা পাওয়া যায়, তা
সবসময় মূল্যহীন।

৩। পায়ের আলতা খুব সুন্দর জিনিস।
কিন্তু আলতাকে সবসময় গোড়ালীর
নিচে পড়ে থাকতে হয়, এর উপরে সে
উঠতে পারেনা।

৪। অতিরিক্ত যেকোন কিছু পতন নিয়ে
আসে। সবকিছু তাই নির্দিষ্ট সীমায়
রাখাই শ্রেয়।

৫। চুপ থাকা খুব সহজ একটা কাজ।
পারস্পরিক বহু সমস্যার সমাধান শুধু
চুপ থাকলেই হয়ে যায়। কিন্তু মানুষের
সবচেয়ে বড় অযোগ্যাতা হচ্ছে সে মুখ
বন্ধই রাখতে পারে না, অপ্রয়োজনে
অনর্গল বকে যায়।

৬। দুর্নামকারীরা সাধারণত
আড়ালপ্রিয়। সামনে ভাল মানুষ
সেজে বসে থাকে।

৭। বুদ্ধিহীনরা তর্কবাজ হয়। নিজের
বুদ্ধির অভাব তর্ক দিয়ে ঢাকতে চায়।
বিচার যখন থাকে না, সমস্যার
সমাধানও হয় না। সব সমস্যা বরং
পুঞ্জীভূত হয় আরও। আমাদেরও তাই
হচ্ছে।

৮। পরিস্থিতিই মানুষকে তৈরি করে।
পরিস্থিতি যখন বদলে যায়, মানুষও
তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের
মত। পাত্রের সঙ্গে সঙ্গে সে তার
আকার বদলায়।

৯। এই পৃথিবীর প্রতিটি দিনই
সম্ভাবনার। সম্ভাবনাময়ী এখানে
আসলে আমাদের প্রতিটি মুহুর্তই।
মানবজাতি ধীরে ধীরে সব
সুযোগকেই উপলদ্ধি করবে। অবশ্যই সব
সম্ভাবনাকে বাস্তবে রূপ দিবে।

১০। উপকার করার পর 'করেছি' বলার
চেয়ে সাহায্য না করাই শ্রেয়।

১১। জীবনের জটিল ও মূল বিষয়গুলো
মানবজাতির কাছে রহস্যাবৃত হয়ে
থাকে। এর চেয়ে সুন্দর আর কী হতে
পারে?

১২। চলতে শুরু না করলে পথ হারাবার
ভয় থাকে না। কিন্তু তাতে গন্তব্যে
পৌছানোর আশাও ফুরিয়ে যায়।

১৩। মৃত্যুপথযাত্রী মানুষ কারও কাছ থেকে
বিদায় নেয় না। মায়া নামক ভ্রান্তি
তাকে ত্যাগ করে। গ্রাস করে তখন ভয়
নামক অনুভূতি। মৃত্যু ভয়াবহ নয়,
কুৎসিতও নয়। এর সৌন্দর্য জন্মের
চেয়ে আসলে কোন অংশে কম নয়। এই
অংশের সাথে পরিচিত নই বলেই
আমরা একে এত ভয় পাই।

১৪। ভয়াবহ বিপদ কিংবা দুর্যোগের
সামনে মানুষ অসহায় হয়ে পড়ে। একে
অন্যের কাছে আশ্রয় খোজেঁ, আশ্রয়
খোঁজে প্রকৃতির কাছে। সবাই
দাঁড়িয়ে যায় একই কাতারে। বৈষম্য ও
অনাচার বেষ্টিত এই আবাসভূমি হয়ে
যায় সাম্যবাদের উৎকৃষ্ট নিদর্শন। বড়
ধরণের বিপদ-আপদের প্রয়োজন তাই
পৃথিবীতে এখনও আছে।প্রতিটি
বিপদের দুটি অংশ থাকে। বিপরীত
অংশটি হল জীবন।

১৫। নগদ টাকা আলাদীনের চেরাগের মত।
হাতে থাকলে পৃথিবী নিজের হয়ে
যায়।

১৬। পথ কখনও শেষ হয় না। দীর্ঘ ভ্রমণের
পর গন্তব্যে পৌছেও কেউ স্থির
থাকে না। ছুটতে শুরু করে অন্য কাজে,
অন্য পথে, অন্য আরেক লক্ষ্যস্থলে।

১৭। এক একটি দিন শেষ করে আমরা
এগুতে থাকি চুড়ান্ত যাত্রার পথে।

১৮। মানবমৃত্যুই পথের সমাপ্তি। নিরন্তর
ছুটে চলা মানুষের শেষ গন্তব্য। সবাই
মারা যায়। কিন্তু সবাই চলে যায় না।

১৯। নিঃস্বার্থ কর্মী মানুষরা মৃত্যুর পরও
থেকে যায়, কর্মপূণ্যে থেকে যায়
মানুষের মনে - যুগের পর যুগ ধরে।

২০। সৎ থাকো। অবশ্যই সুখী হবে।

আরো জানতে পড়ুন জীবনের কিছু বাস্তব কথা। পার্ট- এক

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.