নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল আমিন ৬০০৯

আল আমিন ৬০০৯ › বিস্তারিত পোস্টঃ

সমুদ্র বিজয় হয়েছে?

১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি রায়ের বিচারকদের নাম হচ্ছে জার্মানির রুডিজার উলফ্রাম ফ্রান্সের জ্যাঁ পিয়েরে ঘানার টমাস এ মেনশাহ অস্ট্রেলিয়ার আইডান পিয়ারার এবং ভারতের পি এস রাও।বিচারকদের মধ্যে এক জন ভারতীয়ও আছে যাকে ভারত সুপারিশ করে বিচারক করেছে।এখানে কোন বাংলাদেশী বিচারক নাই কেন! রহস্যজনক।তার মানে ভারতকে ছয় হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের সমুদ্র দিয়ে দেওয়াই এর উদ্দেশ্য ছিল।সরকার ভারতীয় বিচারকের ব্যাপারে কোন আপত্তি উপস্থাপন করে নাই।যেই দেশের বিরুদ্ধে রায় সেই দেশের বিচারকই যদি বিচার কার্যে থাকে তখন ন্যায় বিচারের সম্ভাবনা থাকে না অবিচার হয় যেমনটি হয়েছে বাংলাদেশের ব্যাপারে।বাংলাদেশের ছয় হাজার বর্গ কিলোমিটার সমুদ্র নিয়ে গেছে ভারত আর আমরা ও আমাদের মিডিয়া বলছে সমুদ্র বিজয় হয়েছে এর চেয়ে বেশি বিশ্বাস ঘাতকতা দেশের সাথে হয় কি?

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

উন্মাদ" বলেছেন: ছি এদের লজ্জা নাই,ভারতের কাছে বাঁশ খায় আর দেশে এসে বলে চুমা খাইছি।লগে দেশটারেও বাঁশ খাওয়ার বেবস্থা করে দেয়

২| ১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

আল আমিন ৬০০৯ বলেছেন: +

৩| ১০ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪০

াহো বলেছেন:
Some Observation
1)তালপট্টির আয়তন মাত্র ১ দশমিক ১৩ কিলোমিটার। আর রেডক্লিফের কল্যাণেই এর চেয়ে কয়েক গুণ বড় গোটা হাড়িয়াভাঙ্গা নদীটা পেয়েছি। এই নদী ভারত ব্যবহার করত। সেটা এখন তারা পারবে না।.

2)বঙ্গোপসাগরের অভ্যন্তরে অবস্থিত ২৮টি গ্যাস ব্লকের মধ্যে অধিকাংশই এখন বাংলাদেশের। ২০১২ সালের রায়ে মিয়ানমারের সঙ্গে বিরোধপূর্ণ ১৭টি ব্লকের মধ্যে ১১টি পেয়েছিল বাংলাদেশ। আর ভারতের দাবিকৃত ১০টি ব্লকের সবগুলোই বাংলাদেশ পেয়েছে। আর একটি ব্লক আগে থেকেই বাংলাদেশের ছিল.

3)সমুদ্রে বিলীন দক্ষিণ তালপট্টি ভারতের.

4)হেগ-এর পাঁচ বিচারক সমন্বয়ে গঠিত স্থায়ী সালিশ আদালতের অন্যতম সদস্য ভারতের ড. প্রেমারাজু শ্রীনিবাসা রাও কয়েকটি ক্ষেত্রে অপর চার বিচারকের সঙ্গে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) পোষণ করেন। তবে ড. রাও অধিকাংশ ক্ষেত্রে একমত হন।.

5)সমুদ্রসীমা---বিবিসি বাংলা ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স.
বাংলাদেশরে জয় বলেছে.

6)আদালত বলেছেন, রেডক্লিফ ১৯৪৭ সালে যে লাইন ড্র করে দিয়ে গেছেন, সেটাই সীমান্ত।.

7) দেখুন কলকাতার Telegraph পত্রিকার আহাজারি online.

8)As far as I know , there is a time frame to apply . You can not apply after this time. I forget which year is this time limit

৪| ১০ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৭

কলাবাগান১ বলেছেন: জামাতিদের ত্রাহি অবস্হা..... এই অর্জনকে ছোট করতে

৫| ১১ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৯

াহো বলেছেন:


ভারতীয় পএিকা দ্য টেলিগ্রাফের কান্না
পশ্চিমবঙ্গের আয়তনের চেয়েও বড় সমুদ্র অঞ্চল পেয়েছে বাংলাদেশ
বাংলাদেশকে যে এলাকা দেয়া হয়েছে সেটা আমাদের বিবেচনায় অযৌক্তিক--পদস্থ ভারতীয় কর্মকর্তা
জাতিসংঘ কেবল বাংলাদেশের দাবির যৌক্তিকতাকেই মেনে নেয়নি বরং আরো নতুন এলাকা এর সঙ্গে যুক্ত করে।
ভারত ট্রাইব্যুনালের রায়ের প্রতি শ্রদ্ধাশীল।-
ভারত নিউমুর বা দক্ষিণ তালপট্টি নামে অতি ক্ষুদ্র একটি দ্বীপের ওপর কর্তৃত্ব লাভ করেছে। তবে উপগ্রহ চিত্র থেকে দেখা যায় যে, এ এলাকাটি ইতিমধ্যেই সমুদ্রে তলিয়ে গেছে।
নয়াদিলি্ল আরো একটি বড় লড়াইয়ে হেরেছে। বাংলাদেশ দাবি করে যে, বিচারকরা কম্পাস ও পেন্সিল দিয়ে '১৮০ ডিগ্রি নীতিমালা' অনুসরণ করেন। অন্যদিকে ভারত এর বিরোধিতা করে। কারণ এর ফলে বাংলাদেশ যা ন্যায্য তার চেয়ে বেশি সমুদ্র এলাকা পেয়ে যাবে।
বাংলাদেশের জন্য এটা হচ্ছে স্বল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় বড় জয়। তারা ২০১২ সালে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা সংক্রান্ত মামলায় জয়ী হয়েছে। -

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.